আসানসোল, 2 সেপ্টেম্বর : গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডি যে আবেদন করেছিল, তা নিয়ে শনিবার কোনও রায় দিলেন না আসানসোল সিবিআই আদালতের বিচারক ৷ ফলে আদালতেই মামলাটি ঝুলে রইল ৷ পাশাপাশি, ইডি-র এই মামলায় তদন্ত করার এক্তিয়ার আছে কিনা এবং মামলা স্থানান্তর করার আবেদন করতে পারে কিনা ? বিচারকের এমন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডি-র আইনজীবীকে ৷ মামলাটির আগামী 6 সেপ্টেম্বর ফের শুনানি হবে ৷
28 জুলাই গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আসানসোল সিবিআই আদালতে আবেদন করে ইডি ৷ গত 19 অগস্ট এই মামলার প্রথম শুনানি হয় ৷ বিচারক রাজেশ চক্রবর্তী ইডি-কে প্রশ্ন করেছিলেন, কোন অধিকারে এই মামলার তদন্ত তাঁরা করছে ? পাশাপাশি বিচারক জানতে চান, গরুপাচার মামলায় বাংলা থেকে 500 সাক্ষীকে কীভাবে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব ? নির্দিষ্ট নথি দেখাতে না পারায় সেদিন শুনানি সম্পূর্ন হয়নি ৷ শনিবারও মামলাটি ঝুলে রইল ৷
শনিবার দু'দফায় প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানি হয় ৷ এ দিনও আসানসোল সিবিআই আদালতে বিচারকের প্রশ্নের জবাব দিতে পারেনি ইডি ৷ এ দিন বিচারক প্রশ্ন করেন, ‘‘সিবিআই এই মামলায় যে নথি বাজেয়াপ্ত করেছে সেটা, আর আপনারা যার ভিত্তিতে ইসিআই করেছেন সেগুলি কি এক ?’’ ইডি-র আইনজীবী জবাব দেন, ‘‘না, আমরা কেবল আর্থিক দুর্নীতির বিষয়টা দেখছি ৷ বিচারকের পালটা প্রশ্ন আসে, ‘‘আইনের কোথায় লেখা আছে যে অর্থনৈতিক দুর্নীতির তদন্ত একমাত্র ইডি করতে পারে ?’’
এরপর আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক ধারা উল্লেখ করে ইডির আইনজীবী বিচারক রাজেশ চক্রবর্তীকে বোঝানোর চেষ্টা করেন ৷ কিন্তু, ইডি আইনজীবী অভিজিৎ ভদ্রের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারক ৷ তিনি বলেন, ‘‘আইন অবশ্যই আছে ৷ না হলে সারা দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এত তদন্ত করতে পারত না ৷’’ এর পরেই সেই আইনি তথ্য দেখতে চান বিচারক ৷
আরও পড়ুন: আমার মামলা দিল্লি যাচ্ছে কেন, বিচারককে প্রশ্ন অনুব্রতর
এর পর বিচারক ইডির আইনজীবীকে সময় দেন বিভাগীয় অন্যান্য আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য ৷ কিন্তু, প্রায় 15 মিনিট পর ফিরে এসে তিনি সেই একই তথ্য পেশ করেন ৷ শেষ পর্যন্ত বিচারক রাজেশ চক্রবর্তী এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী 6 সেপ্টেম্বর ধার্য করেন ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবি সোমনাথ চট্টরাজ জানান, "ইডি 44 (1/সি)-তে আবেদন করেছিল গরুপাচার মামলা স্থানান্তরিত করার ৷ বিচারক আগের দিনের মতো একই প্রশ্ন তুলেছেন ৷ ইডি-র এই আবেদন করার এক্তিয়ার আছে কিনা ? সন্তোষজনক উত্তর না পাওয়ায় আগামী 6 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন ৷"