অণ্ডাল, 1 মে : মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ে স্পাইসজেটের এসজি-945 বিমানটি ৷ রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে আসা বিমানটি রানওয়েতে নামছিল। সেই সময় চলছিল প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ফলেই অবতরণে সমস্যার মুখে পড়ে বিমানটি (Mumbai-Durgapur Flight hits severe mid Air Turbulence) ৷ তীব্র ঝাঁকুনিতে আহত 15 জন যাত্রী ৷ বড়সড় বিপদ এড়ানো গেলেও অবতরণের সময় তীব্র ঝাঁকুনির জেরে আহত হন 15 জন যাত্রী ৷
মুম্বই থেকে অণ্ডাল বিমানবন্দরে স্পাইসজেটের বিমানটি নামার সময় সন্ধ্যা 7টা 40 মিনিট নাগাদ ঝড়ের কবলে পড়ে । সেই সময় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় । কিন্তু ঝড়ের কবলে পড়ে বিমান দুলতে থাকে বলে সূত্রের খবর । যে সকল যাত্রীরা সিট বেল্ট না বাঁধা অবস্থায় ছিলেন তাঁদের কম বেশি আহত হতে হয় । এমনকি একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে । আহত 15জন যাত্রীকে দ্রুত অণ্ডালের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় ৷
আরও পড়ুন : বিমানে মৌমাছির বাসা, টেক-অফে দেরি