আসানসোল, 23 মার্চ : আজ বিকেল থেকে রাজ্যে শুরু হয়েছে লকডাউন । আর এই পরিস্থিতিতে যদি কেউ বিপদে বা অসুবিধায় পড়ে তাদের জন্য দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য ।
কোরোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত । ইতিমধ্যে একজনের মৃত্যুও হয়েছে । তাই কোরোনা যাতে আর সংক্রমিত না হয় তার জন্য আজ বিকেল থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার । ফলে দোকানপাট থেকে শুরু করে বাস-ট্রেন সবই বন্ধ হয়ে যাচ্ছে । আর এই পরিস্থিতিতে কোরোনা আতঙ্কের পাশাপাশি মানুষ এখন অন্য বিষয় নিয়ে চিন্তিত । এই লকডাউনে যদি কোনও বিপদ বা অসুবিধা হয় তাহলে কী হবে ? মানুষের এই অসুবিধার কথা ভেবেই আজ দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । নম্বর দুটি হল - 18003453397, 18001204125 । 24 ঘণ্টাই এই নম্বর দুটিতে পরিষেবা পাওয়া যাবে । সকাল থেকে দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র নিজেই ।
এই বিষয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "যদি কেউ বিপদের মধ্যে বা অসুবিধার মধ্যে পড়েন তাহলে পৌরনিগমের দুটি টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে । সেগুলোতে ফোন করবেন । বিকেল থেকে এই দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও পূর্ণশ্রী রায় । যেকোনও ধরনের অসুবিধায় সাধারণ মানুষ ফোন করতে পারেন এই টোল ফ্রি নম্বরগুলিতে । পৌরনিগমের পৌরকর্মীরা তার পাশে গিয়ে দাঁড়াবে । শুধু তাই নয়, সাতটি আলাদা আলাদা ইউনিট তৈরি করে স্বাস্থ্যকর্মী ,চিকিৎসক এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখছে পৌরনিগম । বিভিন্ন বোরো এলাকায় এই ইউনিট কাজ করবে । একইসঙ্গে যেসমস্ত পৌরকর্মীরা স্বেচ্ছায় কাজ করবেন তাদের 500 টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়া হবে পৌরনিগমের তরফে ।"