ETV Bharat / state

Asansol By Poll 2022 : বিজেপি বিধায়ক আসানসোলেই থাক, শত্রুঘ্ন সিনহা দিল্লি যাক : অভিষেক

author img

By

Published : Apr 10, 2022, 12:02 PM IST

আসানসোলের (Asansol By Poll 2022) প্রচারে বিজেপিকে নিশানা অভিষেকের ৷ মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি (Abhishek Banerjee Criticises BJP Over Fuel Price Hike) ৷ অভিযোগ করেন, ক্ষমতার দম্ভ ও অহংকারের জেরে মোদি সরকার স্বেচ্ছাচারিতা করছে ৷

Asansol By Poll 2022 Abhishek Banerjee Criticises BJP Over CBI and Fuel Price Hike
Asansol By Poll 2022 Abhishek Banerjee Criticises BJP Over CBI and Fuel Price Hike

আসানসোল, 10 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By Poll 2022) শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এ দিন আসানসোলের গির্জা মোড়ে একটি পথসভা করেন তিনি ৷ সেই সভা থেকে আসানসোলের ভোটারদের অভিষেকের বার্তা, এই উপনির্বাচন জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় ৷ এই উপনির্বাচন প্রতিবাদ জানানোর জন্য ৷ অভিষেকের কথায়, সেই প্রতিবাদ হল বিজেপি সরকারের দম্ভ ও অহংকার ভাঙার ৷

কেন্দ্রের বিজেপি সরকার দম্ভ ও অহংকারের বশে স্বেচ্ছাচার করছে বলে অভিযোগ করেন অভিষেক ৷ আর তারই ফল পেট্রোপণ্যের বাড়তে থাকা দাম এবং সাধারণ মানুষের গচ্ছিত অর্থ লুঠ (Abhishek Banerjee Criticises BJP Over Fuel Price Hike) ৷ অভিষেক বলেন, 16 এপ্রিল ইভিএম খুললে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে ৷ তৃণমূল নেতাদের সিবিআই তলব নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নেন অভিষেক ৷ তৃণমূল নেতাদের সিবিআই এর নোটিস পাঠিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে বলেও এ দিন অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক (Abhishek Banerjee Criticises BJP Over CBI) ৷

আসানসোল তথা পশ্চিম বর্ধমানে বিজেপির সংগঠন কিছুটা হলেও মজবুত ৷ অন্তত লোকসভার নিরিখে ৷ তাই তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে এ দিন গরমাগরম ভাষণ দেন অভিষেক ৷ তিনি বলেন, তৃণমূল বিশুদ্ধ লোহা ৷ আর সেই লোহায় যত আঘাত করা হবে, যত তাতানো হবে, সেই লোহা আরও পোক্ত ও শক্তিশালী হবে ৷ আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রতিশ্রুতিকে ভাঙা অডিয়ো ক্যাসেট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রতিশ্রুতি ভোটের আগে শুধু শোনা যায়, ভোট মিটলে তা চোখে দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি ৷ তবে, তৃণমূলের প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয় বলে দাবি করেছেন অভিষেক ৷ এ দিন নাম না করেই ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাকে করমুক্ত করা নিয়ে সব হন অভিষেক ৷ তাঁর অভিযোগ প্যানডেমিকের মধ্যে প্যারাসিটেমলের মত জরুরি ওষুধের দাম বাড়ানো হচ্ছে ৷ কিন্তু, সিনেমাকে করমুক্ত করে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : BJP Road Show : একই দিনে অভিষেকের পালটা রোড শো বিজেপি'র

আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল ৷ তিনি আসানসোল দক্ষিণের বর্তমান বিধায়ক ৷ একুশের বিধানসভায় তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছেন ৷ নাম না করেই এ দিন অগ্নিমিত্রাকে নিশানা করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে জেতার পর থেকে আসানসোলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ৷ উল্টোদিকে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ অনেক বেশি করে আসানসোলের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেন অভিষেক ৷ এ দিন অগ্নিমিত্রাকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপি বিধায়ক আসানসোলেই থাকুক ৷ ভোটে জিতে শত্রুঘ্ন সিনহা দিল্লি যাবেন ৷

