ETV Bharat / state

5টি কুকুরছানাকে আলকাতরায় চুবিয়ে নারকীয় হত্যা ! - animal cruelty

এনআরএসের পর দুর্গাপুরে 5 টি কুকুরছানাকে পিচে চুবিয়ে মারার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরূদ্ধে । একদিনের পুলিশি হেফাজতে থাকার পর আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে জামিনে মুক্তি পায় অভিযুক্ত ।

আলকাতরায় চুবিয়ে এভাবেই কুকুরছানাকে মারা হয়েছে
আলকাতরায় চুবিয়ে এভাবেই কুকুরছানাকে মারা হয়েছে
author img

By

Published : Mar 2, 2021, 9:51 PM IST

দুর্গাপুর, 2 মার্চঃ 5টি কুকুরছানাকে গরম পিচে চুবিয়ে মারার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরূদ্ধে । রবিবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার আরআইপি প্লট শিল্পতালুকে । অভিযোগের তির একটি নিরাপত্তা সংস্থার রক্ষীর বিরূদ্ধে। পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে জামিনে মুক্তি পায় অভিযুক্ত ।

রবিবার ছুটির দিন থাকায় জনসমাগম কম ছিল এলাকায় । সেই সুযোগে 5 টি কুকুরছানাকে গরম পিচে চুবিয়ে মারার চেষ্টা করে ওই নিরাপত্তারক্ষী । এমনটাই অভিযোগ স্থানীয়দের । প্রথমে স্থানীয়রাই 5 টি কুকুরছানাকে রাস্তায় পড়ে থাকতে দেখে । তাদের গায়ে পিচের কালো ছোপ দেখে সন্দেহ হয় তাদের। 4 টি সারমেয় শাবককে মৃত অবস্থায় উদ্ধার করলেও 1 টি কুকুরছানা বেঁচে থাকায় তাকে তড়িঘড়ি পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় । কিন্তু পথেই মারা যায় ছানাটি ।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পশু সংগঠন । একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য সুস্মিতা সেনগুপ্ত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে । ঘটনাস্থান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই বিধাননগর থানার পুলিশ নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে । পুলিশি হেফাজতে থাকার পর আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । যদিও সঠিক তথ্যপ্রমাণের অভাবে জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত ।

আরও পড়ুন : আসানসোলে 16টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

দুই বছর আগেই এনআরএস 16 টি কুকুরছানাকে নারকীয়ভাবে হত্যার ঘটনায় সরব হয়েছিল বিভিন্ন পশু স্বেচ্ছেসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ । তারপরও একই ঘটনার পুনরাবৃত্তিতে নিন্দার ঝড় উঠেছে পশুপ্রেমী মহলে ।

দুর্গাপুর, 2 মার্চঃ 5টি কুকুরছানাকে গরম পিচে চুবিয়ে মারার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরূদ্ধে । রবিবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার আরআইপি প্লট শিল্পতালুকে । অভিযোগের তির একটি নিরাপত্তা সংস্থার রক্ষীর বিরূদ্ধে। পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে জামিনে মুক্তি পায় অভিযুক্ত ।

রবিবার ছুটির দিন থাকায় জনসমাগম কম ছিল এলাকায় । সেই সুযোগে 5 টি কুকুরছানাকে গরম পিচে চুবিয়ে মারার চেষ্টা করে ওই নিরাপত্তারক্ষী । এমনটাই অভিযোগ স্থানীয়দের । প্রথমে স্থানীয়রাই 5 টি কুকুরছানাকে রাস্তায় পড়ে থাকতে দেখে । তাদের গায়ে পিচের কালো ছোপ দেখে সন্দেহ হয় তাদের। 4 টি সারমেয় শাবককে মৃত অবস্থায় উদ্ধার করলেও 1 টি কুকুরছানা বেঁচে থাকায় তাকে তড়িঘড়ি পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় । কিন্তু পথেই মারা যায় ছানাটি ।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পশু সংগঠন । একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য সুস্মিতা সেনগুপ্ত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে । ঘটনাস্থান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই বিধাননগর থানার পুলিশ নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে । পুলিশি হেফাজতে থাকার পর আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । যদিও সঠিক তথ্যপ্রমাণের অভাবে জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত ।

আরও পড়ুন : আসানসোলে 16টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

দুই বছর আগেই এনআরএস 16 টি কুকুরছানাকে নারকীয়ভাবে হত্যার ঘটনায় সরব হয়েছিল বিভিন্ন পশু স্বেচ্ছেসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ । তারপরও একই ঘটনার পুনরাবৃত্তিতে নিন্দার ঝড় উঠেছে পশুপ্রেমী মহলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.