আসানসোল, 15মে : বেলেঘাটা ID থেকে রিপোর্ট আসার জন্য আর অপেক্ষা করতে হবে না । কোরোনা সংক্রমণের প্রাথমিক পরীক্ষা হবে আসানসোল জেলা হাসপাতালে । কোরোনা পরীক্ষার জন্য ট্রুনাট মেশিন বসানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে ।
ট্রুনাট মেশিনের সাহায্যে প্রাথমিক পরীক্ষার রিপোর্ট বলে দেবে ব্যক্তি কোরোনায় আক্রান্ত কি না । প্রতি ঘন্টায় এই মেশিনে দুইজনের সোয়াব টেস্ট করা যাবে ।
আসানসোলেও ছড়িয়েছে কোরোনা সংক্রমণ । কোনও ব্যক্তি কোরোনা উপসর্গ নিয়ে আসানসোল জেলা হাসাপাতালে এলে তাঁদের আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রাখা হত । সোয়াব পাঠানো হত কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে । রিপোর্ট আসতে দুই থেকে তিনদিন সময় লেগে যেত । কখনও আরও দেরি হত । ফলে রোগীর চিকিৎসা শুরু করতে সময় লাগত । রোগী কোরোনা আক্রান্ত হলে তাঁকে দুর্গাপুরের বিশেষ কোরোনা হাসপাতালে ভরতি করা হত ।
এবার সেই প্রক্রিয়ার বদল হচ্ছে । আসানসোল জেলা হাসপাতালে বসানো হয়েছে COVID-19 টেস্টের মেশিন । ট্রুনাট নামে এই মেশিন ইতিমধ্যেই জেলা হাসপাতালে আনা হয়েছে । এবার টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়ে দ্রুত সেই পরীক্ষার কাজ শুরু করে দিতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ । প্রতিদিন অন্তত ২৪ জন রোগীর প্রাথমিক পরীক্ষা করা সম্ভব এই মেশিনের সাহায্যে ।