ETV Bharat / state

"তুম তো ঠহের পরদেশি", বাবুলকে কটাক্ষ অরূপের - asansol

বাবুল সুপ্রিয়কে পরদেশি বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস । বলেন, "তুম তো ঠহের পরদেশি, ওয়াদা ক্যা নিভাও গে । সুবহ্ বেলগাড়ি সে তুম তো চলা যাও গে ।"

অরূপ বিশ্বাস
author img

By

Published : Apr 22, 2019, 8:52 AM IST

Updated : Apr 22, 2019, 8:59 AM IST

জামুড়িয়া, 22 এপ্রিল : "তুম তো ঠহের পরদেশি, ওয়াদা ক্যায়া নিভাও গে । সুবহ্ বেলগাড়ি সে তুম তো চলা যাও গে ।" মুনমুন সেনের প্রচারে গিয়ে আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস ।

ভোটের প্রাক মুহূর্তে জামুড়িয়াকেই পাখির চোখ করেছে তৃণমূল । গতকাল সকাল থেকে রাত পর্যন্ত একাধিক সভা করেন অরূপ বিশ্বাস । গতকাল CPI(M) ও BJP থেকে প্রায় 400 জন তৃণমূলে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপবাবু ।

CPI(M)-কে ICU-র রোগী বলে কটাক্ষ করেন অরূপ বিশ্বাস । আসানসোলের CPI(M) প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি । বলেন, "যে পার্টি 34 বছর ধরে রাজত্ব করে এখন ICU-তে ভরতি, সেই লাল পতাকা নিয়ে ভোট চাইতে বেরিয়েছেন গৌরাঙ্গবাবু ।"

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

সভা থেকে আসানসোলের বিদায়ি সাংসদ ও বর্তমান BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে পরদেশি বলে কটাক্ষ করেন তিনি । বলেন, "বাবুল সুপ্রিয় এখান থেকে জিতে মন্ত্রী হলেন । এখানকার মানুষ খুশি হল । আর আপনি কী করলেন, প্রথমেই 20টি কয়লাখনি বন্ধ করে দিলেন । এখানেই শেষ নয় । হিন্দুস্থান কেবিলস, বার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড বন্ধ করে দিলেন । আপনার লজ্জা করে না !"

এরপর, হিন্দিগানের কলিতে বলেন, "তুম তো ঠহের পরদেশি, ওয়াদা ক্যায়া নিভাও গে । সুবহ্ বেলগাড়ি সে তুম তো চলা যাও গে ।"

জামুড়িয়া, 22 এপ্রিল : "তুম তো ঠহের পরদেশি, ওয়াদা ক্যায়া নিভাও গে । সুবহ্ বেলগাড়ি সে তুম তো চলা যাও গে ।" মুনমুন সেনের প্রচারে গিয়ে আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস ।

ভোটের প্রাক মুহূর্তে জামুড়িয়াকেই পাখির চোখ করেছে তৃণমূল । গতকাল সকাল থেকে রাত পর্যন্ত একাধিক সভা করেন অরূপ বিশ্বাস । গতকাল CPI(M) ও BJP থেকে প্রায় 400 জন তৃণমূলে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপবাবু ।

CPI(M)-কে ICU-র রোগী বলে কটাক্ষ করেন অরূপ বিশ্বাস । আসানসোলের CPI(M) প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি । বলেন, "যে পার্টি 34 বছর ধরে রাজত্ব করে এখন ICU-তে ভরতি, সেই লাল পতাকা নিয়ে ভোট চাইতে বেরিয়েছেন গৌরাঙ্গবাবু ।"

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

সভা থেকে আসানসোলের বিদায়ি সাংসদ ও বর্তমান BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে পরদেশি বলে কটাক্ষ করেন তিনি । বলেন, "বাবুল সুপ্রিয় এখান থেকে জিতে মন্ত্রী হলেন । এখানকার মানুষ খুশি হল । আর আপনি কী করলেন, প্রথমেই 20টি কয়লাখনি বন্ধ করে দিলেন । এখানেই শেষ নয় । হিন্দুস্থান কেবিলস, বার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড বন্ধ করে দিলেন । আপনার লজ্জা করে না !"

এরপর, হিন্দিগানের কলিতে বলেন, "তুম তো ঠহের পরদেশি, ওয়াদা ক্যায়া নিভাও গে । সুবহ্ বেলগাড়ি সে তুম তো চলা যাও গে ।"

Intro:ভোটের মুখে " সিপিএমের লাল দুর্গ জামুড়িয়ায় ভাঙ্গন ! ২০০ জন মহিলা ও পুরুষদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।CPI( M ) পার্টি কে ICU-র প্রেসেন্ট বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।

অন্য দিকে " তুম তো ঠের পরদেশী ! ওয়াদা কেয়া নিভাও গে ! সুভা বেলগাড়ি সে তুম তো চলা জাও গে " ভোটের রেজাল্ট এর পর বাবুল সুপ্রিয়কে খুঁজে পাওয়া যাবে না । কটাক্ষ করে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।




Body:রবিবাসরীয় ভোট প্রচারে সকাল থেকে রাত পর্যন্ত জামুড়িয়ায় সিপিআইএমের লাল দুর্গে ভোট প্রচার করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । সকালে জামুড়িয়ার ইকড়া এলাকায় কর্মী সভা করেন । সেই কর্মীসভায় এক ঝাঁক বিধায়ক তথা রাজ্যের আরেক মন্ত্রী মলয় ঘটককে নিয়ে তিনি কর্মী সভা করেন । জামুরিয়া এখনও পর্যন্ত সি পি এমের দখলে । অর্থাৎ জামুড়িয়ার বিধায়ক CPI(M)-র । সেই সিপিআইএমের লাল দুর্গ দখলের জন্য সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার একের পর এক জায়গায় কর্মী সভা ছাড়লেন অরূপ বিশ্বাস । সন্ধ্যায় জামুড়িয়ার নিউ কেন্দা এলাকায় কর্মীসভায় সি পি আই এম ও বিজেপি থেকে ৪০০ জন মহিলা-পুরুষদের দলীয় পতাকা হাতে তুলে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।


ভোটের মুখে " সিপিএমের লাল দুর্গ জামুড়িয়ায় ভাঙ্গন ! ২০০ জন মহিলা ও পুরুষদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।CPI( M ) পার্টি কে ICU-র প্রেসেন্ট বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।

অন্য দিকে " তুম তো ঠের পরদেশী ! ওয়াদা কেয়া নিভাও গে ! সুভা বেলগাড়ি সে তুম তো চলা জাও গে " ভোটের রেজাল্ট এর পর বাবুল সুপ্রিয়কে খুঁজে পাওয়া যাবে না । কটাক্ষ করে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।




Conclusion:আসানসোল লোকসভা কেন্দ্র নিজের দখলে ধরে রাখার জন্য একদিকে যেমন সিপিএমকে নিশানা । ঠিক তার পাশাপাশি বিজেপিকে নিশানা করতে ছাড়লেন না রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।
Last Updated : Apr 22, 2019, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.