ETV Bharat / state

স্পিডব্রেকার থেকে বিদ্যুৎ, নজরকাড়া প্রজেক্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের

স্পিডব্রেকার থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্ট্রীট লাইট জ্বালানো থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে লাগানো যেতে পারে । পাশাপাশি বিদ্যুৎও সাশ্রয় হবে ।

Asansol  Engineering College made speed breaker project
নজরকাড়া প্রজেক্ট আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের
author img

By

Published : Feb 5, 2020, 12:02 AM IST

আসানসোল , 4 ফেব্রুয়ারি : স্পিড ব্রেকার থেকেই উৎপাদন হতে পারে বিদ্যুৎ । এমনই নজরকাড়া প্রকল্পটি তৈরি করেছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা । ইতিমধ্যেই তা বিভিন্ন মেলায়ও প্রদর্শিত হয়েছে । সমস্ত জায়গায় সুনাম কুড়িয়েছে এই প্রকল্পটি ।

কলেজের শিক্ষক তন্ময় ঘোষের তত্ত্বাবধানে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা তৈরি করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই যন্ত্রটি । হার্ড প্লাস্টিকে এটি তৈরি । ব্রেকারে চাপ পড়লেই তা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডায়নামোকে ঘোরাতে সাহায্য করে । আর তা থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয় । বিদ্যুৎ উৎপাদনের পর তা ব্যাটারিতে সঞ্চিত করে রাখা হয় । রাস্তায় দিনের বেলায় যদি যন্ত্রটি রেখে দেওয়া যায় তাহলে যানবাহন থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয়ে ওই ব্যাটারিতে সঞ্চিত হবেআর পরবর্তীকালে টাইমার দিয়ে এই সঞ্চিত বিদ্যুৎ থেকে জ্বালানো যেতে পারে স্ট্রিট লাইট । এমনটাই জানাচ্ছে কলেজের ছাত্রী শালিনী ঘোষ । পাশাপাশি আরও বিভিন্ন কাজে তা ব্যবহার করা যেতে পারে ।

জেনে নিন স্পিডব্রেকারের সাহায্যে কীভাবে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ


বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই সেইসব জায়গায় কাজে আসবে এই যন্ত্রটি । এমনটাই জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য । এখন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকেরা চায় সরকার যেন এই বিষয়ে উদ্যোগী হয় । তবেই তারা এই কাজে সম্পূর্ণভাবে সফল হতে পারবে । পাশাপাশি স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হলে নতুন দিশা খুলে যাবে ।

আসানসোল , 4 ফেব্রুয়ারি : স্পিড ব্রেকার থেকেই উৎপাদন হতে পারে বিদ্যুৎ । এমনই নজরকাড়া প্রকল্পটি তৈরি করেছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা । ইতিমধ্যেই তা বিভিন্ন মেলায়ও প্রদর্শিত হয়েছে । সমস্ত জায়গায় সুনাম কুড়িয়েছে এই প্রকল্পটি ।

কলেজের শিক্ষক তন্ময় ঘোষের তত্ত্বাবধানে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা তৈরি করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই যন্ত্রটি । হার্ড প্লাস্টিকে এটি তৈরি । ব্রেকারে চাপ পড়লেই তা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডায়নামোকে ঘোরাতে সাহায্য করে । আর তা থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয় । বিদ্যুৎ উৎপাদনের পর তা ব্যাটারিতে সঞ্চিত করে রাখা হয় । রাস্তায় দিনের বেলায় যদি যন্ত্রটি রেখে দেওয়া যায় তাহলে যানবাহন থেকেই বিদ্যুৎ উৎপাদিত হয়ে ওই ব্যাটারিতে সঞ্চিত হবেআর পরবর্তীকালে টাইমার দিয়ে এই সঞ্চিত বিদ্যুৎ থেকে জ্বালানো যেতে পারে স্ট্রিট লাইট । এমনটাই জানাচ্ছে কলেজের ছাত্রী শালিনী ঘোষ । পাশাপাশি আরও বিভিন্ন কাজে তা ব্যবহার করা যেতে পারে ।

জেনে নিন স্পিডব্রেকারের সাহায্যে কীভাবে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ


বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই সেইসব জায়গায় কাজে আসবে এই যন্ত্রটি । এমনটাই জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য । এখন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকেরা চায় সরকার যেন এই বিষয়ে উদ্যোগী হয় । তবেই তারা এই কাজে সম্পূর্ণভাবে সফল হতে পারবে । পাশাপাশি স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হলে নতুন দিশা খুলে যাবে ।

Intro:স্পিড বেকার থেকেই উৎপাদন হতে পারে বিদ্যুৎ। এমনই নজরকাড়া প্রজেক্ট তৈরি করে চমকে দিয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই প্রজেক্টটি বিভিন্ন মেলায় এবং প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। সমস্ত জায়গায় সুনাম কুড়িয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের তৈরি এই প্রজেক্ট।


Body:মডার্ন টেকনোলজিতে নতুন ধরনের হার্ড প্লাস্টিকের স্পিড ব্রেকার তৈরি করা হচ্ছে বিভিন্ন শহরে। সেই স্পিড ব্রেকারে চাপ পড়লেই কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় তাই করে দেখিয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক তন্ময় ঘোষের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা বেশ কয়েক বছর ধরেই এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন। প্রাক্তন ছাত্রছাত্রীরাও এই প্রজেক্ট তৈরির সঙ্গে ছিলেন। যারা এখন আর কলেজে নেই। সফলতা এসেছে শেষ পর্যন্ত। স্পিড ব্ৰেকার থেকে বিদ্যুৎ তৈরি প্রজেক্টটি সফল ভাবে তৈরি হয়েছে।
কলেজের ছাত্রী শালিনী বসু জানিয়েছেন, স্পিড ব্রেকারে চাপ পড়লেই তা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডায়নামোকে ঘোরাতে সাহায্য করে এবং সেই ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তা ব্যাটারীতে স্টোর হয়। পরবর্তীকাকালে টাইমার দিয়ে সেই ব্যাটারিযে স্টোরেজ হওয়া বিদ্যুৎ থেকে স্ট্রীট লাইট জ্বালানো যেতে পারে ।
বিভিন্ন গ্রামীণ এলাকায় জাতীয় কিংবা রাজ্য সড়কে বিদ্যুতের সংযোগ তেমনভাবে নেই। সেই সমস্ত এলাকায় স্ট্রিট লাইট লাগানোর ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে স্পিডব্রেকারগুলি। যেখানে বেশি গাড়ি চলাচল করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা অন্যান্য কাজে লাগানো যেতে পারে। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম ভট্টাচার্য্য। তিনি জানিয়েছেন মর্ডান টেকনোলজিতে কিভাবে শক্তির উৎপাদন করা যায় এবং সেই শক্তিকে ধরে রেখে অন্যান্য নানান কাজে ব্যবহার করা হয়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.