আসানসোল, 10 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By Poll 2022) শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এ দিন আসানসোলের গির্জা মোড়ে একটি পথসভা করেন তিনি ৷ সেই সভা থেকে আসানসোলের ভোটারদের অভিষেকের বার্তা, এই উপনির্বাচন জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় ৷ এই উপনির্বাচন প্রতিবাদ জানানোর জন্য ৷ অভিষেকের কথায়, সেই প্রতিবাদ হল বিজেপি সরকারের দম্ভ ও অহংকার ভাঙার ৷
কেন্দ্রের বিজেপি সরকার দম্ভ ও অহংকারের বশে স্বেচ্ছাচার করছে বলে অভিযোগ করেন অভিষেক ৷ আর তারই ফল পেট্রোপণ্যের বাড়তে থাকা দাম এবং সাধারণ মানুষের গচ্ছিত অর্থ লুঠ (Abhishek Banerjee Criticises BJP Over Fuel Price Hike) ৷ অভিষেক বলেন, 16 এপ্রিল ইভিএম খুললে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে ৷ তৃণমূল নেতাদের সিবিআই তলব নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নেন অভিষেক ৷ তৃণমূল নেতাদের সিবিআই এর নোটিস পাঠিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে বলেও এ দিন অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক (Abhishek Banerjee Criticises BJP Over CBI) ৷
আসানসোল তথা পশ্চিম বর্ধমানে বিজেপির সংগঠন কিছুটা হলেও মজবুত ৷ অন্তত লোকসভার নিরিখে ৷ তাই তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে এ দিন গরমাগরম ভাষণ দেন অভিষেক ৷ তিনি বলেন, তৃণমূল বিশুদ্ধ লোহা ৷ আর সেই লোহায় যত আঘাত করা হবে, যত তাতানো হবে, সেই লোহা আরও পোক্ত ও শক্তিশালী হবে ৷ আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রতিশ্রুতিকে ভাঙা অডিয়ো ক্যাসেট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রতিশ্রুতি ভোটের আগে শুধু শোনা যায়, ভোট মিটলে তা চোখে দেখা যায় না বলে অভিযোগ করেন তিনি ৷ তবে, তৃণমূলের প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয় বলে দাবি করেছেন অভিষেক ৷ এ দিন নাম না করেই ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাকে করমুক্ত করা নিয়ে সব হন অভিষেক ৷ তাঁর অভিযোগ প্যানডেমিকের মধ্যে প্যারাসিটেমলের মত জরুরি ওষুধের দাম বাড়ানো হচ্ছে ৷ কিন্তু, সিনেমাকে করমুক্ত করে দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : BJP Road Show : একই দিনে অভিষেকের পালটা রোড শো বিজেপি'র
আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল ৷ তিনি আসানসোল দক্ষিণের বর্তমান বিধায়ক ৷ একুশের বিধানসভায় তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছেন ৷ নাম না করেই এ দিন অগ্নিমিত্রাকে নিশানা করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে জেতার পর থেকে আসানসোলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ৷ উল্টোদিকে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ অনেক বেশি করে আসানসোলের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেন অভিষেক ৷ এ দিন অগ্নিমিত্রাকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপি বিধায়ক আসানসোলেই থাকুক ৷ ভোটে জিতে শত্রুঘ্ন সিনহা দিল্লি যাবেন ৷
আরও পড়ুন : Abhishek-Kalyan on Asansol by Election : শত্রুঘ্নের প্রচারে 'খামোশ' থাকলেন অভিষেক-কল্যাণ
আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন ৷ সেদিন বালিগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন রয়েছে ৷ যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 16 এপ্রিল এই দুই উপনির্বাচনের ফলপ্রকাশ ৷