ETV Bharat / state

লকডাউন পরিস্থিতিতে বিপদ? ফোন করুন আসানসোল পৌরনিগমের টোল ফ্রি নম্বরে - টোল ফ্রি নম্বর

লকডাউনে কোনও বিপদে বা অসুবিধায় পড়া মানুষকে সাহায্যের জন্য দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম ।

Asansole Municipal
জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Mar 23, 2020, 5:52 PM IST

Updated : Mar 23, 2020, 7:43 PM IST

আসানসোল, 23 মার্চ : আজ বিকেল থেকে রাজ্যে শুরু হয়েছে লকডাউন । আর এই পরিস্থিতিতে যদি কেউ বিপদে বা অসুবিধায় পড়ে তাদের জন্য দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য ।

কোরোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত । ইতিমধ্যে একজনের মৃত্যুও হয়েছে । তাই কোরোনা যাতে আর সংক্রমিত না হয় তার জন্য আজ বিকেল থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার । ফলে দোকানপাট থেকে শুরু করে বাস-ট্রেন সবই বন্ধ হয়ে যাচ্ছে । আর এই পরিস্থিতিতে কোরোনা আতঙ্কের পাশাপাশি মানুষ এখন অন্য বিষয় নিয়ে চিন্তিত । এই লকডাউনে যদি কোনও বিপদ বা অসুবিধা হয় তাহলে কী হবে ? মানুষের এই অসুবিধার কথা ভেবেই আজ দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । নম্বর দুটি হল - 18003453397, 18001204125 । 24 ঘণ্টাই এই নম্বর দুটিতে পরিষেবা পাওয়া যাবে । সকাল থেকে দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র নিজেই ।

লকডাউন পরিস্থিতিতে মানুষের সুবিধায় টোল ফ্রি নম্বর আসানসোল পৌরনিগমের

এই বিষয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "যদি কেউ বিপদের মধ্যে বা অসুবিধার মধ্যে পড়েন তাহলে পৌরনিগমের দুটি টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে । সেগুলোতে ফোন করবেন । বিকেল থেকে এই দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও পূর্ণশ্রী রায় । যেকোনও ধরনের অসুবিধায় সাধারণ মানুষ ফোন করতে পারেন এই টোল ফ্রি নম্বরগুলিতে । পৌরনিগমের পৌরকর্মীরা তার পাশে গিয়ে দাঁড়াবে । শুধু তাই নয়, সাতটি আলাদা আলাদা ইউনিট তৈরি করে স্বাস্থ্যকর্মী ,চিকিৎসক এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখছে পৌরনিগম । বিভিন্ন বোরো এলাকায় এই ইউনিট কাজ করবে । একইসঙ্গে যেসমস্ত পৌরকর্মীরা স্বেচ্ছায় কাজ করবেন তাদের 500 টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়া হবে পৌরনিগমের তরফে ।"

আসানসোল, 23 মার্চ : আজ বিকেল থেকে রাজ্যে শুরু হয়েছে লকডাউন । আর এই পরিস্থিতিতে যদি কেউ বিপদে বা অসুবিধায় পড়ে তাদের জন্য দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য ।

কোরোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত । ইতিমধ্যে একজনের মৃত্যুও হয়েছে । তাই কোরোনা যাতে আর সংক্রমিত না হয় তার জন্য আজ বিকেল থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার । ফলে দোকানপাট থেকে শুরু করে বাস-ট্রেন সবই বন্ধ হয়ে যাচ্ছে । আর এই পরিস্থিতিতে কোরোনা আতঙ্কের পাশাপাশি মানুষ এখন অন্য বিষয় নিয়ে চিন্তিত । এই লকডাউনে যদি কোনও বিপদ বা অসুবিধা হয় তাহলে কী হবে ? মানুষের এই অসুবিধার কথা ভেবেই আজ দুটি টোল ফ্রি নম্বর ঘোষণা করল আসানসোল পৌরনিগম । নম্বর দুটি হল - 18003453397, 18001204125 । 24 ঘণ্টাই এই নম্বর দুটিতে পরিষেবা পাওয়া যাবে । সকাল থেকে দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র নিজেই ।

লকডাউন পরিস্থিতিতে মানুষের সুবিধায় টোল ফ্রি নম্বর আসানসোল পৌরনিগমের

এই বিষয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "যদি কেউ বিপদের মধ্যে বা অসুবিধার মধ্যে পড়েন তাহলে পৌরনিগমের দুটি টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে । সেগুলোতে ফোন করবেন । বিকেল থেকে এই দুটি টোল ফ্রি নম্বর মনিটরিং করবেন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও পূর্ণশ্রী রায় । যেকোনও ধরনের অসুবিধায় সাধারণ মানুষ ফোন করতে পারেন এই টোল ফ্রি নম্বরগুলিতে । পৌরনিগমের পৌরকর্মীরা তার পাশে গিয়ে দাঁড়াবে । শুধু তাই নয়, সাতটি আলাদা আলাদা ইউনিট তৈরি করে স্বাস্থ্যকর্মী ,চিকিৎসক এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখছে পৌরনিগম । বিভিন্ন বোরো এলাকায় এই ইউনিট কাজ করবে । একইসঙ্গে যেসমস্ত পৌরকর্মীরা স্বেচ্ছায় কাজ করবেন তাদের 500 টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়া হবে পৌরনিগমের তরফে ।"

Last Updated : Mar 23, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.