দুর্গাপুর, 8 এপ্রিল: ঐশী ঘোষকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিয়ে কুরুচিকর পোস্ট করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সুজিত কুণ্ডু। তাঁর বিরুদ্ধে SFI-এর তরফে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়। আজ SFI কর্মীরা অভিযুক্তের পাড়ার দেওয়ালে দেওয়ালে ওই ব্যক্তির ছবিসহ তার কুরুচিকর সেই পোস্টটি সাঁটিয়ে দেয়।
দুর্গাপুরের মেয়ে দিল্লির JNU বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রান্ত হন। বামপন্থী ছাত্র সংগঠনের এই নেত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। এবার সেই ঐশী ঘোষকে নিয়ে দুর্গাপুরের থানার অন্তর্গত ইস্পাত নগরী রানাপ্রতাপ রোডের বাসিন্দা সুজিত কুণ্ডু সোশাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট করে বলে অভিযোগ। ওই পোস্টে সুজিত ঐশী ঘোষকে ধর্ষণের হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পর মঙ্গলবার দুর্গাপুর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে SFI।
অন্যদিকে বুধবার দুর্গাপুর পূর্ব শাখার SFI কর্মীরা রানাপ্রতাপ রোডের বিভিন্ন দেওয়ালে সুজিত কুণ্ডুর লেখা পোস্টটি অভিযুক্তের ছবিসহ সাঁটিয়ে দেয়। এই বিষয়ে CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "কোরোনা ভাইরাসের থেকেও সমাজে বসবাসকারী এই ভাইরাসগুলো বেশি ভয়াবহ। সুজিত কুণ্ডু দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। যতটুকু জানি, তার একটি কন্যা সন্তান রয়েছে। ঐশী মেয়ের মতো।" অভিযুক্তের পাড়ায় তাঁর ছবিসহ ওই পোস্টার লাগানোর বিষয়ে বাম নেতার মন্তব্য, "এই ধরনের মানুষও যে সমাজে আছেন। তা মনে করিয়ে দিতেই পোস্টার দেওয়া হয়েছে।"
এদিকে গোটা ঘটনায় দুর্গাপুর থানার তরফে জানানো হয়, তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা যাবে না।