অন্ডাল, 27 জুলাই : দামোদর নদীতে জল আনতে গিয়ে তলিয়ে গেল 4 যুবক ৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের গোপালমাঠ এলাকায় ৷ ঘটনায় এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজ়াল্ট হওয়ায় শিবের মাথায় জল ঢালতে যায় 6 যুবক ৷ জল নেওয়ার জন্য নদীতে নামার পর আচমকাই তারা তলিয়ে যায় ৷ সাঁতার কেটে দুজনে পাড়ে উঠতে সক্ষম হলেও বাকি চারজন যুবক তলিয়ে যায় ৷ জানা গিয়েছে, নিখোঁজ যুবকদের নাম সব্যসাচী মুখার্জি (18), শিবু দাস (18), রাহুল মান্ডি (18), সৌরভ মণ্ডল (18) ৷ রাহুল মান্ডি, সৌরভ মণ্ডল ও শিবু দাসের বাড়ি গোপালমাঠের মেজেডিহি প্লট এলাকায় ৷ সব্যসাচী মুখার্জির বাড়ি জগুরবাঁধ প্লট এলাকায় ৷
খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত সৌরভ মণ্ডল ও শিবু দাসের দেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয় গামছা, জুতো ও জলের ঘটি ৷ অপরদিকে, ঘটনায় প্রাণে বেঁচে যান গৌরব মণ্ডল ও ইন্দ্রনীল ঘোষ ৷ দুজনেই গোপালমাঠের বনগ্রাম এলাকার বাসিন্দা ৷