ETV Bharat / state

Cattle Smuggling Case: 14 দিনের জেল হেফাজত, আপাতত তিহারেই সায়গল - Anubrata Mondal

14 দিনের জেল হেফাজতের নির্দেশ সায়গল হোসেনকে ৷ গরুপাচার মামলায় (Cattel Smuggling Case) অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে আপাতত তিহার জেলেই থাকতে হবে ৷ এদিনও সায়গলের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেননি ৷

Cattel Smuggling Case ETV BHARAT
Cattel Smuggling Case
author img

By

Published : Feb 3, 2023, 7:23 PM IST

Updated : Feb 3, 2023, 7:32 PM IST

সায়গলের বাড়ি থেকে বাজেয়াপ্ত গয়না ফেরত চেয়ে আবেদন তাঁর আইনজীবীর

আসানসোল, 3 ফেব্রুয়ারি: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানি হল শুক্রবার ৷ এই শুনানিতে দিল্লির তিহার জেল থেকে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিলেন সায়গল হোসেন ৷ তবে, সায়গল হোসেনের আইনজীবী শেখর কুণ্ডু তাঁর জামিনের জন্য কোনও আবেদন করেননি ৷ তবে, সায়গলের পরিবারের কাছ থেকে যে গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই প্রসঙ্গ এদিন আদালতে তোলেন আইনজীবী ৷ জানা গিয়েছে, সায়গল হোসেনের আইনজীবী সেই গয়না ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন ৷ এদিন তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Asansol CBI Court Gives 14 Days Jail Custody to Saigal Hossain) ৷

তিহার জেলে রয়েছেন সায়গল হোসেন

গত 21 অক্টোবর আসানসোল সংশোধনাগার থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় সায়গল হোসেনকে ৷ সিবিআই এর পাশাপাশি ইডি গরুপাচার মামলার তদন্তে নেমে সায়গলের হিসেব বহির্ভূত বহু সম্পত্তির হদিশ পেয়েছিল ৷ আসানসোল সংশোধনাগারে সায়গলকে জেরা করে সন্তোষজনক উত্তর পাননি ইডি আধিকারিকরা ৷ এরপরেই তাঁকে রিমান্ডে নিয়ে ইডি সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যায় ৷ ইডি হেফাজত শেষের পর তিহার জেলেই আছেন সায়গল হোসেন ৷ আসানসোল সিবিআই আদালতে তাই তাঁর ভার্চুয়াল শুনানি হচ্ছে ৷

জামিনের আবেদন করলেন না সায়গলের আইনজীবী

শুক্রবারের শুনানিতে সায়গল হোসেনের জামিনের জন্য কোনও আবেদন করেননি আইনজীবী শেখর কুণ্ডু ৷ তিনি জানান, ইডি-র মামলায় দিল্লি হাইকোর্টে সায়গলের জামিনের শুনানি বাকি আছে ৷ তাই নতুন করে আর জামিনের আবেদন করা হয়নি ৷ কারণ, আসানসোলে জামিনের আবেদন করলে এবং তা মঞ্জুর হলেও কোনও লাভ নেই তাতে ৷

উঠল সায়গলের কাছ থেকে বাজেয়াপ্ত গয়নার প্রসঙ্গ

সায়গল হোসেনের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে বারবার শোরগোল হয়েছে ৷ শুক্রবারের শুনানিতে সায়গল হোসেনের বাড়ি থেকে যেসব সোনা এবং রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ সেই 44টি গয়নার কেন আলাদা তালিকা তৈরি করা হয়নি ? তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক ৷ পরবর্তী শুনানিতে সেই তালিকা সিবিআই-কে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ গত বছরই গয়নাগুলি ফেরত চেয়ে সায়গলের আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন ৷ সায়গলের আইনজীবী শেখর কুণ্ডু জানান, গয়নাগুলি সায়গলের শাশুড়ি ও স্ত্রী মেয়েদের উপহার দিয়েছিল ৷ সেগুলি কোনওটা সোনা, নাকি সোনার মত দেখতে কিংবা সোনার জল করা, তা আজও পরীক্ষা করা হয়নি ৷ সে বিষয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছেন বিচারক ৷ তারপরেই এনিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন সায়গল হোসেনের আইনজীবী ৷

ফের তিহারেই কাটবে আরও 14 দিন

সায়গল হোসেনের আইনজীবী শেখ কুণ্ডু জামিনের জন্য আবেদন করেননি ৷ তাই সায়গল হোসেনকে পুনরায় জেল হেফাজতে পাঠিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ আগামী 17 ফেব্রুয়ারি পুনরায় তাঁকে পেশ করা হবে আদালতে ৷ আপাতত তিহার জেলই ঠিকানা সায়গলের ৷

সিবিআই কী জেলে গিয়ে জেরা করবে সায়গলকে ?

