ETV Bharat / state

Panchayat Election Results 2023: 'রেজাল্ট আবার কী হবে ? তৃণমূলই জিতবে', কটাক্ষ অগ্নিমিত্রার - agnimitra paul admits her party

বিজেপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও আশা রাখছে না ৷ রানিগঞ্জের গণনা কেন্দ্রের বাইরে বসে জানিয়ে দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তবে, গণনা কেন্দ্র থেকে বিজেপির নেতা-কর্মীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই তিনি সেখানে গিয়েছেন ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023
author img

By

Published : Jul 11, 2023, 12:42 PM IST

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কোনও আশা রাখছেন না অগ্নিমিত্রা পাল

রানিগঞ্জ, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে জেতার আশা ছেড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ! তাঁর মন্তব্য, "রেজাল্ট আবার কী হবে ? তৃণমূল জিতবে ৷" রানিগঞ্জ ব্লকের গণনা কেন্দ্রের বাইরে এভাবেই কাটক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ৷ তবে, তিনি গণনা কেন্দ্রের বাইরে এসেছেন, যাতে তাঁর দলের লোকজন গণনা শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন ৷ তিনি অভিযোগ করেছেন, যেভাবে ছাপ্পা হয়েছে, তাতে রেজাল্ট নিয়ে ভেবে কোনও লাভ নেই ৷

রানিগঞ্জ ব্লকে ত্রিস্তর পঞ্চয়েতের কাউন্টিং সেন্টারের বাইরে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ বিধায়ককে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " যে পরিমাণ ছাপ্পা হয়েছে তাতে রেজাল্ট আবার কী হবে ? কোথাও কোথাও দেখবেন গ্রামের যা জনসংখ্যা তার থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল ৷ কিছু কিছু ব্যালট পেপারে ছাপ্পা মেরেছে তৃণমূল ৷ আবার কিছু 'ছাপ্পা ব্যালট'-এ মেরেছে ৷ অনেক ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই নেই ৷ স্টাম্পও নেই ৷ তাও সেগুলি গণনা করা হবে ৷"

শাসকদল যেভাবে ছাপ্পা ভোট করিয়েছে, তাতে এই পঞ্চায়েত নির্বাচনের গণনা থেকে তাঁদের কোনও আশা নেই বলে জানান অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন, "আমাদের এই ভোট নিয়ে কোনও আশা নেই ৷ আমার, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের কোনও নেতা ও কর্মীরা কেউ কোনও আশা করছি না ৷ ভোট হয়েছে, যদি দু-একটা আসনে জিততে পারলে ভালো ৷"

আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তায় পঞ্চায়েতের ভোট গণনা, সিসিটিভি ক্যমেরার নজরদারি

তাহলে বিধায়ক কেন এসেছেন গণনা কেন্দ্রে ? জবাবে অগ্নিমিত্রা জানান, তিনি আশঙ্কা করছেন ভোটের ফলাফল পুরো প্রকাশিত হওয়ার আগেই গণনা কেন্দ্রে থাকা বিজেপি এজেন্ট এবং কর্মীদের উপর হামলা হতে পারে ৷ তাঁর দলের নেতা-কর্মীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন, তা সুনিশ্চিত করতে তিনি রানিগঞ্জের গণনা কেন্দ্রে উপস্থিত হয়েছেন ৷

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কোনও আশা রাখছেন না অগ্নিমিত্রা পাল

রানিগঞ্জ, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে জেতার আশা ছেড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ! তাঁর মন্তব্য, "রেজাল্ট আবার কী হবে ? তৃণমূল জিতবে ৷" রানিগঞ্জ ব্লকের গণনা কেন্দ্রের বাইরে এভাবেই কাটক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ৷ তবে, তিনি গণনা কেন্দ্রের বাইরে এসেছেন, যাতে তাঁর দলের লোকজন গণনা শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন ৷ তিনি অভিযোগ করেছেন, যেভাবে ছাপ্পা হয়েছে, তাতে রেজাল্ট নিয়ে ভেবে কোনও লাভ নেই ৷

রানিগঞ্জ ব্লকে ত্রিস্তর পঞ্চয়েতের কাউন্টিং সেন্টারের বাইরে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ বিধায়ককে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " যে পরিমাণ ছাপ্পা হয়েছে তাতে রেজাল্ট আবার কী হবে ? কোথাও কোথাও দেখবেন গ্রামের যা জনসংখ্যা তার থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল ৷ কিছু কিছু ব্যালট পেপারে ছাপ্পা মেরেছে তৃণমূল ৷ আবার কিছু 'ছাপ্পা ব্যালট'-এ মেরেছে ৷ অনেক ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই নেই ৷ স্টাম্পও নেই ৷ তাও সেগুলি গণনা করা হবে ৷"

শাসকদল যেভাবে ছাপ্পা ভোট করিয়েছে, তাতে এই পঞ্চায়েত নির্বাচনের গণনা থেকে তাঁদের কোনও আশা নেই বলে জানান অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন, "আমাদের এই ভোট নিয়ে কোনও আশা নেই ৷ আমার, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের কোনও নেতা ও কর্মীরা কেউ কোনও আশা করছি না ৷ ভোট হয়েছে, যদি দু-একটা আসনে জিততে পারলে ভালো ৷"

আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তায় পঞ্চায়েতের ভোট গণনা, সিসিটিভি ক্যমেরার নজরদারি

তাহলে বিধায়ক কেন এসেছেন গণনা কেন্দ্রে ? জবাবে অগ্নিমিত্রা জানান, তিনি আশঙ্কা করছেন ভোটের ফলাফল পুরো প্রকাশিত হওয়ার আগেই গণনা কেন্দ্রে থাকা বিজেপি এজেন্ট এবং কর্মীদের উপর হামলা হতে পারে ৷ তাঁর দলের নেতা-কর্মীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন, তা সুনিশ্চিত করতে তিনি রানিগঞ্জের গণনা কেন্দ্রে উপস্থিত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.