ETV Bharat / state

উড়ালপুলের কাজের তদারকিতে গিয়ে নস্টালজিক বাবুল - Kamarpur

সাংসদ হওয়ার পর কুমারপুরে উড়ালপুল তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় । কিন্তু এতদিন কাজ আটকে ছিল ৷ কারণ, কিছু দখলদারদের উচ্ছেদ করা যায়নি । এরপর বাবুল নিজেই উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদ করানোর ব্যাপারে উদ্যোগী হন । অবশেষে সেই কাজ শুরু হয়েছে । আজ তার তদারকিতে যান বাবুল ৷

আজ দুপুরে উড়ালপুল তৈরির কাজের তদারকিতে কামারপুর যান বাবুল
author img

By

Published : Sep 7, 2019, 7:57 PM IST

Updated : Sep 7, 2019, 9:57 PM IST

আসানসোল, 7 সেপ্টেম্বর : উড়ালপুল তৈরির কাজের তদারকিতে শনিবার কুমারপুরে এসেছিলেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দীর্ঘদিন আটকে থাকার পর বাবুলের উদ্যোগে শুরু হয়েছে কামারপুরে উড়ালপুলের কাজ ৷ আজ দুপুরে উড়ালপুল তৈরির কাজের তদারকিতে কামারপুর যান বাবুল ৷

Babul
উড়ালপুলের কাজ তদারকি করছেন বাবুল

আসানসোলের কুমারপুর অঞ্চলে GT রোডের উপরে রেল লাইন রয়েছে । মূলত এই রেললাইন দিয়ে SAIL (Steel Authority of India Limited) এবং IISCO (Indian Iron & Steel Company )- র কারখানার কাঁচামাল আনা হয় ৷ এই সব কারাখানায় তৈরি পণ্যও এই রাস্তা দিয়ে সরবরাহ হয় । মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় GT রোড । ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি ।

Babul
আজ দুপুরে উড়ালপুল তৈরির কাজের তদারকিতে কামারপুর যান বাবুল

প্রায় 30 বছর ধরে এই সমস্যা ভোগ করে আসছে আসানসোলের বাসিন্দারা ৷ সাংসদ হওয়ার পর সেখানে উড়ালপুল তৈরির জন্য উদ্যোগ নিয়েছিলেন বাবুল । 2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর রেল বাজেটে কুমারপুরে ওই রেললাইনের উপর উড়ালপুল তৈরির কথা ঘোষণা করেন ৷ কিন্তু এতদিন কাজ আটকে পড়েছিল ৷ কারণ, কিছু দখলদারদের উচ্ছেদ করা যায়নি । এরপর বাবুল নিজেই উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদ করানোর ব্যাপারে উদ্যোগী হন । অবশেষে সেই কাজ শুরু হয়েছে ।

Babul
মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় GT রোড

বাবুল আজ বলেন, "এই উড়ালপুলের কাজ দেখে আমি খুব নস্টালজিক হয়ে পড়ছি । SAIL-কে খুব সাধারণ ভাবে বলেছিলাম যে, আপনারা এই কাজ করতে অর্ধেক পয়সা দিন । বাকিটা আমি রেল থেকে নিয়ে আসব । SAIL-এর ইতিহাসে কখনও এরকম ভাবে কাজ করা হয়নি । কিন্তু, সব পক্ষ রাজি হওয়ার পর সেতু তৈরি হচ্ছে । আমার জীবনে এটা বড় কাজ । প্রথমে 26-27 কোটি টাকা বাজেট ঠিক করা হয়েছিল । কিন্তু এখন সেই বাজেট কমপক্ষে 60 কোটিতে যাবে ।"

ভিডিয়োয় শুনুন বাবুলের বক্তব্য

বাবুল আবেদন জানিয়ে বলেন, "সবপক্ষের মানুষ এই সেতু তৈরি করার কাজে সহায়তা করুন যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয় । " সেতু নির্মাণকারীরা জানান, 2021 সালের জানুয়ারি মাস নাগাদ এই কাজ শেষ হবে ৷ যদিও বাবুল আজ বলেন, ''নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা চলছে৷"

আসানসোল, 7 সেপ্টেম্বর : উড়ালপুল তৈরির কাজের তদারকিতে শনিবার কুমারপুরে এসেছিলেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দীর্ঘদিন আটকে থাকার পর বাবুলের উদ্যোগে শুরু হয়েছে কামারপুরে উড়ালপুলের কাজ ৷ আজ দুপুরে উড়ালপুল তৈরির কাজের তদারকিতে কামারপুর যান বাবুল ৷

Babul
উড়ালপুলের কাজ তদারকি করছেন বাবুল

আসানসোলের কুমারপুর অঞ্চলে GT রোডের উপরে রেল লাইন রয়েছে । মূলত এই রেললাইন দিয়ে SAIL (Steel Authority of India Limited) এবং IISCO (Indian Iron & Steel Company )- র কারখানার কাঁচামাল আনা হয় ৷ এই সব কারাখানায় তৈরি পণ্যও এই রাস্তা দিয়ে সরবরাহ হয় । মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় GT রোড । ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি ।

