ETV Bharat / state

আসানসোলে রোজ দুস্থদের সান্ধ্যকালীন খাবার বিতরণ

আসানসোল স্টেশন, BNR সহ বিভিন্ন এলাকার ফুটপাথে প্রচুর আশ্রয়হীন মানুষ রয়েছেন । দিনের বেলা বিভিন্ন সমাজসেবী সংগঠন বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করে । কিন্তু রাতের বেলা প্রায় দিনই অভুক্ত থাকতে হয় এসব মানুষগুলিকে ।

আসানসোলে রোজ দুস্থদের সান্ধ্যকালীন খাবার বিতরণ
আসানসোলে রোজ দুস্থদের সান্ধ্যকালীন খাবার বিতরণ
author img

By

Published : May 9, 2020, 11:40 PM IST

আসানসোল, 9 মে: দিনের বেলার খাবার তবু এদিক-ওদিক জোগাড় হয়ে যায় । কিন্তু এই লকডাউনের মধ্যে রাতের খাবার জোগাড় করা দুঃসাধ্য । সেই কথা শুনে ফুটপাথে থাকা দুস্থ মানুষদের পাশে দাঁড়াল আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতিদিনই সন্ধ্যাবেলায় ওই সংগঠনের সদস্যরা আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরে তৈরি খাবার বিতরণ করে আসেন । বিশেষ করে শিশুদের পুষ্টিকর খাবার তুলে দেওয়াই লক্ষ্য ।

লকডাউনের কারণে অসুবিধার মধ্যে রয়েছেন ফুটপাথে আশ্রয়হীন মানুষরা । আসানসোল স্টেশন, BNR সহ বিভিন্ন এলাকার ফুটপাথে প্রচুর আশ্রয়হীন মানুষ রয়েছেন । দিনের বেলা বিভিন্ন সমাজসেবী সংগঠন বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করে । কিন্তু রাতের বেলা প্রায় দিনই অভুক্ত থাকতে হতো এইসব মানুষগুলিকে । সেই সমস্যার কথা অনুভব করেই আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফুটপাথে থাকা অসহায় মানুষদের জন্য সান্ধ্যকালীন খাবারের আয়োজন করেছে । লকডাউন চলাকালীন রোজ খাবার তৈরি করে রাস্তায় ঘুরে বিলি করছেন ।

শিশুদের খাবার বিতরণ
শিশুদের খাবার বিতরণ

ব্রাদারহুড নামে আসানসোলের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সংস্থার সদস্য তুনকা ভট্টাচার্য্য জানালেন, "মানুষজনের কষ্টের কথা ভেবেই আমরা ঠিক করেছিলাম সন্ধ্যাকালীন খাবার বিতরণ করব । সেই অনুযায়ী আমরা নিজেরাই বাড়িতে খাবার তৈরি করে এনে ফুটপাথে থাকা মানুষজনের মধ্যে বিলি করি ।" সংগঠনের আরও এক সদস্য প্রশান্ত চক্রবর্তী জানান, "এর আগে পুলিশকর্মীদের ORS এবং পানীয় জল আমরা বিতরণ করেছি । শতাধিক দুস্থ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি । কিন্তু এই সান্ধ্যকালীন খাবার মানুষকে দিতে পেরে আমরা নিজেরাই খুব তৃপ্ত অনুভব করছি ।"

আসানসোল, 9 মে: দিনের বেলার খাবার তবু এদিক-ওদিক জোগাড় হয়ে যায় । কিন্তু এই লকডাউনের মধ্যে রাতের খাবার জোগাড় করা দুঃসাধ্য । সেই কথা শুনে ফুটপাথে থাকা দুস্থ মানুষদের পাশে দাঁড়াল আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতিদিনই সন্ধ্যাবেলায় ওই সংগঠনের সদস্যরা আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরে তৈরি খাবার বিতরণ করে আসেন । বিশেষ করে শিশুদের পুষ্টিকর খাবার তুলে দেওয়াই লক্ষ্য ।

লকডাউনের কারণে অসুবিধার মধ্যে রয়েছেন ফুটপাথে আশ্রয়হীন মানুষরা । আসানসোল স্টেশন, BNR সহ বিভিন্ন এলাকার ফুটপাথে প্রচুর আশ্রয়হীন মানুষ রয়েছেন । দিনের বেলা বিভিন্ন সমাজসেবী সংগঠন বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করে । কিন্তু রাতের বেলা প্রায় দিনই অভুক্ত থাকতে হতো এইসব মানুষগুলিকে । সেই সমস্যার কথা অনুভব করেই আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফুটপাথে থাকা অসহায় মানুষদের জন্য সান্ধ্যকালীন খাবারের আয়োজন করেছে । লকডাউন চলাকালীন রোজ খাবার তৈরি করে রাস্তায় ঘুরে বিলি করছেন ।

শিশুদের খাবার বিতরণ
শিশুদের খাবার বিতরণ

ব্রাদারহুড নামে আসানসোলের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সংস্থার সদস্য তুনকা ভট্টাচার্য্য জানালেন, "মানুষজনের কষ্টের কথা ভেবেই আমরা ঠিক করেছিলাম সন্ধ্যাকালীন খাবার বিতরণ করব । সেই অনুযায়ী আমরা নিজেরাই বাড়িতে খাবার তৈরি করে এনে ফুটপাথে থাকা মানুষজনের মধ্যে বিলি করি ।" সংগঠনের আরও এক সদস্য প্রশান্ত চক্রবর্তী জানান, "এর আগে পুলিশকর্মীদের ORS এবং পানীয় জল আমরা বিতরণ করেছি । শতাধিক দুস্থ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি । কিন্তু এই সান্ধ্যকালীন খাবার মানুষকে দিতে পেরে আমরা নিজেরাই খুব তৃপ্ত অনুভব করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.