দুর্গাপুর, 10 এপ্রিল : দুর্গাপুরে চাঁদার জুলুমে পণ্যবাহী গাড়ির চালকদের জেরবার হওয়ার খবর ETV ভারতে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এই খবরের জেরে আজ সকালে দুর্গাপুর থানার অন্তর্গত কুড়ুরিয়াডাঙা থেকে 4 চাঁদা আদায়কারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর থানায়।
বিগত প্রায় 15 দিন ধরে দুর্গাপুর মেনগেট থেকে গল্ফ নগর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে প্রায় 6 থেকে 7টি জায়গায় আলাদা আলাদা করে চাঁদা আদায় করা হচ্ছিল। বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলি থেকেই বলপূর্বক চাঁদা আদায় করছিল কিছু যুবক, এমনই অভিযোগ ওঠে। সোমবার দুর্গাপুর আমরাই মোড়ে বীরভূম জেলার রাজনগর থেকে বেনাচিতিগামী একটি যাত্রীবোঝাই বাসের চালককে কয়েকজন চাঁদা আদায়কারী চটি, জুতো দিয়ে মারতে থাকে। এমন দৃশ্য ধরা পড়ে ETV ভারতের ক্যামেরায়। সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে পুলিশ। আজ সকাল থেকেই এই রাস্তায় পুলিশি নজরদারি শুরু হয়। আজ কুড়ুলিয়াডাঙা এলাকা থেকে 4 জন চাঁদা আদায়কারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে। আগামীকাল তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
বিস্তারিত পরে আসছে :
ধর্মীয় অনুষ্ঠানের নামে চাঁদার জুলুম দুর্গাপুরে
কোথাও শীতলা পূজার নামে, কোথাও বা রামনবমীর নামে আবার কোথাও হনুমান জয়ন্তী পালন করব বলে পণ্য ও যাত্রীবাহী গাড়িগুলি থেকে বলপূর্বক চাঁদা আদায় করছিল ওই যুবকরা। মূলত দুর্গাপুরের 2 নম্বর জাতীয় সড়ক থেকে মেনগেট হয়ে লিঙ্ক রোড ধরে আমরাই মোড় থেকে যে রাস্তা হেতেডোবা শিল্পতালুক যাচ্ছে সেই রাস্তায় অগণিত পণ্যবাহী গাড়ি যাতায়াত করে এবং বেশ কয়েকটি রুটের বাস চলাচল করে এই রাস্তায়। স্থানীয় বাসিন্দারা এদের ভয়ে চুপ করে থাকলেও ক্ষোভের কথা সাংবাদিকদের জানিয়েছিল তারা। শেষমেষ বন্ধ হল এই রাস্তায় চাঁদার জুলুম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে এই রাস্তায় প্রতিনিয়ত নজরদারি চালানো হবে।