ETV Bharat / state

Durgapur ESI Hospital: অক্সিজেন না দেওয়ায় ইএসআই হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ, সুপারকে ঘিরে বিক্ষোভ পরিবারের - দুর্গাপুর ইএসআই হাসপাতাল

চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুর ইএসআই হাসপাতালে(Durgapur ESI Hospital)৷ হৃদরোগে আক্রান্ত রোগীকে রেফারের সময় অক্সিজেন না দেওয়াতেই এই মৃত্যু বলে বিক্ষোভ দেখাল রোগীর পরিবার ৷

Etv Bharat
দুর্গাপুর ইএসআই হাসপাতাল
author img

By

Published : Nov 28, 2022, 7:56 PM IST

দুর্গাপুর, 28 নভেম্বর: অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে(Allegation of Patients Died on Negligency of Treatment in Durgapur ESI Hospital)। হাসপাতাল সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷

মৃতের নাম বাদুলি কর্মকার । দিন তিনেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি হন তিনি ৷ সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু রেফার করার সময় হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে কোনও অক্সিজেন সিলিন্ডার ছিল না বলে অভিযোগ জানায় রোগীর পরিবার ৷ এমনকি পরে আনা দুটো সিলিন্ডারের গায়ে অক্সিজেন ফুল লেখা থাকলেও তা কার্যত ফাঁকা ছিল ৷ এদিকে ততক্ষণে রোগীর মৃত্যু হয় ৷

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ দুর্গাপুর ইএসআই হাসপাতালে

এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার ৷ এই বিষয়ে মৃতের পরিবারের অভিযোগ, এখন হাসপাতাল সুপার বলছেন তাঁর কিছু জানা নেই ৷ তাহলে জানবে টা কে ?

এদিকে হাসপাতাল চত্বরে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ । হাসপাতাল সুপারকে কিছুক্ষণ ঘিরে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে মৃতের আত্মীয়রা । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ।

আরও পড়ুন : সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মহিলার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ

দুর্গাপুর, 28 নভেম্বর: অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে(Allegation of Patients Died on Negligency of Treatment in Durgapur ESI Hospital)। হাসপাতাল সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷

মৃতের নাম বাদুলি কর্মকার । দিন তিনেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি হন তিনি ৷ সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু রেফার করার সময় হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে কোনও অক্সিজেন সিলিন্ডার ছিল না বলে অভিযোগ জানায় রোগীর পরিবার ৷ এমনকি পরে আনা দুটো সিলিন্ডারের গায়ে অক্সিজেন ফুল লেখা থাকলেও তা কার্যত ফাঁকা ছিল ৷ এদিকে ততক্ষণে রোগীর মৃত্যু হয় ৷

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ দুর্গাপুর ইএসআই হাসপাতালে

এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার ৷ এই বিষয়ে মৃতের পরিবারের অভিযোগ, এখন হাসপাতাল সুপার বলছেন তাঁর কিছু জানা নেই ৷ তাহলে জানবে টা কে ?

এদিকে হাসপাতাল চত্বরে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ । হাসপাতাল সুপারকে কিছুক্ষণ ঘিরে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে মৃতের আত্মীয়রা । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ।

আরও পড়ুন : সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মহিলার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.