দুর্গাপুর, 13 মে: অজয়ের বালির চর থেকে উদ্ধার হল একের পর এক শিবলিঙ্গ । খবর জানাজানি হতেই ভিড় জমালেন স্থানীয়রা । শুরু হয়েছে পুজোপাঠ । লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদ । সেখানেই বালির চরে দেখা মেলে 10টি শিবলিঙ্গ ।
অজয় থেকে বালি তোলার সময় বুধবার বিকেলে একটি শিবলিঙ্গ বের হয় । বুধবার সেরকম গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার ফের বালি তোলার সময় বের হয় 9টি শিবলিঙ্গ । স্থানীয়দের মধ্যে খবর জানাজানি হতেই ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা তৈরি হয় । স্থানীয় মহিলারা শিবলিঙ্গকে সিঁদুর মাখিয়ে এবং ধূপ-ধুনো দিয়ে শুরু করে দেন পুজোপাঠ । স্থানীয়দের একাংশের দাবি, করোনা থেকে উদ্ধার করতেই মহাদেব পাতাল থেকে উঠে এসেছে ।
খবর পৌঁছয় প্রশাসনিক মহলেও । ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহ-ফরিদপুর এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ । এবিষয়ে ফরিদপুর ব্লকের বিডিও দেবজিৎ দত্ত জানান, তাঁদের কাছে খবর আসা মাত্রই শিবলিঙ্গগুলির নজরদারির জন্য পুলিশকে বলা হয়েছে । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: জোরপাটকিতে রাজ্যপালকে কালো পতাকা, সঙ্গে গোব্যাক স্লোগান