ETV Bharat / state

Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে - Jitendra Tiwary new Tmc candidate has a name confusion

আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শোরগোল ৷ তৃণমূলের প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি, না ইনি অবশ্যই পাণ্ডবেশ্বরের চর্চিত বিজেপি নেতা নন, তবে নাম নিয়েই যত কাণ্ড (Jitendra Tiwary new Tmc candidate has a name confusion) ৷

jitendra tiwari as tmc candidate
জিতেন্দ্র তেওয়ারি তৃণমূল প্রার্থী!
author img

By

Published : Jan 1, 2022, 1:11 PM IST

Updated : Jan 1, 2022, 2:45 PM IST

আসানসোল, 1 জানুয়ারি : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে চারিদিকে । অনেকেই প্রার্থী হতে না পেরে নির্দল প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন । এসব নিয়ে যখন আসানসোলের রাজনীতি রীতিমত সরগরম, তখন একজন প্রার্থীর নাম চমকে দিয়েছে সমগ্র আসানসোলবাসীকে (Jitendra Tiwary new Tmc candidate has a name confusion) । তিনি জিতেন্দ্র তিওয়ারি ৷ না, ইনি অবশ্যই পাণ্ডবেশ্বরের চর্চিত বিজেপি নেতা বা প্রাক্তন তৃণমূলের মেয়র নন ৷ তিনি আসানসোল পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী । তবে তাঁকেও এখন বলতে হচ্ছে, আমি সে ভোলানাথ নই গো সে ভোলানাথ নই ৷ ইটিভি ভারতকেও তিনি বলেন, "আমার ডাক নাম জিতু । মানুষজন আমাকে জিতু মাস্টার বলেই চেনেন ।''

কিন্তু কে এই জিতেন্দ্র তিওয়ারি? ভোটের আগেই নামের বিড়ম্বনায় পড়েছেন কুলটির বরাকরের মনবেড়িয়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র তিওয়ারি ওরফে জিতু । আসানসোলের রাজনীতির অন্যতম চর্চিত রাজনীতিবিদের নামে তাঁর নাম । একটা সময় এক দলও করতেন দু‘জনেই ৷ তবে আপাতত 68 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট জিতেন্দ্র । প্রায় 27 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি । পেশা গৃহশিক্ষকতা, অল্প আয় । তাই ভোটের প্রচারে টাকা খরচ করার ক্ষমতা নেই জিতেন্দ্রর ।

তৃণমূলের প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন : আসানসোল পৌরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

ইটিভি ভারতকে তিনি বলেন, "দল ভাল বুঝেছে তাই প্রার্থী হয়েছি । এতটা আশা করিনি । আমি দলের কাছে কৃতজ্ঞ ৷" তবে তিনিই জিতেছেন সে বিষয়ে 100 শতাংশ নিশ্চিত জিতেন্দ্রবাবু । তিনি বলেন, "আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই । আমিই জিতব ।" যদিও দলের অন্দরেই তাঁকে প্রার্থী করা নিয়ে মতবিরোধ রয়েছে । অখুশি খোদ তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য । বিমানবাবু বলেন, "আমি তালিকা করে পাঠিয়েছিলাম । সেই তালিকা পালটে গিয়েছে। জিতু তিওয়ারি কি করে প্রার্থী হয়ে গেল ৷ আমি খুব হতাশ । ব্লক সভাপতি হয়ে আমিই বাদ পড়ে গেলাম প্রার্থী তালিকা থেকে ।"

আসানসোল, 1 জানুয়ারি : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে চারিদিকে । অনেকেই প্রার্থী হতে না পেরে নির্দল প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন । এসব নিয়ে যখন আসানসোলের রাজনীতি রীতিমত সরগরম, তখন একজন প্রার্থীর নাম চমকে দিয়েছে সমগ্র আসানসোলবাসীকে (Jitendra Tiwary new Tmc candidate has a name confusion) । তিনি জিতেন্দ্র তিওয়ারি ৷ না, ইনি অবশ্যই পাণ্ডবেশ্বরের চর্চিত বিজেপি নেতা বা প্রাক্তন তৃণমূলের মেয়র নন ৷ তিনি আসানসোল পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী । তবে তাঁকেও এখন বলতে হচ্ছে, আমি সে ভোলানাথ নই গো সে ভোলানাথ নই ৷ ইটিভি ভারতকেও তিনি বলেন, "আমার ডাক নাম জিতু । মানুষজন আমাকে জিতু মাস্টার বলেই চেনেন ।''

কিন্তু কে এই জিতেন্দ্র তিওয়ারি? ভোটের আগেই নামের বিড়ম্বনায় পড়েছেন কুলটির বরাকরের মনবেড়িয়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র তিওয়ারি ওরফে জিতু । আসানসোলের রাজনীতির অন্যতম চর্চিত রাজনীতিবিদের নামে তাঁর নাম । একটা সময় এক দলও করতেন দু‘জনেই ৷ তবে আপাতত 68 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট জিতেন্দ্র । প্রায় 27 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি । পেশা গৃহশিক্ষকতা, অল্প আয় । তাই ভোটের প্রচারে টাকা খরচ করার ক্ষমতা নেই জিতেন্দ্রর ।

তৃণমূলের প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন : আসানসোল পৌরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

ইটিভি ভারতকে তিনি বলেন, "দল ভাল বুঝেছে তাই প্রার্থী হয়েছি । এতটা আশা করিনি । আমি দলের কাছে কৃতজ্ঞ ৷" তবে তিনিই জিতেছেন সে বিষয়ে 100 শতাংশ নিশ্চিত জিতেন্দ্রবাবু । তিনি বলেন, "আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই । আমিই জিতব ।" যদিও দলের অন্দরেই তাঁকে প্রার্থী করা নিয়ে মতবিরোধ রয়েছে । অখুশি খোদ তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য । বিমানবাবু বলেন, "আমি তালিকা করে পাঠিয়েছিলাম । সেই তালিকা পালটে গিয়েছে। জিতু তিওয়ারি কি করে প্রার্থী হয়ে গেল ৷ আমি খুব হতাশ । ব্লক সভাপতি হয়ে আমিই বাদ পড়ে গেলাম প্রার্থী তালিকা থেকে ।"

Last Updated : Jan 1, 2022, 2:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.