দুর্গাপুর, 10 অক্টোবর: ছোট থেকেই চলে বিভিন্ন গাছের চর্চা। তখন থেকেই পরিবেশ বাঁচাতে বিভিন্ন গাছ রোপণ (Planting Trees) করতেন। কাঁকসার বিভিন্ন প্রান্তে যিনি এক নামে পরিচিত তা হলেন সাদামাটা চেহারার এই অশোক রায় (Ashok Roy) ৷ পাখি বিলুপ্ত হতে থাকায় তাদের বাঁচাতে উদ্যোগ নিয়েছেন তিনি।
একসময় কলকাতার বিভিন্ন যাত্রাদলের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু বিগত তিন বছর ধরে পাখিদের কথা ভাবতে শুরু করেন তিনি। বর্তমানে কমে যাচ্ছে বট, তাল, সুপারি, নারকেল, আম, জাম কাঁঠাল গাছের সংখ্যা। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। নগর সভ্যতা ঘিরে বাড়ছে দূষণ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাখিদের বাঁচাতে উদ্যোগী (Initiative to Save Birds) কাঁকসার মলানদিঘির আকন্দারার অশোক রায়।
কাঁকসা এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের (Durgapur Faridpur Block) বিভিন্ন প্রান্তে এখন বাড়ছে বিভিন্ন ফলের গাছ অশোক বাবুর হাত ধরে। গাছ লাগানোর সঙ্গে পোস্টারও দেওয়া হয় ৷ লেখা থাকে গাছ আমার প্রাণ, সংগীত আমার জীবন। এখনও পযন্ত তিনি 3 হাজারের বেশি ফলের গাছ লাগিয়েছেন। কলম চারা দিয়ে না তিনি বীজ থেকে গাছ তৈরি করেন তারপরই বিভিন্ন প্রান্তে রোপণ করেন।
আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল 4 রয়্যাল বেঙ্গল শাবক, আগামী বছর আসছে সিংহ
তাঁর দাবি, কলম গাছ লম্বা হয় না এবং পাখিদের বসবাসের উপযোগীও না। সেই জন্য তিনি বীজ দিয়ে গাছ তৈরির পর সেগুলি রোপণ করেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসন এবং বনদফতর তার পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। এভাবেই তিনি জীব বৈচিত্র্য বাঁচাতে ফলের গাছ রোপণ করেই মানবিকভাবে এগিয়ে যেতে চান। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন এলাকাবাসীরাও।