Babul
আজ দুপুরে উড়ালপুল তৈরির কাজের তদারকিতে কামারপুর যান বাবুল

প্রায় 30 বছর ধরে এই সমস্যা ভোগ করে আসছে আসানসোলের বাসিন্দারা ৷ সাংসদ হওয়ার পর সেখানে উড়ালপুল তৈরির জন্য উদ্যোগ নিয়েছিলেন বাবুল । 2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর রেল বাজেটে কুমারপুরে ওই রেললাইনের উপর উড়ালপুল তৈরির কথা ঘোষণা করেন ৷ কিন্তু এতদিন কাজ আটকে পড়েছিল ৷ কারণ, কিছু দখলদারদের উচ্ছেদ করা যায়নি । এরপর বাবুল নিজেই উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদ করানোর ব্যাপারে উদ্যোগী হন । অবশেষে সেই কাজ শুরু হয়েছে ।

Babul
মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় GT রোড

বাবুল আজ বলেন, "এই উড়ালপুলের কাজ দেখে আমি খুব নস্টালজিক হয়ে পড়ছি । SAIL-কে খুব সাধারণ ভাবে বলেছিলাম যে, আপনারা এই কাজ করতে অর্ধেক পয়সা দিন । বাকিটা আমি রেল থেকে নিয়ে আসব । SAIL-এর ইতিহাসে কখনও এরকম ভাবে কাজ করা হয়নি । কিন্তু, সব পক্ষ রাজি হওয়ার পর সেতু তৈরি হচ্ছে । আমার জীবনে এটা বড় কাজ । প্রথমে 26-27 কোটি টাকা বাজেট ঠিক করা হয়েছিল । কিন্তু এখন সেই বাজেট কমপক্ষে 60 কোটিতে যাবে ।"

ভিডিয়োয় শুনুন বাবুলের বক্তব্য

বাবুল আবেদন জানিয়ে বলেন, "সবপক্ষের মানুষ এই সেতু তৈরি করার কাজে সহায়তা করুন যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয় । " সেতু নির্মাণকারীরা জানান, 2021 সালের জানুয়ারি মাস নাগাদ এই কাজ শেষ হবে ৷ যদিও বাবুল আজ বলেন, ''নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা চলছে৷"

Intro:দীর্ঘদিন আটকে থাকার পর বাবুল সুপ্রিয় এর উদ্যোগে শুরু হয়েছে কুমারপুর এ জিটি রোডের উপরে রেল উড়ালপুল তৈরীর কাজ আর আসানসোলে এসেই সেই কাজের তদারকি করে গেলেন বাবুল সুপ্রিয়। আজ দুপুরে তিনি আসানসোলের কুমারপুড়ে যান এবং কাজ চালু হয়েছে দেখে তুমি খুব খুশি হন। সেতু নির্মাণকারীরা জানান 2021 সালের জানুয়ারি মাস নাগাদ এই কাজ শেষ হবেম যদিও বাবুল এদিন এই রেল ব্রিজের কাজ পরিদর্শন করে জানান নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা চলছেম
আসানসোলের কুমারপুর অঞ্চলে জি টি রোডের উপরে একটি রেল লাইন আছে। মূলত এই রেললাইন দিয়ে SAIL এর IISCO কারখানার কাঁচামাল আনা হয় এবং তৈরি হওয়া মাল সরবরাহ হয় । মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘন্টার জন্য জিটি রোড অবরুদ্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। বহুবার এমন ঘটনা ঘটেছে, এম্বুলেন্স দাঁড়িয়ে পড়েছে ওই যানজটে। রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় ৩০ বছর ধরে এই যন্ত্রণা ভোগ করে আসছিল আসানসোলবাসী। বাবুল সুপ্রিয় সাংসদ হওয়ার পর রেল এবং সেইলের জৌথ ভাবে এই সেতু তৈরি করার জন্য তিনি নিজেই উদ্যোগ নিয়েছিলেন। এরপর ২০১৬ সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটে ঘোষণা করেন কুমারপুরে ওই রেললাইনের উপরে সেতু বা উড়ালপুল তৈরি করা হবে। কিন্তু এতদিন কাজ আটকে পড়েছিল কারন কিছু দখলদারদের উচ্ছেদ করা যায়নি। এরপর বাবুল নিজেই উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদ করানোর ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেন। অবশেষে সেই কাজ শুরু হয়েছে । আজ আসানসোলে সেই কাজ দেখতে গিয়ে বাবুল সুপ্রিয় নিজেই বলেন আমি খুব নস্টালজিক হয়ে পড়ছি। সেইলকে খুব সাধারণ ভাবে বলেছিলাম যে আপনারা এই কাজ করতে অর্ধেক পয়সা দিন। বাকিটা আমি রেল থেকে নিয়ে আসব। সেইলের ইতিহাসে কখনো এরকম ভাবে কাজ করা হয়নি। কিন্তু সব পক্ষ রাজি হওয়ার পর সেতু তৈরি হচ্ছে। আমার জীবনে এটা বড় কাজ প্রথমে 26-27 কোটি টাকা বাজেট ঠিক করা হয়েছিল। কিন্তু এখন সেই বাজেট কমপক্ষে 60 কোটিতে থেকে যাবে। বাবুল সুপ্রিয় আবেদন জানিয়েছেন সব পক্ষের মানুষ এই রেল সেতু তৈরি করার কাজে সহায়তা করুন ।যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়।



Body:..


Conclusion:
Last Updated : Sep 7, 2019, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.