দুর্গাপুর, 11 অক্টোবর : আজ কাঁকসার আমলাজোড়া ও বুদবুদ থানা এলাকায় প্রায় 600 জন BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ।
আজ কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের সিলামপুরে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাঁকসার ধোবাঘাটা গ্রামের BJP-র বুথ কমিটির সভাপতি পার্থ কবিরাজ ও BJP কর্মী পরিমল মণ্ডলসহ প্রায় 100 জন । পাশাপাশি সিলামপুরের CPI(M) নেতা অশোক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী । তিনি বলেন, দলীয় নেতাদের উপর আস্থা হারাচ্ছেন কর্মীরা । যে কারণে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছেন ।
অন্যদিকে কৃষি আইন ও হাথরসের ঘটনার প্রতিবাদে বুদবুদ থানার কাছ থেকে মহামিছিল করেন তৃণমূল কর্মীরা । প্রতিবাদ মিছিলে যোগ দেন তৃণমূলের জেলা সহ সভাপতি জাকির হোসেন, গলসি এক নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ।
মিছিল শেষে বুদবুদ বাজারে একটি প্রতিবাদ সভা করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । বুদবুদ সহ গলসি এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় 500 জন BJP কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন ।