ETV Bharat / state

10 দিন রান্না হয়নি, বেহাল দশা কাঁকসার অঙ্গনওয়াড়ির - দুর্গাপুর

দশদিন ধরে বন্ধ রান্না ৷ ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ির বেহাল অবস্থা নিয়েও ৷ চারিদিকে ফাটল, যে কোনও মূহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ এমনই অভিযোগ করছেন স্থানীয়রা ৷

Anganwadi
কাঁকসার অঙ্নওয়ারি
author img

By

Published : Feb 10, 2020, 10:41 PM IST

দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি : অঙ্গনওয়াড়ির হেঁশেলে টান । দশ দিন ধরে চাল ওঠেনি হাঁড়িতে । এমনই ছবি কাঁকসার বিষ্ণুপুরের 89 নম্বর লোহার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । পড়ুয়া ও গর্ভবতী মহিলা মিলে প্রায় 50 জনের খাবারের জোগাড় হয় এই অঙ্গনওয়াড়ি থেকে । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন ৷

অঙ্গনওয়াড়ির কর্মীরা রোজ আসেন ৷ কিন্তু অঙ্গনওয়াড়ির হেঁশেলে যে টান, তাই দশদিন ধরে বন্ধ রান্না ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী উপাসনা বিশ্বাস বলেছেন, "অফিসে বারবার জানানো সত্ত্বেও খাবারের চাল-ডাল আসেনি, যার জন্য রান্নাও হয়নি ।"

অঙ্গনওয়াড়ির বেহাল দশা নিয়ে কী বলছেন স্থানীয়রা

দশদিন রান্না বন্ধ থাকার কারণে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ির বেহাল অবস্থা নিয়েও ৷ চারিদিকে ফাটল, যে কোনও মূহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ এমনই অভিযোগ করছেন স্থানীয়রা ৷

CDPO নুপুর বিশ্বাস অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ বলেন, "আমাদের নজরে আসেনি । আমাদের কাছে কেউ অভিযোগও জানায়নি । আজ খাবারের জন্য চাল-ডাল পাঠিয়ে দেওয়া হচ্ছে ।"

এই দ্বন্দ্বের মধ্যেই গরিব মানুষেরা তাকিয়ে আছেন কবে আবার রান্না হবে ৷ তাঁদের পরিবারের সন্তান-সন্ততি ও গর্ভবতী মহিলারা কবে একটু খাবার পাবেন ।

দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি : অঙ্গনওয়াড়ির হেঁশেলে টান । দশ দিন ধরে চাল ওঠেনি হাঁড়িতে । এমনই ছবি কাঁকসার বিষ্ণুপুরের 89 নম্বর লোহার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । পড়ুয়া ও গর্ভবতী মহিলা মিলে প্রায় 50 জনের খাবারের জোগাড় হয় এই অঙ্গনওয়াড়ি থেকে । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন ৷

অঙ্গনওয়াড়ির কর্মীরা রোজ আসেন ৷ কিন্তু অঙ্গনওয়াড়ির হেঁশেলে যে টান, তাই দশদিন ধরে বন্ধ রান্না ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী উপাসনা বিশ্বাস বলেছেন, "অফিসে বারবার জানানো সত্ত্বেও খাবারের চাল-ডাল আসেনি, যার জন্য রান্নাও হয়নি ।"

অঙ্গনওয়াড়ির বেহাল দশা নিয়ে কী বলছেন স্থানীয়রা

দশদিন রান্না বন্ধ থাকার কারণে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্যে ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ির বেহাল অবস্থা নিয়েও ৷ চারিদিকে ফাটল, যে কোনও মূহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ এমনই অভিযোগ করছেন স্থানীয়রা ৷

CDPO নুপুর বিশ্বাস অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ বলেন, "আমাদের নজরে আসেনি । আমাদের কাছে কেউ অভিযোগও জানায়নি । আজ খাবারের জন্য চাল-ডাল পাঠিয়ে দেওয়া হচ্ছে ।"

এই দ্বন্দ্বের মধ্যেই গরিব মানুষেরা তাকিয়ে আছেন কবে আবার রান্না হবে ৷ তাঁদের পরিবারের সন্তান-সন্ততি ও গর্ভবতী মহিলারা কবে একটু খাবার পাবেন ।

Intro:কাঁকসার বিষ্ণুপুরে১০দিন অঙ্গনওয়ারী কেন্দ্রে পর্যাপ্ত খাবার না থাকায় বন্ধ ছিল খাবার পরিষেবা খবর হওয়ার সাথে সাথে নড়েচড়ে বসল প্রশাসন

দুর্গাপুর:কাঁকসার বিষ্ণুপুরের ৮৯নাম্বার লোহার পাড়ার অঙ্গনওয়ারী কেন্দ্রে খাবার না থাকায় ১০দিন ধরে বন্ধ খাবারের পরিষেবা।দিদিমনিরা এলেও রান্নাবান্না হয়নি বলে জানা গিয়েছে।এই কেন্দ্রে প্রায় পড়ুয়া ও গর্ভবতী মা মিলে ৫০জন খাবার পায়।অনেক গরীব পরিবার এই কেন্দ্রের খাবারের উপর নির্ভর করে থাকে।এই কেন্দ্রের ভারপ্রাপ্ত দিদিমণি উপাসনা বিশ্বাস জানান অফিসে জানানো সত্ত্বেও খাবারের চাল,ডাল আসেনি,যার জন্য রান্না হয়নি।অপরদিকে স্থানীয় মানুষদের অভিযোগ ১০দিন থেকে খাবার বন্ধ।পাশাপাশি এই অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল অবস্থা,কেন্দ্রের চারিদিকে ফাটল ধরেছে।যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।সি.ডি.পি.ও নুপুর বিশ্বাস জানান আমাদের নজরে আসেনি।আমাদের কাছে কেও অভিযোগ জানায়নি।আজ খাবার এর জন্য চাল ডাল পাঠিয়ে দেওয়া হচ্ছে।শিক্ষিকা দাবী করেছেন তিনি জানিয়েছেন আবার সিডিপিও দাবী করলেন কেও বলেননি।আর এই দ্বন্দের মাঝে গরীব মানুষেরা তাকিয়ে আছেন কবে আবার রান্না হবে আর তাদের পরিবারের সন্তান-সন্ততি ও গর্ভবতী মহিলারা একটু খাবার পাবেন।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.