ETV Bharat / state

বেহাল রাস্তা, আড়াই কিলোমিটার স্ট্রেচারে নিয়ে যাওয়া হল রোগীকে ! - Matua Maha Sangha

বেহাল রাস্তা দিয়ে কোনওরকমে নিয়ে যাওয়া হয় যুবতিকে । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ঘটনার পর কাঁকসায় BDO অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের স্থানীয় সদস্যরা ।

patient taken 2.5 km on stretcher
patient taken 2.5 km on stretcher
author img

By

Published : Oct 7, 2020, 6:55 PM IST

দুর্গাপুর, 6 অক্টোবর : আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের কলেজপাড়া যেন এক বিচ্ছিন্ন দ্বীপ । দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে এখানকার রাস্তার অবস্থা বেহাল । আর এই রাস্তা দিয়েই প্রসবের পর এক যুবতিকে প্রায় আড়াই কিলোমিটার পথ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল ।

কলেজপাড়ার ওই বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স এমনকী কোনও গাড়িই ঢুকতে চায়নি । অগত্যা কোনও পথ খুঁজে না পেয়ে স্ট্রেচারে রজনী সরকার নামে ওই যুবতিকে প্রায় আড়াই কিলোমিটার পথ নিয়ে যান এলাকার বাসিন্দারা । বর্তমানে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তিনি ।

কী বলছেন স্থানীয়রা ?

দুর্গাপুরের কাঁকসা ব্লকের অন্তর্গত আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত । বৃষ্টির জেরে একেবারে বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স এসেও কলেজপাড়া পর্যন্ত আর যেতে পারেনি । ঘরেই পুত্রসন্তানের জন্ম দেন রজনী সরকার । কিন্তু, এরপরই অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করে তাঁর । এরপর মহিলা ও সদ্যোজাতকে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা । বেহাল রাস্তা দিয়ে কোনওরকমে ওই যুবতিকে নিয়ে যাওয়া হয় । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ।

সারা ভারত মতুয়া সংঘের সদস্য স্বপন গোঁসাই বলেন, "রাত থেকে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে । কিন্তু, রাস্তা এতটাই খারাপ যে কোনও অ্যাম্বুলেন্স বা গাড়ি এই এলাকায় ঢুকতে চায়নি । এলাকার মানুষ বাঁশের মাচা তৈরি করে । এরপর অবশ্য স্ট্রেচারে করে 2 নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় । 30 বছর ধরে এলাকায় বসবাস করলেও ন্যূনতম রাস্তার সুবিধটুকু পাওয়া থেকেও আমরা বঞ্চিত ।"

স্থানীয় বাসিন্দা হৈমন্তী সরকার বলেন, "আমাদের গ্রামের রাস্তা এতটাই খারাপ যে সাইকেল নিয়েও যাতায়াত করা যায় না । এই রাস্তার জন্য প্রাইভেট গাড়িও আসতে চায়নি । গ্রামের ছেলেরাই স্ট্রেচারে করে মা ও সদ্যোজাতকে জাতীয় সড়ক পর্যন্ত নিয়ে যায় । দু'জনেরই শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল ।"

আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চয়নিকা পাল বলেন, "পঞ্চায়েতের অন্তর্গত দু'টি রাস্তার অবস্থা খুবই খারাপ । তার মধ্যে কলেজপাড়া এলাকার রাস্তা একটি । যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির কাজ শুরু করা হবে । মহিলার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে ।"

এই ঘটনার পর আজ কাঁকসায় BDO অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের স্থানীয় সদস্যরা ।

দুর্গাপুর, 6 অক্টোবর : আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের কলেজপাড়া যেন এক বিচ্ছিন্ন দ্বীপ । দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে এখানকার রাস্তার অবস্থা বেহাল । আর এই রাস্তা দিয়েই প্রসবের পর এক যুবতিকে প্রায় আড়াই কিলোমিটার পথ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল ।

কলেজপাড়ার ওই বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স এমনকী কোনও গাড়িই ঢুকতে চায়নি । অগত্যা কোনও পথ খুঁজে না পেয়ে স্ট্রেচারে রজনী সরকার নামে ওই যুবতিকে প্রায় আড়াই কিলোমিটার পথ নিয়ে যান এলাকার বাসিন্দারা । বর্তমানে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তিনি ।

কী বলছেন স্থানীয়রা ?

দুর্গাপুরের কাঁকসা ব্লকের অন্তর্গত আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত । বৃষ্টির জেরে একেবারে বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স এসেও কলেজপাড়া পর্যন্ত আর যেতে পারেনি । ঘরেই পুত্রসন্তানের জন্ম দেন রজনী সরকার । কিন্তু, এরপরই অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করে তাঁর । এরপর মহিলা ও সদ্যোজাতকে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা । বেহাল রাস্তা দিয়ে কোনওরকমে ওই যুবতিকে নিয়ে যাওয়া হয় । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ।

সারা ভারত মতুয়া সংঘের সদস্য স্বপন গোঁসাই বলেন, "রাত থেকে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে । কিন্তু, রাস্তা এতটাই খারাপ যে কোনও অ্যাম্বুলেন্স বা গাড়ি এই এলাকায় ঢুকতে চায়নি । এলাকার মানুষ বাঁশের মাচা তৈরি করে । এরপর অবশ্য স্ট্রেচারে করে 2 নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় । 30 বছর ধরে এলাকায় বসবাস করলেও ন্যূনতম রাস্তার সুবিধটুকু পাওয়া থেকেও আমরা বঞ্চিত ।"

স্থানীয় বাসিন্দা হৈমন্তী সরকার বলেন, "আমাদের গ্রামের রাস্তা এতটাই খারাপ যে সাইকেল নিয়েও যাতায়াত করা যায় না । এই রাস্তার জন্য প্রাইভেট গাড়িও আসতে চায়নি । গ্রামের ছেলেরাই স্ট্রেচারে করে মা ও সদ্যোজাতকে জাতীয় সড়ক পর্যন্ত নিয়ে যায় । দু'জনেরই শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল ।"

আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চয়নিকা পাল বলেন, "পঞ্চায়েতের অন্তর্গত দু'টি রাস্তার অবস্থা খুবই খারাপ । তার মধ্যে কলেজপাড়া এলাকার রাস্তা একটি । যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির কাজ শুরু করা হবে । মহিলার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে ।"

এই ঘটনার পর আজ কাঁকসায় BDO অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের স্থানীয় সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.