ETV Bharat / state

রেলের অনুষ্ঠানে এলেন না তৃণমূল বিধায়করা ; আক্রমণ বাবুলের - programme of rail department

রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল বিধায়কদের । কিন্তু উপস্থিত ছিলেন না কেউই । এই নিয়ে রাজ্যের 3 তৃণমূল বিধায়ককে আক্রমণ বাবুলের ।

বাবুল
author img

By

Published : Aug 23, 2019, 5:58 AM IST

Updated : Aug 23, 2019, 7:10 AM IST

আসানসোল, 23 অগাস্ট : রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বিধায়কদের । মঞ্চে তাঁদের নাম, নির্দিষ্ট আসন থাকলেও এলেন না কেউই । এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কদের আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । বললেন, "ওনাদের কাছে সরকারি পদের থেকে দলীয় পদ বেশি প্রিয় ।"

গতকাল আসানসোল রেল ডিভিশনের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল । সকালে পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন, বিকেলে বরাকর স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সন্ধ্যায় আসানসোলের লোকো স্টেডিয়ামে খেলার জন্য ফ্লাড লাইটের উদ্বোধন । এই তিনটি উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । পাশাপাশি এই তিনটি অনুষ্ঠানে নাম ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের । কিন্তু অনুষ্ঠানে তাঁদের নামের নির্দিষ্ট আসনে উপস্থিত ছিলেন না কেউই । এই বিষয়কে কেন্দ্র করেই রাজ্যের 3 তৃণমূল বিধায়ককে আক্রমণ করেন বাবুল ।

বাবুল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে বলেন, "পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন করলাম । সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম ছিল । কিন্তু তিনি আসেননি । মেয়র ও বিধায়ক দুটোই সরকারি পদ । কিন্তু সরকারি পদের থেকে ওনার কাছে আসানসোলের তৃণমূল জেলা সভাপতির পদ বেশি প্রিয় । তাই মানুষের উপকারে পাণ্ডবেশ্বর স্টেশনে মেশিন বসানোর অনুষ্ঠানে উনি আসেননি । রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে কিন্তু আমরা নাম থাকে না । ডাকাও হয় না । কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত অনুষ্ঠানে এলাকার বিধায়ক ও সাংসদদের নিমন্ত্রণ করি ।"

আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে কটাক্ষ করে বাবুল বলেন, "মলয় ঘটক আইনমন্ত্রী । একটা জিনিসের উদ্বোধন হচ্ছে । সেখানে যদি উনি থাকতেন তাহলে ওনার পদমর্যাদা নিয়েই থাকতেন । কোনও অনুঘটক হয়ে থাকতেন না । মলয় ঘটক হয়েই থাকতেন ।" পাশাপাশি কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, " বরাকরেও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম ছিল । কিন্তু উনি আসেননি । ওনার কাছে সরকারি যে বিধায়ক পদ তা তুচ্ছ মনে হয়েছে ।"

কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে রাজ্যে সরকারের মন্ত্রী ও বিধায়কদের গরহাজিরা প্রসঙ্গে বাবুল বলেন, "রাজনীতির গণ্ডির মধ্যে নিজেদের আটকে রেখে আমরা দেশের ও জনতার ক্ষতি করছি । কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর আমার যে নিরলস প্রচেষ্টা তা সবসময়ই থাকবে । ওনারা এলে খুবই ভালো হত । আমাকে দেখতে খুব একটা খারাপ নয় । কিন্তু তাও কেন এল না বুঝতে পারছি না । হয় আমার ভয়ে আসেনি, নয় আপনাদের ভয়ে আসেনি ।"

প্রসঙ্গত, সাংসদ তহবিল থেকে 69 লাখ টাকা খরচ করে আসানসোল লোকো ষ্টেডিয়ামে সোলার ফ্লাড লাইটের ব্যবস্থা করেছেন বাবুল সুপ্রিয় । গতকাল রাতে সেই সোলার ফ্লাডলাইট উদ্বোধন করেন তিনি । DRM ও রেলকর্মীদের সঙ্গে নিজেও ফুটবল খেলেন ।

আসানসোল, 23 অগাস্ট : রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বিধায়কদের । মঞ্চে তাঁদের নাম, নির্দিষ্ট আসন থাকলেও এলেন না কেউই । এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কদের আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । বললেন, "ওনাদের কাছে সরকারি পদের থেকে দলীয় পদ বেশি প্রিয় ।"

গতকাল আসানসোল রেল ডিভিশনের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল । সকালে পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন, বিকেলে বরাকর স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সন্ধ্যায় আসানসোলের লোকো স্টেডিয়ামে খেলার জন্য ফ্লাড লাইটের উদ্বোধন । এই তিনটি উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । পাশাপাশি এই তিনটি অনুষ্ঠানে নাম ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের । কিন্তু অনুষ্ঠানে তাঁদের নামের নির্দিষ্ট আসনে উপস্থিত ছিলেন না কেউই । এই বিষয়কে কেন্দ্র করেই রাজ্যের 3 তৃণমূল বিধায়ককে আক্রমণ করেন বাবুল ।

