ETV Bharat / state

আসানসোলে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে স্বাগত : বাবুল - candidate

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে মুখোমুখি দুই সেলিব্রেটি প্রার্থী। এবারের লড়াইটা বাবুল সুপ্রিয় বনাম মুনমুন সেন।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Mar 12, 2019, 11:59 PM IST

অন্ডাল, ১২ মার্চ : "আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দোলা সেন বা মুনমুন সেন যেই হোন না কেন আমি ২ লাখ ভোটে জিতব। আগেও বলেছি, আজও বলছি। তবে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের সঙ্গে আমার বহুদিনের আলাপ। উনি আমার খুব ভালো বন্ধু ও শুভানুধ্যায়ী। আমি তাঁকে আসানসোলে স্বাগত জানাচ্ছি। কিন্তু লড়াইটা হবে ভোটের ময়দানে।" আজ সন্ধ্যায় অন্ডালের উখড়ায় একটা দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন আসানসোল কেন্দ্রের BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে মুখোমুখি দুই সেলিব্রেটি প্রার্থী। এবারের লড়াইটা বাবুল সুপ্রিয় বনাম মুনমুন সেন। যদিও এখনও রাজ্য BJP-র পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে আসানসোল থেকে আবারও প্রার্থী হতে চলেছেন গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়। এমনটাই জল্পনা।

আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতেই এই সভার আয়োজন করেছিল BJP। বাবুল সুপ্রিয়কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। "মনটা আমার বাঙালি, মনটা আমার BJP" গান দিয়েই ওই সভা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। সভার পাশাপাশি আজ বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করেন উখড়ায়।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী মুনমুন সেন। আজ দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ৪২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপরই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

ভোটের ময়দানে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। কিন্তু তার আগে প্রচারের ময়দানে দুই শিবিরের কর্মী সমর্থকরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

অন্ডাল, ১২ মার্চ : "আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দোলা সেন বা মুনমুন সেন যেই হোন না কেন আমি ২ লাখ ভোটে জিতব। আগেও বলেছি, আজও বলছি। তবে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের সঙ্গে আমার বহুদিনের আলাপ। উনি আমার খুব ভালো বন্ধু ও শুভানুধ্যায়ী। আমি তাঁকে আসানসোলে স্বাগত জানাচ্ছি। কিন্তু লড়াইটা হবে ভোটের ময়দানে।" আজ সন্ধ্যায় অন্ডালের উখড়ায় একটা দলীয় সভায় যোগ দিয়ে একথা বলেন আসানসোল কেন্দ্রের BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে মুখোমুখি দুই সেলিব্রেটি প্রার্থী। এবারের লড়াইটা বাবুল সুপ্রিয় বনাম মুনমুন সেন। যদিও এখনও রাজ্য BJP-র পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে আসানসোল থেকে আবারও প্রার্থী হতে চলেছেন গতবারের সাংসদ বাবুল সুপ্রিয়। এমনটাই জল্পনা।

আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতেই এই সভার আয়োজন করেছিল BJP। বাবুল সুপ্রিয়কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। "মনটা আমার বাঙালি, মনটা আমার BJP" গান দিয়েই ওই সভা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। সভার পাশাপাশি আজ বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করেন উখড়ায়।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী মুনমুন সেন। আজ দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ৪২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপরই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

ভোটের ময়দানে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। কিন্তু তার আগে প্রচারের ময়দানে দুই শিবিরের কর্মী সমর্থকরা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

Intro:ভোটের প্রচার শুরুর আগেই অন্ডালের উখড়ায় বাবুল সুপ্রিয় ।

অন্ডাল-বিজেপি র পক্ষ থেকে এখনও এরাজ্যের প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও আসানসোলে প্রার্থী হচ্ছেন আবারও তা নিশ্চিত জানার পরেই এবং প্রধান প্রতিপক্ষ টিএমসি র মুনমুন সেন জানার পরেই আজ সন্ধ্যায় বাবুল সুপ্রিয় শুরু করলেন প্রচার। 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়"" কাহোনা প্যায়ার হে"" গান দিয়েই শুরু করেছিলেন ভোট প্রচার । 2019 সালে অনেক পরিণত রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় শুরু করলেন ""মনটা আমার বাঙালি, মনটা আমার বিজেপি ""গান দিয়েই ভোট প্রচার । পাশাপাশি আসানসোলের বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন তার প্রতিপক্ষ মুনমুন সেন তাঁর ""ভালো বন্ধু, শুভানুধ্যায়ী। মুনমুন সেনকে আসানসোলে স্বাগত। তবে লড়াই এর ময়দানে লড়াই হবে। ""

গত রবিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে চতুর্দিকে সাজো সাজো রব পড়ে গেছে।আজ শাসকদলের পক্ষ থেকে শাসক বিরোধী সব দলই তাদের ভোট ব্যাংক বাড়াতে সাথে জনতা জনার্দনের মন পেতে ভোটের ময়দানে নেমে পড়েছেন।
আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6 টায় অন্ডালের উখড়া এলাকায় একটা দলীয় সভায় যোগ দিয়েছিলেন গতবারের আসানসোলের বিজয়ী সাংসদ ও এবারের আসানসোলের নিশ্চিত বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে এই সভা বলে জানা যায় । বাবুল সুপ্রিয় কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ ।এইসব আর পাশাপাশি বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করলেন উখড়া এলাকায় ।
এবারের ভোটে জেতা নিয়ে আশাবাদী বাবুল সুপ্রিয় জানালেন ""দোলা সেন হোক বা মুনমুন সেন ভোটে কেউ ফ্যাক্টর নয়।আমি দু লক্ষ ভোটে জিতব। "" প্রধান বিরোধী প্রার্থী মুনমুন সেনকে দু'লক্ষ ভোটে হারাবেন বলে আত্মবিশ্বাসী বাবুল ।অন্যদিকে মুনমুন সেন প্রার্থী হচ্ছে জানার পরেই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন টিএমসি কর্মীরা।এবার দুই সেলিব্রেটি প্রার্থীর লড়াই আসানসোল লোকসভা কেন্দ্রে।বাবুল বনাম মুনমুন এর লড়াই এ কে শেষ হাসি হাসবে তা দেখতে এখনও দেরী। তার আগে কিন্তু দুই যুযুধান শিবিরের কর্মী সমর্থকরা দেওয়াল লিখন থেকে প্রচারে কেও কাওকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।Body:ভোটের প্রচার শুরুর আগেই অন্ডালের উখড়ায় বাবুল সুপ্রিয় ।

অন্ডাল-বিজেপি র পক্ষ থেকে এখনও এরাজ্যের প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও আসানসোলে প্রার্থী হচ্ছেন আবারও তা নিশ্চিত জানার পরেই এবং প্রধান প্রতিপক্ষ টিএমসি র মুনমুন সেন জানার পরেই আজ সন্ধ্যায় বাবুল সুপ্রিয় শুরু করলেন প্রচার। 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়"" কাহোনা প্যায়ার হে"" গান দিয়েই শুরু করেছিলেন ভোট প্রচার । 2019 সালে অনেক পরিণত রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় শুরু করলেন ""মনটা আমার বাঙালি, মনটা আমার বিজেপি ""গান দিয়েই ভোট প্রচার । পাশাপাশি আসানসোলের বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন তার প্রতিপক্ষ মুনমুন সেন তাঁর ""ভালো বন্ধু, শুভানুধ্যায়ী। মুনমুন সেনকে আসানসোলে স্বাগত। তবে লড়াই এর ময়দানে লড়াই হবে। ""

