বর্ধমান, 15 জুন : পদত্যাগপত্র পাঠালেন বর্ধমান মেডিকেল কলেজের 24 জন চিকিৎসক । অন্যদিকে, মেদিনীপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের 10 জন ও কল্যাণী মেডিকেল কলেজ ও হাসপাতালের 34 জন প্রফেসর এবং চিকিৎসক নিজেদের পদত্যাগপত্র পাঠান ।
গত 5 দিন ধরে NRS হাসপাতালে রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় বিপর্যস্ত রাজ্যের চিকিৎসা ব্যবস্থা । দফায় দফায় আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা । এই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । গতকাল এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ বা কালো হেলমেট পড়ে দেশে জুড়ে বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকরা । শুরু হয় রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসকদের পদত্যাগ পাঠানোর হিড়িক । গতকাল R G কর হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক তাঁদের ইস্তাফাপত্র পাঠান । পরেই উত্তরবঙ্গ সহ একধিক মেডিকেল কলেজের চিকিৎসকদের ইস্তফাপত্র পাঠানোর ঘটনা সামনে আসে ।
আজ সামনে এল বর্ধমান ও কল্যাণী মেডিকেল কলেজের চিকিৎসকদের ইস্তফাপত্র পাঠানোর ঘটনা । বর্ধমান হাসপাতাল সূত্রে খবর, মোট 36 জন চিকিৎসক পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন । বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অমিতাভ সাহা বলেন, "চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন কোনও সিদ্ধান্ত না নেওয়ায় বেশ কিছুসংখ্যক চিকিৎসক পদত্যাগ করতে চাইছেন । সবাই যদি পদত্যাগ করে তাহলে আমিও পদত্যাগ করব ।" যদিও, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল বলেন, "চিকিৎসকদের পদত্যাগপত্র আমার কাছে এসে পৌঁছায়নি । তাই এই বিষয়ে কোন মন্তব্য করব না ।"