ETV Bharat / state

Abhishek Banerjee: কয়লা মাফিয়ার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের অভিযোগ অভিষেকের

দুর্গাপুরে এসে কয়লা মাফিয়ার (Coal Mafia) সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷ এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷

Abhishek Banerjee Alleges Union Minister Pralhad Joshi meets Coal Mafia
Abhishek Banerjee: কয়লা মাফিয়ার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের অভিযোগ অভিষেকের
author img

By

Published : Nov 25, 2022, 2:32 PM IST

কলকাতা, 25 নভেম্বর: কয়লাপাচার (Coal Smuggling) নিয়ে এবার বিজেপিকে (BJP) নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার (Coal Mafia) সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ইস্যুতে কটাক্ষ করেছেন সিবিআই (CBI) ও ইডি (ED)-কে ৷

শুক্রবার এই নিয়ে একটি টুইট করেন অভিষেক ৷ সেখানে দু’টি ছবি পোস্ট করেছেন তিনি ৷ একটি ছবিতে বিজেপি বিধায়ক-সহ নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশিকে (Union Minister Pralhad Joshi) ৷ ওই ছবিতেই রয়েছেন আরও একজন ৷ অভিষেকের দাবি, সেই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান ৷ দ্বিতীয় ছবিতে জয়দেব ও প্রহ্লাদ জোশিকে দেখা যাচ্ছে ৷

এই দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক প্রশ্ন তুলেছেন, জাতীয় সম্পদকে কীভাবে বিজেপির কাছে যাবে তা নিয়ে আলোচনা হচ্ছিল, নাকি জাতীয় সম্পদ লুটের জন্য ধন্যবাদ জানানো হচ্ছিল !

  • I wonder what Minister @JoshiPralhad is doing with tainted coal mafia, Joydeb Khan!

    Is he discussing ways of filling @BJP4India’s pockets or congratulating him on siphoning the Nation’s resources ?

    The @dir_ed and the CBI have conveniently ignored this MAFIA-MINISTER NEXUS. pic.twitter.com/BhaqNH9IHy

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে ওই টুইটের শেষ লাইনে তিনি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় দু’টি তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকে ৷ তিনি লিখেছেন, ইডি ও সিবিআই নিশ্চয় এই মাফিয়া ও মন্ত্রীর চক্রকে এড়িয়ে যাবে !

প্রসঙ্গত, বুধবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷ বৃহস্পতিবার একাধিক কোলিয়ারিতে তিনি গিয়েছিলেন ৷ এই সফরের মধ্যেই তিনি জয়দেব খানের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন: 'কয়লা চুরি বন্ধ করতে হবে রাজ্য সরকারকেই', দাবি প্রহ্লাদ জোশির

কলকাতা, 25 নভেম্বর: কয়লাপাচার (Coal Smuggling) নিয়ে এবার বিজেপিকে (BJP) নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার (Coal Mafia) সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ইস্যুতে কটাক্ষ করেছেন সিবিআই (CBI) ও ইডি (ED)-কে ৷

শুক্রবার এই নিয়ে একটি টুইট করেন অভিষেক ৷ সেখানে দু’টি ছবি পোস্ট করেছেন তিনি ৷ একটি ছবিতে বিজেপি বিধায়ক-সহ নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশিকে (Union Minister Pralhad Joshi) ৷ ওই ছবিতেই রয়েছেন আরও একজন ৷ অভিষেকের দাবি, সেই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান ৷ দ্বিতীয় ছবিতে জয়দেব ও প্রহ্লাদ জোশিকে দেখা যাচ্ছে ৷

এই দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক প্রশ্ন তুলেছেন, জাতীয় সম্পদকে কীভাবে বিজেপির কাছে যাবে তা নিয়ে আলোচনা হচ্ছিল, নাকি জাতীয় সম্পদ লুটের জন্য ধন্যবাদ জানানো হচ্ছিল !

  • I wonder what Minister @JoshiPralhad is doing with tainted coal mafia, Joydeb Khan!

    Is he discussing ways of filling @BJP4India’s pockets or congratulating him on siphoning the Nation’s resources ?

    The @dir_ed and the CBI have conveniently ignored this MAFIA-MINISTER NEXUS. pic.twitter.com/BhaqNH9IHy

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে ওই টুইটের শেষ লাইনে তিনি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় দু’টি তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকে ৷ তিনি লিখেছেন, ইডি ও সিবিআই নিশ্চয় এই মাফিয়া ও মন্ত্রীর চক্রকে এড়িয়ে যাবে !

প্রসঙ্গত, বুধবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আসেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷ বৃহস্পতিবার একাধিক কোলিয়ারিতে তিনি গিয়েছিলেন ৷ এই সফরের মধ্যেই তিনি জয়দেব খানের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন: 'কয়লা চুরি বন্ধ করতে হবে রাজ্য সরকারকেই', দাবি প্রহ্লাদ জোশির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.