গত রবিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে চতুর্দিকে সাজো সাজো রব পড়ে গেছে।আজ শাসকদলের পক্ষ থেকে শাসক বিরোধী সব দলই তাদের ভোট ব্যাংক বাড়াতে সাথে জনতা জনার্দনের মন পেতে ভোটের ময়দানে নেমে পড়েছেন।
আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6 টায় অন্ডালের উখড়া এলাকায় একটা দলীয় সভায় যোগ দিয়েছিলেন গতবারের আসানসোলের বিজয়ী সাংসদ ও এবারের আসানসোলের নিশ্চিত বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে এই সভা বলে জানা যায় । বাবুল সুপ্রিয় কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ ।এইসব আর পাশাপাশি বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করলেন উখড়া এলাকায় ।
এবারের ভোটে জেতা নিয়ে আশাবাদী বাবুল সুপ্রিয় জানালেন ""দোলা সেন হোক বা মুনমুন সেন ভোটে কেউ ফ্যাক্টর নয়।আমি দু লক্ষ ভোটে জিতব। "" প্রধান বিরোধী প্রার্থী মুনমুন সেনকে দু'লক্ষ ভোটে হারাবেন বলে আত্মবিশ্বাসী বাবুল ।অন্যদিকে মুনমুন সেন প্রার্থী হচ্ছে জানার পরেই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন টিএমসি কর্মীরা।এবার দুই সেলিব্রেটি প্রার্থীর লড়াই আসানসোল লোকসভা কেন্দ্রে।বাবুল বনাম মুনমুন এর লড়াই এ কে শেষ হাসি হাসবে তা দেখতে এখনও দেরী। তার আগে কিন্তু দুই যুযুধান শিবিরের কর্মী সমর্থকরা দেওয়াল লিখন থেকে প্রচারে কেও কাওকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।Conclusion:ভোটের প্রচার শুরুর আগেই অন্ডালের উখড়ায় বাবুল সুপ্রিয় ।

অন্ডাল-বিজেপি র পক্ষ থেকে এখনও এরাজ্যের প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও আসানসোলে প্রার্থী হচ্ছেন আবারও তা নিশ্চিত জানার পরেই এবং প্রধান প্রতিপক্ষ টিএমসি র মুনমুন সেন জানার পরেই আজ সন্ধ্যায় বাবুল সুপ্রিয় শুরু করলেন প্রচার। 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়"" কাহোনা প্যায়ার হে"" গান দিয়েই শুরু করেছিলেন ভোট প্রচার । 2019 সালে অনেক পরিণত রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় শুরু করলেন ""মনটা আমার বাঙালি, মনটা আমার বিজেপি ""গান দিয়েই ভোট প্রচার । পাশাপাশি আসানসোলের বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন তার প্রতিপক্ষ মুনমুন সেন তাঁর ""ভালো বন্ধু, শুভানুধ্যায়ী। মুনমুন সেনকে আসানসোলে স্বাগত। তবে লড়াই এর ময়দানে লড়াই হবে। ""

গত রবিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে চতুর্দিকে সাজো সাজো রব পড়ে গেছে।আজ শাসকদলের পক্ষ থেকে শাসক বিরোধী সব দলই তাদের ভোট ব্যাংক বাড়াতে সাথে জনতা জনার্দনের মন পেতে ভোটের ময়দানে নেমে পড়েছেন।
আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6 টায় অন্ডালের উখড়া এলাকায় একটা দলীয় সভায় যোগ দিয়েছিলেন গতবারের আসানসোলের বিজয়ী সাংসদ ও এবারের আসানসোলের নিশ্চিত বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।আসন্ন ভোটে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে এই সভা বলে জানা যায় । বাবুল সুপ্রিয় কে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ ।এইসব আর পাশাপাশি বাবুল সুপ্রিয় দেওয়াল লিখন করলেন উখড়া এলাকায় ।
এবারের ভোটে জেতা নিয়ে আশাবাদী বাবুল সুপ্রিয় জানালেন ""দোলা সেন হোক বা মুনমুন সেন ভোটে কেউ ফ্যাক্টর নয়।আমি দু লক্ষ ভোটে জিতব। "" প্রধান বিরোধী প্রার্থী মুনমুন সেনকে দু'লক্ষ ভোটে হারাবেন বলে আত্মবিশ্বাসী বাবুল ।অন্যদিকে মুনমুন সেন প্রার্থী হচ্ছে জানার পরেই অন্ডালের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন টিএমসি কর্মীরা।এবার দুই সেলিব্রেটি প্রার্থীর লড়াই আসানসোল লোকসভা কেন্দ্রে।বাবুল বনাম মুনমুন এর লড়াই এ কে শেষ হাসি হাসবে তা দেখতে এখনও দেরী। তার আগে কিন্তু দুই যুযুধান শিবিরের কর্মী সমর্থকরা দেওয়াল লিখন থেকে প্রচারে কেও কাওকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.