ETV Bharat / state

জোড়া খুনে অভিযুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু - দুর্গাপুর

জোড়া খুনে অভিযুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের উপ সংশোধনাগারে ৷ মৃতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় ৷ তারা ময়নাতদন্তের দাবি জানিয়েছেন ৷

দুর্গাপুর উপ সংশোধনাগার
author img

By

Published : Sep 11, 2019, 9:44 PM IST

দুর্গাপুর, 11 সেপ্টেম্বর : জোড়া খুনে অভিযুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু দুর্গাপুরের উপ সংশোধনাগারে ৷ মৃতের নাম শেখ সুখাই (45) ৷

দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কৌলিক জানান, আজ দুপুরে খাওয়ার সময় ওই বিচারাধীন বন্দীর হঠাৎই বুকে ব্যথা অনুভব হয় ৷ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷ কিন্তু মৃতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় ৷ তারা ময়নাতদন্তের দাবি জানিয়েছেন ৷ মৃতের ছেলে শেখ কবীর হোসেন বলে, "গত পরশু দিনও বাবাকে সুস্থ দেখে গেছি ৷ আজ উপ সংশোধনাগারে এসে শুনছি বাবার মৃত্যু হয়েছে ৷" আইনজীবী সুদীপ দেবনাথ জানান, শেখ সুখাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার তদন্তের জন্যই দুর্গাপুর মহকুমা আদালতের ACJM-র কাছে আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন : জল-কাদায় বেহাল পোলোগ্রাউন্ড, প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে সবুজ

2018 সালের 14 জুন কাঁকসা থানা এলাকার কোটাঘাটে ফরিদপুরের বাসিন্দা শেখ হামিদুল ও শেখ নজরুলকে গামছা পেঁচিয়ে খুন করা হয় ৷ এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল শেখ সুখাই ৷ এরপর থেকে বেশ কিছুদিন ঘরছাড়া ছিল সে । পরে চলতি বছরের 25 অগাস্ট বীরভূমের দুবরাজপুরে নিজের বাড়ি থেকে শেখ সুখাইকে গ্রেপ্তার করে পুলিশ ৷ অন্য একটি মামলায় অভিযুক্ত থাকার কারণে গত পরশু (9 সেপ্টেম্বর) দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ আজ দুপুরে দুর্গাপুর উপ সংশোধনাগারে তার মৃত্যু হয় ৷

দুর্গাপুর, 11 সেপ্টেম্বর : জোড়া খুনে অভিযুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু দুর্গাপুরের উপ সংশোধনাগারে ৷ মৃতের নাম শেখ সুখাই (45) ৷

দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কৌলিক জানান, আজ দুপুরে খাওয়ার সময় ওই বিচারাধীন বন্দীর হঠাৎই বুকে ব্যথা অনুভব হয় ৷ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷ কিন্তু মৃতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় ৷ তারা ময়নাতদন্তের দাবি জানিয়েছেন ৷ মৃতের ছেলে শেখ কবীর হোসেন বলে, "গত পরশু দিনও বাবাকে সুস্থ দেখে গেছি ৷ আজ উপ সংশোধনাগারে এসে শুনছি বাবার মৃত্যু হয়েছে ৷" আইনজীবী সুদীপ দেবনাথ জানান, শেখ সুখাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার তদন্তের জন্যই দুর্গাপুর মহকুমা আদালতের ACJM-র কাছে আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন : জল-কাদায় বেহাল পোলোগ্রাউন্ড, প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে সবুজ

2018 সালের 14 জুন কাঁকসা থানা এলাকার কোটাঘাটে ফরিদপুরের বাসিন্দা শেখ হামিদুল ও শেখ নজরুলকে গামছা পেঁচিয়ে খুন করা হয় ৷ এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল শেখ সুখাই ৷ এরপর থেকে বেশ কিছুদিন ঘরছাড়া ছিল সে । পরে চলতি বছরের 25 অগাস্ট বীরভূমের দুবরাজপুরে নিজের বাড়ি থেকে শেখ সুখাইকে গ্রেপ্তার করে পুলিশ ৷ অন্য একটি মামলায় অভিযুক্ত থাকার কারণে গত পরশু (9 সেপ্টেম্বর) দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ আজ দুপুরে দুর্গাপুর উপ সংশোধনাগারে তার মৃত্যু হয় ৷

Intro:জোড়া খুনের বিচারাধীন বন্দি সেখ সুখাই(৪৫ বছর) এর বুধবার দুপুরে মৃত্যু হল দুর্গাপুর উপ সংশোধনাগারে।পরিবারের অভিযোগ যে এই মৃত্যু স্বাভাবিক কারনে নয়।তাই মৃতদেহের ময়নাতদন্তের দাবী করে তার পরিবার
গত ২০১৮ সালের চোদ্দই জুন দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার কোটা ঘাটে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার বাসিন্দা সেখ হামিদুল ও সেখ নজরুল কে গামছা পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অন্যতম শেখ সুখাই ।সেখ সুখাই বেশ কিছুদিন ঘরছাড়া ছিল বলে জানা যায়। পরে চলতি বছরের 25 শে অগাষ্ট তারিখে গ্রেফতার হয় বীরভূমের দুবরাজপুরের নিজের বাড়ি থেকে।গত পরশু দিন সেখ সুখাই কে অন্য একটি মামলাতে অভিযুক্ত থাকার কারনে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।আজ দুপুরে সেখ সুখাই এর উপসংশোধনাগারে মৃত্যু হয়। দুর্গাপুর মহকুমা শাসক অনির্বান কোলের মৌখিক বক্তব্য, আজ বুধবার দুপুরে খাবার খাওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যাথা শুরু হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। পরিবারের দাবি, মৃত্যুর আসল কারণ তদন্ত করা হোক। বিচারাধীন বন্দির পক্ষে আইনজীবী সুদীপ দেবনাথের বক্তব্য, সেখ সুখাই এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর আসল কারণ তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা আদালতের এ সি জে এম র কাছে আবেদন করা হয় আইনজীবীর মাধ্যমে।Body:গConclusion:গ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.