জেলের ভিতরে গিয়ে সায়গলকে সিবিআই জেরা করতে চায় ৷ এনিয়ে গত শুনানিতে আবেদন করা হয়েছিল ৷ এই বিষয়ে সায়গলের আইনজীবীকে প্রশ্ন করলে তিনি জানান বিষয়টি আংশিক সত্য ৷ ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট ইডি-র জেরা করার আবেদন খারিজ করেছে ৷ হাইকোর্ট জানিয়েছে তারা দীর্ঘদিন ধরেই জেরা করেছে ৷ তাই পুনরায় এখন প্রয়োজন নেই ৷ সুতরাং, সে ক্ষেত্রে সিবিআইও জেরা করতে পারবে কিনা নিশ্চিত নয় কোনও পক্ষই ৷

আরও পড়ুন: আরও 115 বাফার অ্যাকাউন্টের হদিশ, মাত্র দুদিনে তা খোলা হয় স্বাস্থ্যসাথীর নথি দিয়ে

সায়গলের বাড়ি থেকে বাজেয়াপ্ত গয়না ফেরত চেয়ে আবেদন তাঁর আইনজীবীর

আসানসোল, 3 ফেব্রুয়ারি: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানি হল শুক্রবার ৷ এই শুনানিতে দিল্লির তিহার জেল থেকে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিলেন সায়গল হোসেন ৷ তবে, সায়গল হোসেনের আইনজীবী শেখর কুণ্ডু তাঁর জামিনের জন্য কোনও আবেদন করেননি ৷ তবে, সায়গলের পরিবারের কাছ থেকে যে গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই প্রসঙ্গ এদিন আদালতে তোলেন আইনজীবী ৷ জানা গিয়েছে, সায়গল হোসেনের আইনজীবী সেই গয়না ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন ৷ এদিন তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Asansol CBI Court Gives 14 Days Jail Custody to Saigal Hossain) ৷

তিহার জেলে রয়েছেন সায়গল হোসেন

গত 21 অক্টোবর আসানসোল সংশোধনাগার থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় সায়গল হোসেনকে ৷ সিবিআই এর পাশাপাশি ইডি গরুপাচার মামলার তদন্তে নেমে সায়গলের হিসেব বহির্ভূত বহু সম্পত্তির হদিশ পেয়েছিল ৷ আসানসোল সংশোধনাগারে সায়গলকে জেরা করে সন্তোষজনক উত্তর পাননি ইডি আধিকারিকরা ৷ এরপরেই তাঁকে রিমান্ডে নিয়ে ইডি সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যায় ৷ ইডি হেফাজত শেষের পর তিহার জেলেই আছেন সায়গল হোসেন ৷ আসানসোল সিবিআই আদালতে তাই তাঁর ভার্চুয়াল শুনানি হচ্ছে ৷

জামিনের আবেদন করলেন না সায়গলের আইনজীবী

শুক্রবারের শুনানিতে সায়গল হোসেনের জামিনের জন্য কোনও আবেদন করেননি আইনজীবী শেখর কুণ্ডু ৷ তিনি জানান, ইডি-র মামলায় দিল্লি হাইকোর্টে সায়গলের জামিনের শুনানি বাকি আছে ৷ তাই নতুন করে আর জামিনের আবেদন করা হয়নি ৷ কারণ, আসানসোলে জামিনের আবেদন করলে এবং তা মঞ্জুর হলেও কোনও লাভ নেই তাতে ৷

উঠল সায়গলের কাছ থেকে বাজেয়াপ্ত গয়নার প্রসঙ্গ

সায়গল হোসেনের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে বারবার শোরগোল হয়েছে ৷ শুক্রবারের শুনানিতে সায়গল হোসেনের বাড়ি থেকে যেসব সোনা এবং রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ সেই 44টি গয়নার কেন আলাদা তালিকা তৈরি করা হয়নি ? তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক ৷ পরবর্তী শুনানিতে সেই তালিকা সিবিআই-কে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ গত বছরই গয়নাগুলি ফেরত চেয়ে সায়গলের আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন ৷ সায়গলের আইনজীবী শেখর কুণ্ডু জানান, গয়নাগুলি সায়গলের শাশুড়ি ও স্ত্রী মেয়েদের উপহার দিয়েছিল ৷ সেগুলি কোনওটা সোনা, নাকি সোনার মত দেখতে কিংবা সোনার জল করা, তা আজও পরীক্ষা করা হয়নি ৷ সে বিষয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছেন বিচারক ৷ তারপরেই এনিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন সায়গল হোসেনের আইনজীবী ৷

ফের তিহারেই কাটবে আরও 14 দিন

সায়গল হোসেনের আইনজীবী শেখ কুণ্ডু জামিনের জন্য আবেদন করেননি ৷ তাই সায়গল হোসেনকে পুনরায় জেল হেফাজতে পাঠিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ আগামী 17 ফেব্রুয়ারি পুনরায় তাঁকে পেশ করা হবে আদালতে ৷ আপাতত তিহার জেলই ঠিকানা সায়গলের ৷

সিবিআই কী জেলে গিয়ে জেরা করবে সায়গলকে ?

জেলের ভিতরে গিয়ে সায়গলকে সিবিআই জেরা করতে চায় ৷ এনিয়ে গত শুনানিতে আবেদন করা হয়েছিল ৷ এই বিষয়ে সায়গলের আইনজীবীকে প্রশ্ন করলে তিনি জানান বিষয়টি আংশিক সত্য ৷ ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট ইডি-র জেরা করার আবেদন খারিজ করেছে ৷ হাইকোর্ট জানিয়েছে তারা দীর্ঘদিন ধরেই জেরা করেছে ৷ তাই পুনরায় এখন প্রয়োজন নেই ৷ সুতরাং, সে ক্ষেত্রে সিবিআইও জেরা করতে পারবে কিনা নিশ্চিত নয় কোনও পক্ষই ৷

আরও পড়ুন: আরও 115 বাফার অ্যাকাউন্টের হদিশ, মাত্র দুদিনে তা খোলা হয় স্বাস্থ্যসাথীর নথি দিয়ে

Last Updated : Feb 3, 2023, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.