বাবুল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে বলেন, "পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন করলাম । সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম ছিল । কিন্তু তিনি আসেননি । মেয়র ও বিধায়ক দুটোই সরকারি পদ । কিন্তু সরকারি পদের থেকে ওনার কাছে আসানসোলের তৃণমূল জেলা সভাপতির পদ বেশি প্রিয় । তাই মানুষের উপকারে পাণ্ডবেশ্বর স্টেশনে মেশিন বসানোর অনুষ্ঠানে উনি আসেননি । রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে কিন্তু আমরা নাম থাকে না । ডাকাও হয় না । কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত অনুষ্ঠানে এলাকার বিধায়ক ও সাংসদদের নিমন্ত্রণ করি ।"

আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে কটাক্ষ করে বাবুল বলেন, "মলয় ঘটক আইনমন্ত্রী । একটা জিনিসের উদ্বোধন হচ্ছে । সেখানে যদি উনি থাকতেন তাহলে ওনার পদমর্যাদা নিয়েই থাকতেন । কোনও অনুঘটক হয়ে থাকতেন না । মলয় ঘটক হয়েই থাকতেন ।" পাশাপাশি কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, " বরাকরেও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম ছিল । কিন্তু উনি আসেননি । ওনার কাছে সরকারি যে বিধায়ক পদ তা তুচ্ছ মনে হয়েছে ।"

কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে রাজ্যে সরকারের মন্ত্রী ও বিধায়কদের গরহাজিরা প্রসঙ্গে বাবুল বলেন, "রাজনীতির গণ্ডির মধ্যে নিজেদের আটকে রেখে আমরা দেশের ও জনতার ক্ষতি করছি । কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর আমার যে নিরলস প্রচেষ্টা তা সবসময়ই থাকবে । ওনারা এলে খুবই ভালো হত । আমাকে দেখতে খুব একটা খারাপ নয় । কিন্তু তাও কেন এল না বুঝতে পারছি না । হয় আমার ভয়ে আসেনি, নয় আপনাদের ভয়ে আসেনি ।"

প্রসঙ্গত, সাংসদ তহবিল থেকে 69 লাখ টাকা খরচ করে আসানসোল লোকো ষ্টেডিয়ামে সোলার ফ্লাড লাইটের ব্যবস্থা করেছেন বাবুল সুপ্রিয় । গতকাল রাতে সেই সোলার ফ্লাডলাইট উদ্বোধন করেন তিনি । DRM ও রেলকর্মীদের সঙ্গে নিজেও ফুটবল খেলেন ।

Intro:
রেলের বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে, উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়কদের। মঞ্চে তাদের নাম, নির্দিষ্ট আসন থাকলেও কেউই উপস্থিত হলেন না ।আর এই ঘটনা প্রত্যক্ষ করে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে জানালেন রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন।

আজ আসানসোল রেল ডিভিশনের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল সকালে পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন, বিকেলে বরাকর স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সন্ধ্যায় আসানসোলের লোকো স্টেডিয়ামে খেলার জন্য ফ্লাড লাইটের উদ্বোধন। তিনটি উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে তিনটি অনুষ্ঠানের নাম এবং নির্দিষ্ট আসন থাকলেও উপস্থিত ছিলেন না রাজ্যের কোন বিধায়ক।
বাবুল সুপ্রিয় রাতে লোকো স্টেডিয়ামে নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন "সকালে পাণ্ডবেশ্বরের অনুষ্ঠানে, সেখানকার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নাম মঞ্চে লেখা হয়েছিল, বিকেলে বরাকরের অনুষ্ঠানে কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম ছিল এবং এই লোকো স্টেডিয়ামের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নাম রয়েছে। তাদের জন্য নির্দিষ্ট আসন রাখা হয়েছে। কিন্তু কেউ উপস্থিত হননি এই সাদা চাদর পাতা সোফা গুলিতে খালি থাকার জায়গায় তারা যদি বসতেন তবে আরো ভালো লাগতো। আগামী দিনেও তাদের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নেমন্তন্ন করা হবে, অনুরোধ করবো আসুন।" বাবুল সুপ্রিয় আরও বলেন, "জিতেন্দ্র তিওয়ারি হয়তো বিধায়ক, মেয়রের থেকে বেশি তৃণমূলের জেলা সভাপতি হয়ে উঠেছেন ।মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী থেকে হয়তো তৃণমূল নেতা হয়ে উঠেছেন। রাজনীতি রাজনীতির জায়গায় থাক। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে মানুষের কাযে। আগামী দিনে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত সাংসদ কোটা টাকা থেকে 69 লক্ষ টাকা খরচ করে আসানসোল লোকো ষ্টেডিয়ামে সোলার ফ্লাড লাইটের ব্যবস্থা করেছেন বাবুল সুপ্রিয় ।আজ রাতে সেই সোলার ফ্লাডলাইট উদ্বোধন করেন তিনি। পাশাপাশি নিজেও ফুটবল খেলেন এদিন DRM ও রেলকর্মীদের সঙ্গে।


Body:..


Conclusion:
Last Updated : Aug 23, 2019, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.