দুর্গাপুর, 11 সেপ্টেম্বর : জোড়া খুনে অভিযুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু দুর্গাপুরের উপ সংশোধনাগারে ৷ মৃতের নাম শেখ সুখাই (45) ৷
দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কৌলিক জানান, আজ দুপুরে খাওয়ার সময় ওই বিচারাধীন বন্দীর হঠাৎই বুকে ব্যথা অনুভব হয় ৷ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷ কিন্তু মৃতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় ৷ তারা ময়নাতদন্তের দাবি জানিয়েছেন ৷ মৃতের ছেলে শেখ কবীর হোসেন বলে, "গত পরশু দিনও বাবাকে সুস্থ দেখে গেছি ৷ আজ উপ সংশোধনাগারে এসে শুনছি বাবার মৃত্যু হয়েছে ৷" আইনজীবী সুদীপ দেবনাথ জানান, শেখ সুখাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার তদন্তের জন্যই দুর্গাপুর মহকুমা আদালতের ACJM-র কাছে আবেদন করা হয়েছে ৷
আরও পড়ুন : জল-কাদায় বেহাল পোলোগ্রাউন্ড, প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে সবুজ
2018 সালের 14 জুন কাঁকসা থানা এলাকার কোটাঘাটে ফরিদপুরের বাসিন্দা শেখ হামিদুল ও শেখ নজরুলকে গামছা পেঁচিয়ে খুন করা হয় ৷ এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল শেখ সুখাই ৷ এরপর থেকে বেশ কিছুদিন ঘরছাড়া ছিল সে । পরে চলতি বছরের 25 অগাস্ট বীরভূমের দুবরাজপুরে নিজের বাড়ি থেকে শেখ সুখাইকে গ্রেপ্তার করে পুলিশ ৷ অন্য একটি মামলায় অভিযুক্ত থাকার কারণে গত পরশু (9 সেপ্টেম্বর) দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ আজ দুপুরে দুর্গাপুর উপ সংশোধনাগারে তার মৃত্যু হয় ৷