দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 4 ফেব্রুয়ারি: আদানি বিতর্কে (Adani Controversy) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Asansol MP Shatrughan Sinha) ৷ বিহারীবাবু বলে পরিচিত এই অভিনেতার দাবি, ‘‘দেশের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন পর্যন্ত আদানির হাওয়াই জাহাজে করে উড়ে বেড়িয়েছেন । আদানি ও তার শিল্পগোষ্ঠীকে পূর্ণ সহযোগিতা করেছেন দেশের প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা ৷’’ শনিবার শিল্পশহরে দুর্গাপুরে (Durgapur) তৃণমূল কংগ্রেসের এক জনসভায় হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
তাঁর আরও দাবি, বিজেপি (BJP) সরকারের আমলে বিজেপি ঘনিষ্ঠ আদানি ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতিবাজ ৷ কেন্দ্রীয় সরকার আদানির হাতে কেন্দ্রীয় সম্পত্তি তুলে দিয়ে দেশের মানুষকে বিপাকের মুখে ফেলতে চাইছে । আদানি ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠীকে সম্পূর্ণভাবে সহায়তা করেছেন দেশের প্রধানমন্ত্রী ৷
বিহারীবাবু বলেন, "ভারতবর্ষের ইতিহাসে এত বড় দুর্নীতি এর আগে হয়নি । মাত্র 4-5 দিনে প্রায় 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে ৷ আর এই টাকা যারা লগ্নি করেছেন তাঁরা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন । এই টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, এই টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার । তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছে আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের মধ্যবিত্ত সমাজ, আমাদের পরিবারের মহিলারা । সবার স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশের সব মিলিয়ে বাজেট 25 লক্ষ কোটি টাকা ৷ অথচ ভাবুন এই চার পাঁচ দিনে শুধু দুর্নীতি হল 11 লক্ষ কোটি টাকার । আজকাল সংসদ চলছে না । কারণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির অন্যান্য মন্ত্রীরা এই ঘটনার কোনও জবাব খুঁজে পাচ্ছেন না । অন্যদিকে এই ইস্যুতে সমস্ত বিজেপি বিরোধীরা এক হয়ে গিয়েছে ।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আদানির দেওয়া উড়োজাহাজে করে প্রধানমন্ত্রী এতদিন উড়ে বেড়াতেন । আদানি নিজের পরিবারের অনেকেই এর আগে দুর্নীতির দায়ে জেল খেটেছেন । এমন কথা জানার পরেও কী করে তাঁদেরকে সহযোগিতা করা হয় ?’’
দুর্গাপুর গান্ধি মোড়ে এদিন তৃণমূলের ওই জনসভা হয় ৷ সেখানে তিনি আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রের পেশ করা বাজেটেরও সমালোচনা করেছেন ৷ তাঁর অভিযোগ, এই বাজেট না যুবকদের, না বেকারত্বের, না গরিবদের জন্য কিছু করেছে৷ দ্বিচারিতা করছে এই বিজেপি সরকার । শুধু নাটক করছে, কৃষকদের জন্য কিছু করেনি । 2024 এর নির্বাচনের দিকে তাকিয়ে শুধু মিষ্টি মিষ্টি কথা বলছে ।
আরও পড়ুন: শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার