দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি : অঙ্গনওয়াড়ির হেঁশেলে টান । দশ দিন ধরে চাল ওঠেনি হাঁড়িতে । এমনই ছবি কাঁকসার বিষ্ণুপুরের 89 নম্বর লোহার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । পড়ুয়া ও গর্ভবতী মহিলা মিলে প্রায় 50 জনের খাবারের জোগাড় হয় এই অঙ্গনওয়াড়ি থেকে । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন ৷
অঙ্গনওয়াড়ির কর্মীরা রোজ আসেন ৷ কিন্তু অঙ্গনওয়াড়ির হেঁশেলে যে টান, তাই দশদিন ধরে বন্ধ রান্না ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী উপাসনা বিশ্বাস বলেছেন, "অফিসে বারবার জানানো সত্ত্বেও খাবারের চাল-ডাল আসেনি, যার জন্য রান্নাও হয়নি ।"
দশদিন রান্না বন্ধ থাকার কারণে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ির বেহাল অবস্থা নিয়েও ৷ চারিদিকে ফাটল, যে কোনও মূহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ এমনই অভিযোগ করছেন স্থানীয়রা ৷
CDPO নুপুর বিশ্বাস অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ বলেন, "আমাদের নজরে আসেনি । আমাদের কাছে কেউ অভিযোগও জানায়নি । আজ খাবারের জন্য চাল-ডাল পাঠিয়ে দেওয়া হচ্ছে ।"
এই দ্বন্দ্বের মধ্যেই গরিব মানুষেরা তাকিয়ে আছেন কবে আবার রান্না হবে ৷ তাঁদের পরিবারের সন্তান-সন্ততি ও গর্ভবতী মহিলারা কবে একটু খাবার পাবেন ।