ETV Bharat / state

Amit Shah: তীব্র দাবদাহে সিল্কের উত্তরীয় না পসন্দ শাহের, গলায় রাখলেন আলুওয়ালিয়ার গামছা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিমানবন্দরেই ত্রি-স্তরীয় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে প্রশাসন। এদিন নিরাপত্তার জেরে বিজেপি নেতাদেরও একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকতে হয় ৷ যদিও বিমান থেকে নেমে বিজেপি নেতাদের দিকে নিজেই এগিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Etv Bharat
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Apr 14, 2023, 9:16 PM IST

দুর্গাপুর, 14 এপ্রিল: অণ্ডালে যখন অমিত শাহের বিমান অবতরণ করল, বাইরে তখন তাপমাত্রা 40-এর গণ্ডি ছাড়িয়েছে ৷ কার্যত তাপপ্রবাহ চলছে ৷ এর মাঝেই শুক্রবার বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাই ৷ পদ্ম ফুল এবং উত্তরীয় পরিয়ে শাহ বরণ করেন তাঁরা ৷ কিন্তু এক জনের উত্তরীয় রেখে বাকি সকলের উত্তরীয়ই গলা থেকে খুলে ফেলতে দেখা গেল অমিত শাহকে ৷ যার কারণ হিসাবে, তীব্র দাবদাহকেই দায়ী করছেন রাজ্য বিজেপি নেতারা ৷

বাংলা নতুন বছরের ঠিক আগের দিন রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তীব্র গরমে পুড়ছে রাজ্য। তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। আর সেইসময় বীরভূম সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন দিল্লী থেকে বায়ুসেনার বিশেষ বিমানে অণ্ডাল বিমানবন্দরে আসেন অমিত শাহ ৷ দুপুর একটা নাগাদ যখন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছয় অমিত শাহের বিমান, তখন তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড । সেখান থেকে বীরভূমের সিউড়িতে নির্ধারিত দলীয় কর্মসূচিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু বীরভূমের জনসভায় যাওয়ার আগেই কাজী নজরুল বিমানবন্দরে অবতরণের পর অন্য মেজাজে দেখা গেল অমিত শাহকে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিমানবন্দর চত্বরে ত্রি-স্তরীয় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে প্রশাসন। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরেই পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সাংসদ এসএস আলুওয়ালিয়া-সহ পশ্চিম বর্ধমানের গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-নেত্রীরা। কিন্তু আঁটোসাটো নিরাপত্তার জেরে বিজেপি নেতাদেরও একটি নির্দিষ্ট দূরত্বে এদিন দাঁড়িয়ে থাকতে হয় ৷ যদিও বিমান থেকে নেমে বিজেপি নেতাদের দিকে নিজেই এগিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

এরপরই তাঁকে পদ্ম ফুল, ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে একে একে সন্মান জানাতে থাকেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে দেখা যায়, প্রায় সব নেতাদের দেওয়া সিল্কের উত্তরীয় গলা থেকে খুলে ফেললেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দেওয়া লাল সাদা চেক সুতির গামছাটি এদিন আর খোলেননি শাহ ৷ এদিন গামছাটি পরিয়ে দেওয়ার সময় সেটি ধরেই অমিত শাহকে কিছু বলতেও দেখা যায় আলুওয়ালিয়াকে ৷ অবশ্য তা অত্যন্ত সংক্ষিপ্ত ৷ এরপর অবশ্য তীব্র গরমে সেই গামছা গলায় রেখে বাকি একের পর এক সিল্কের উত্তরীয় খুলে নিরাপত্তা রক্ষীর হাতে দিয়ে দেন শাহ।

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

বিজেপি রাজ্য নেতাদের একাংশের ব্যাখ্যা, এই গরমের হাত থেকে বাঁচতেই স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত গলায় রেখে দিয়েছিলেন সাংসদ আলুওয়ালিয়ার দেওয়া সুতির গামছা ৷ আলুওয়ালিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় এই গামছা পরিয়ে তাঁকে এই উপহার নিয়ে কিছু বলতেও দেখা যায়। যদিও এ বিষয়ে আলুওয়ালিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

দুর্গাপুর, 14 এপ্রিল: অণ্ডালে যখন অমিত শাহের বিমান অবতরণ করল, বাইরে তখন তাপমাত্রা 40-এর গণ্ডি ছাড়িয়েছে ৷ কার্যত তাপপ্রবাহ চলছে ৷ এর মাঝেই শুক্রবার বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাই ৷ পদ্ম ফুল এবং উত্তরীয় পরিয়ে শাহ বরণ করেন তাঁরা ৷ কিন্তু এক জনের উত্তরীয় রেখে বাকি সকলের উত্তরীয়ই গলা থেকে খুলে ফেলতে দেখা গেল অমিত শাহকে ৷ যার কারণ হিসাবে, তীব্র দাবদাহকেই দায়ী করছেন রাজ্য বিজেপি নেতারা ৷

বাংলা নতুন বছরের ঠিক আগের দিন রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তীব্র গরমে পুড়ছে রাজ্য। তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। আর সেইসময় বীরভূম সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন দিল্লী থেকে বায়ুসেনার বিশেষ বিমানে অণ্ডাল বিমানবন্দরে আসেন অমিত শাহ ৷ দুপুর একটা নাগাদ যখন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছয় অমিত শাহের বিমান, তখন তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড । সেখান থেকে বীরভূমের সিউড়িতে নির্ধারিত দলীয় কর্মসূচিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু বীরভূমের জনসভায় যাওয়ার আগেই কাজী নজরুল বিমানবন্দরে অবতরণের পর অন্য মেজাজে দেখা গেল অমিত শাহকে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিমানবন্দর চত্বরে ত্রি-স্তরীয় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে প্রশাসন। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরেই পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সাংসদ এসএস আলুওয়ালিয়া-সহ পশ্চিম বর্ধমানের গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-নেত্রীরা। কিন্তু আঁটোসাটো নিরাপত্তার জেরে বিজেপি নেতাদেরও একটি নির্দিষ্ট দূরত্বে এদিন দাঁড়িয়ে থাকতে হয় ৷ যদিও বিমান থেকে নেমে বিজেপি নেতাদের দিকে নিজেই এগিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

এরপরই তাঁকে পদ্ম ফুল, ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে একে একে সন্মান জানাতে থাকেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে দেখা যায়, প্রায় সব নেতাদের দেওয়া সিল্কের উত্তরীয় গলা থেকে খুলে ফেললেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দেওয়া লাল সাদা চেক সুতির গামছাটি এদিন আর খোলেননি শাহ ৷ এদিন গামছাটি পরিয়ে দেওয়ার সময় সেটি ধরেই অমিত শাহকে কিছু বলতেও দেখা যায় আলুওয়ালিয়াকে ৷ অবশ্য তা অত্যন্ত সংক্ষিপ্ত ৷ এরপর অবশ্য তীব্র গরমে সেই গামছা গলায় রেখে বাকি একের পর এক সিল্কের উত্তরীয় খুলে নিরাপত্তা রক্ষীর হাতে দিয়ে দেন শাহ।

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

বিজেপি রাজ্য নেতাদের একাংশের ব্যাখ্যা, এই গরমের হাত থেকে বাঁচতেই স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত গলায় রেখে দিয়েছিলেন সাংসদ আলুওয়ালিয়ার দেওয়া সুতির গামছা ৷ আলুওয়ালিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় এই গামছা পরিয়ে তাঁকে এই উপহার নিয়ে কিছু বলতেও দেখা যায়। যদিও এ বিষয়ে আলুওয়ালিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.