আসানসোল, ১১ জুন: নজিরবিহীন ঘটনা ঘটল আসানসোলে । বিজেপি বিধায়ক গেলেন আসানসোল পৌরনিগমের জল সমস্যার সমাধান চাইতে । শুক্রবার বিকেলে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আসানসোল পৌরনিগমে যান । সেখানে গিয়ে তিনি আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । অগ্নিমিত্রা পল অমরনাথ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকায় বেশকিছু প্রত্যন্ত গ্রামে পানীয় জল যাচ্ছে না । অবিলম্বে জল সমস্যা সমাধানের ব্যবস্থা করা হোক ।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকা বড়থোল, বড়ডাঙা, পঞ্জাব ডাঙা, ঘুটঘুটপাড়া সহ বহু আদিবাসী গ্রামে বেশ কয়েকদিন ধরে পানীয় জল যাচ্ছে না । আজ সেই খবর শুনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল যান আসানসোল পৌরনিগমে ।
আরও পড়ুন: আগামী দিনের কথা চিন্তা করেই হয়তো সিদ্ধান্ত, মুকুল নিয়ে মন্তব্য রথীন ঘোষের
পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে সমস্যার কথা জানান । বেরিয়ে আসার পথে অগ্নিমিত্রা পল বলেন, "একাধিক গ্রাম পানীয় জলের কষ্টে ভুগছে । তাই প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানকে জানাতে এসেছিলাম । তিনি আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে পানীয় জলের ব্যবস্থা হবে।" যদিও অমরনাথ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "রাজ্য সরকারের কথা বিধায়ককে ভাবতে হবে না । আমরা মানুষের সমস্যার কথা ভাবছি । শনিবার থেকে ওই এলাকায় ২০ থেকে ২৫ ট্যাঙ্কার জল পাঠানো হবে ।"