ETV Bharat / state

Jitendra Tiwari Arrested: আসানসোলে কম্বল কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিজেপির জিতেন্দ্র তেওয়ারি

আসানসোল বিজেপির কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (BJP Leader Jitendra Tiwari Arrested) ৷ শনিবার তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Jitendra Tiwari Arrested
Jitendra Tiwari Arrested
author img

By

Published : Mar 18, 2023, 4:35 PM IST

Updated : Mar 19, 2023, 10:44 AM IST

আসানসোল, 18 মার্চ: আসানসোল কম্বল কাণ্ডে দুই মহিলা-সহ এক কিশোরীর পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে (Asansol Police Arrest Jitendra Tiwari) । দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । দিল্লি থেকে স্ত্রী চৈতালি তেওয়ারিকে নিয়ে আগ্রা যাওয়ার পথে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে সূত্র থেকে জানা যাচ্ছে । এই ঘটনায় ফের রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে ।

গত 23 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কম্বল কাণ্ডে জিতেন্দ্র তেওয়ারি ও চৈতালি তেওয়ারির আগাম জামিনের আবেদন নাকচ করে । তারপর থেকেই জিতেন্দ্র তেওয়ারির বাড়িতে তালা দেওয়া । ইতিমধ্যেই পুলিশ দু'বার গিয়ে ঘুরে এসেছে । শোনা যাচ্ছিল সস্ত্রীক জিতেন্দ্র দিল্লিতে রয়েছেন । তারপরেই শনিবার বিকেলে খবর আসে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তেওয়ারিকে (Jitendra Tiwari Arrested from Delhi) । তাঁকে এ রাজ্যে নিয়ে আসা হচ্ছে ।

প্রসঙ্গত, গত 14 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ ডাঙাল এলাকায় একটি কম্বল বিতরণ ও শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালী তেওয়ারি । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ।

অভিযোগ, ওই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে মানুষজনকে কুপন দেওয়া হয়েছিল কম্বল নিতে আসার জন্য । শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে একটি-দুটি কম্বল দিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি লাগে । তাতে বেশ কয়েকজন পদপিষ্ট হন । আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে দুই মহিলা-সহ এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এরপর মৃত এক মহিলা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তেওয়ারি, চৈতালি-সহ মোট 18 জনের নামে অভিযোগ দায়ের করে । পুলিশ ঘটনার তদন্তে নেমে আটজনকে গ্রেফতারও করে । বর্তমানে তাঁরা জামিনে মুক্ত । চৈতালিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে আসানসোল উত্তর থানার পুলিশ । চৈতালিকে জেরার নামে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগও করেন জিতেন্দ্র তেওয়ারি ।

এর পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র ও চৈতালি । আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু গত 23 ফেব্রুয়ারি হাইকোর্ট সেই জামিনের আবেদন নাকচ করে । তারপর থেকেই আর বাড়িতে ছিলেন না জিতেন্দ্র-চৈতালি । পুলিশ দু’বার গিয়ে জিতেন্দ্রর বাড়ি থেকে ঘুরে এসেছে, দরজায় তালা দেখে পুলিশ সেখানে নোটিশও টাঙিয়ে দিয়ে এসেছিল ।

কিন্তু জিতেন্দ্র তেওয়ারি বাড়িতে ফেরেননি । সোশ্যাল মিডিয়ায় যদিও জিতেন্দ্র-চৈতালি দু’জনেই সক্রিয় ছিলেন । সম্প্রতি শোনা যাচ্ছিল সস্ত্রীক জিতেন্দ্র তেওয়ারি দিল্লিতে রয়েছেন । শনিবার জিতেন্দ্র তেওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এমনই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় । তাঁকে এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে বলে সূত্র থেকে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: চৈতালি-জিতেন্দ্রর আগাম জামিনের আবেদন খারিজ করল আদালত

আসানসোল, 18 মার্চ: আসানসোল কম্বল কাণ্ডে দুই মহিলা-সহ এক কিশোরীর পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে (Asansol Police Arrest Jitendra Tiwari) । দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । দিল্লি থেকে স্ত্রী চৈতালি তেওয়ারিকে নিয়ে আগ্রা যাওয়ার পথে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে সূত্র থেকে জানা যাচ্ছে । এই ঘটনায় ফের রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে ।

গত 23 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কম্বল কাণ্ডে জিতেন্দ্র তেওয়ারি ও চৈতালি তেওয়ারির আগাম জামিনের আবেদন নাকচ করে । তারপর থেকেই জিতেন্দ্র তেওয়ারির বাড়িতে তালা দেওয়া । ইতিমধ্যেই পুলিশ দু'বার গিয়ে ঘুরে এসেছে । শোনা যাচ্ছিল সস্ত্রীক জিতেন্দ্র দিল্লিতে রয়েছেন । তারপরেই শনিবার বিকেলে খবর আসে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তেওয়ারিকে (Jitendra Tiwari Arrested from Delhi) । তাঁকে এ রাজ্যে নিয়ে আসা হচ্ছে ।

প্রসঙ্গত, গত 14 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ ডাঙাল এলাকায় একটি কম্বল বিতরণ ও শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালী তেওয়ারি । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ।

অভিযোগ, ওই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে মানুষজনকে কুপন দেওয়া হয়েছিল কম্বল নিতে আসার জন্য । শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে একটি-দুটি কম্বল দিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি লাগে । তাতে বেশ কয়েকজন পদপিষ্ট হন । আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে দুই মহিলা-সহ এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এরপর মৃত এক মহিলা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তেওয়ারি, চৈতালি-সহ মোট 18 জনের নামে অভিযোগ দায়ের করে । পুলিশ ঘটনার তদন্তে নেমে আটজনকে গ্রেফতারও করে । বর্তমানে তাঁরা জামিনে মুক্ত । চৈতালিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে আসানসোল উত্তর থানার পুলিশ । চৈতালিকে জেরার নামে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগও করেন জিতেন্দ্র তেওয়ারি ।

এর পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র ও চৈতালি । আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু গত 23 ফেব্রুয়ারি হাইকোর্ট সেই জামিনের আবেদন নাকচ করে । তারপর থেকেই আর বাড়িতে ছিলেন না জিতেন্দ্র-চৈতালি । পুলিশ দু’বার গিয়ে জিতেন্দ্রর বাড়ি থেকে ঘুরে এসেছে, দরজায় তালা দেখে পুলিশ সেখানে নোটিশও টাঙিয়ে দিয়ে এসেছিল ।

কিন্তু জিতেন্দ্র তেওয়ারি বাড়িতে ফেরেননি । সোশ্যাল মিডিয়ায় যদিও জিতেন্দ্র-চৈতালি দু’জনেই সক্রিয় ছিলেন । সম্প্রতি শোনা যাচ্ছিল সস্ত্রীক জিতেন্দ্র তেওয়ারি দিল্লিতে রয়েছেন । শনিবার জিতেন্দ্র তেওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এমনই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় । তাঁকে এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে বলে সূত্র থেকে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: চৈতালি-জিতেন্দ্রর আগাম জামিনের আবেদন খারিজ করল আদালত

Last Updated : Mar 19, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.