ETV Bharat / state

করোনায় মৃত্যু আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকের - চিকিৎসক অলোক মুখোপাধ্যায় প্রয়াত

আসানসোল জেলা হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন অলোক মুখোপাধ্যায় । আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, 10-12 দিন আগে অসুস্থ হয়ে পড়েন অলোকবাবু । পরীক্ষা করে দেখা যায় তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ ।

a doctor of asansol district hospital died due to corona infection
করোনায় মৃত্যু আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকের
author img

By

Published : May 1, 2021, 5:18 PM IST

আসানসোল, 1 মে : চলে গেলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক মুখোপাধ্যায় (62) । করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । মৃত্যুর খবর আসতেই আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েন ।

আসানসোল জেলা হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন অলোক মুখোপাধ্যায় । মিতভাষী এই চিকিৎসকের ব্যবহারে রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠতেন বলে খবর । রোগীর পরিবারের লোকেরাও অলোকবাবুর সঙ্গে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে যেতেন, এমন উদাহরণ অনেক রয়েছে । অবসর নেওয়ার পরেও জেলা হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছিলেন তিনি ।

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, 10-12 দিন আগে অসুস্থ হয়ে পড়েন অলোকবাবু । পরীক্ষা করে দেখা যায় তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ । প্রথমে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর । অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ আইসিইউতে রাখা হয়েছিল প্রথমে । পরে সুস্থ হয়ে উঠলে তাকে তিন দিন আগে সাধারণ বেডেই দেওয়া হয় । সুস্থই ছিলেন । হঠাৎ গতরাতে তাঁর অবস্থার অবনতি ঘটে । আজ ভোররাতে মৃত্যু হয় অলোক মুখোপাধ্যায়ের ।

আরও পড়ুন : করোনায় মৃত্যু জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের

এই নিয়ে আসানসোল জেলা হাসপাতালের দু’জন করোনা যোদ্ধার মৃত্যু হল। এর আগে টেকনিসিয়ান বৃন্দাবন পাল মারা গিয়েছিলেন করোনায় । এবার চিকিৎসক অলোক মুখোপাধ্যায় । শোকের আবহ গোটা হাসপাতাল জুড়েই ।

আসানসোল, 1 মে : চলে গেলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক মুখোপাধ্যায় (62) । করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । মৃত্যুর খবর আসতেই আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েন ।

আসানসোল জেলা হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন অলোক মুখোপাধ্যায় । মিতভাষী এই চিকিৎসকের ব্যবহারে রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠতেন বলে খবর । রোগীর পরিবারের লোকেরাও অলোকবাবুর সঙ্গে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে যেতেন, এমন উদাহরণ অনেক রয়েছে । অবসর নেওয়ার পরেও জেলা হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছিলেন তিনি ।

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, 10-12 দিন আগে অসুস্থ হয়ে পড়েন অলোকবাবু । পরীক্ষা করে দেখা যায় তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ । প্রথমে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর । অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ আইসিইউতে রাখা হয়েছিল প্রথমে । পরে সুস্থ হয়ে উঠলে তাকে তিন দিন আগে সাধারণ বেডেই দেওয়া হয় । সুস্থই ছিলেন । হঠাৎ গতরাতে তাঁর অবস্থার অবনতি ঘটে । আজ ভোররাতে মৃত্যু হয় অলোক মুখোপাধ্যায়ের ।

আরও পড়ুন : করোনায় মৃত্যু জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের

এই নিয়ে আসানসোল জেলা হাসপাতালের দু’জন করোনা যোদ্ধার মৃত্যু হল। এর আগে টেকনিসিয়ান বৃন্দাবন পাল মারা গিয়েছিলেন করোনায় । এবার চিকিৎসক অলোক মুখোপাধ্যায় । শোকের আবহ গোটা হাসপাতাল জুড়েই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.