আরও পড়ুন : Abhishek-Kalyan on Asansol by Election : শত্রুঘ্নের প্রচারে 'খামোশ' থাকলেন অভিষেক-কল্যাণ

আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন ৷ সেদিন বালিগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন রয়েছে ৷ যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 16 এপ্রিল এই দুই উপনির্বাচনের ফলপ্রকাশ ৷

আসানসোল, 10 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By Poll 2022) শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এ দিন আসানসোলের গির্জা মোড়ে একটি পথসভা করেন তিনি ৷ সেই সভা থেকে আসানসোলের ভোটারদের অভিষেকের বার্তা, এই উপনির্বাচন জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় ৷ এই উপনির্বাচন প্রতিবাদ জানানোর জন্য ৷ অভিষেকের কথায়, সেই প্রতিবাদ হল বিজেপি সরকারের দম্ভ ও অহংকার ভাঙার ৷

কেন্দ্রের বিজেপি সরকার দম্ভ ও অহংকারের বশে স্বেচ্ছাচার করছে বলে অভিযোগ করেন অভিষেক ৷ আর তারই ফল পেট্রোপণ্যের বাড়তে থাকা দাম এবং সাধারণ মানুষের গচ্ছিত অর্থ লুঠ (Abhishek Banerjee Criticises BJP Over Fuel Price Hike) ৷ অভিষেক বলেন, 16 এপ্রিল ইভিএম খুললে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে ৷ তৃণমূল নেতাদের সিবিআই তলব নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নেন অভিষেক ৷ তৃণমূল নেতাদের সিবিআই এর নোটিস পাঠিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে বলেও এ দিন অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক (Abhishek Banerjee Criticises BJP Over CBI) ৷

আসানসোল তথা পশ্চিম বর্ধমানে বিজেপির সংগঠন কিছুটা হলেও মজবুত ৷ অন্তত লোকসভার নিরিখে ৷ তাই তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে এ দিন গরমাগরম ভাষণ দেন অভিষেক ৷ তিনি বলেন, তৃণমূল বিশুদ্ধ লোহা ৷ আর সেই লোহায় যত আঘাত করা হবে, যত তাতানো হবে, সেই লোহা আরও পোক্ত ও শক্তিশালী হবে ৷ আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রতিশ্রুতিকে ভাঙা অডিয়ো ক্যাসেট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রতিশ্রুতি ভোটের আগে শুধু শোনা যায়, ভোট মিটলে তা চোখে দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি ৷ তবে, তৃণমূলের প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয় বলে দাবি করেছেন অভিষেক ৷ এ দিন নাম না করেই ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাকে করমুক্ত করা নিয়ে সব হন অভিষেক ৷ তাঁর অভিযোগ প্যানডেমিকের মধ্যে প্যারাসিটেমলের মত জরুরি ওষুধের দাম বাড়ানো হচ্ছে ৷ কিন্তু, সিনেমাকে করমুক্ত করে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : BJP Road Show : একই দিনে অভিষেকের পালটা রোড শো বিজেপি'র

আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল ৷ তিনি আসানসোল দক্ষিণের বর্তমান বিধায়ক ৷ একুশের বিধানসভায় তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছেন ৷ নাম না করেই এ দিন অগ্নিমিত্রাকে নিশানা করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে জেতার পর থেকে আসানসোলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ৷ উল্টোদিকে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ অনেক বেশি করে আসানসোলের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেন অভিষেক ৷ এ দিন অগ্নিমিত্রাকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপি বিধায়ক আসানসোলেই থাকুক ৷ ভোটে জিতে শত্রুঘ্ন সিনহা দিল্লি যাবেন ৷

আরও পড়ুন : Abhishek-Kalyan on Asansol by Election : শত্রুঘ্নের প্রচারে 'খামোশ' থাকলেন অভিষেক-কল্যাণ

আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন ৷ সেদিন বালিগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন রয়েছে ৷ যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 16 এপ্রিল এই দুই উপনির্বাচনের ফলপ্রকাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.