দুর্গাপুর, 9 জুলাই : পোস্টকার্ডে লেখা "সুরিন্দর সিং আলুওয়ালিয়া তুমি বিশ্বাসঘাতক ।" ঠিকানা, প্রকাশ নিবাস, বি সি রোড(পশ্চিম), পটনা । বর্ধমান-দুর্গাপুরের সাংসদের ঠিকানায় 25 হাজার পোস্টকার্ড পাঠাচ্ছে CPI(M) ।
লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুরের ASP(অ্যালয় স্টিল প্ল্যান্ট) কারখানার বিলগ্নিকরণ রুখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কিন্তু, কেন্দ্রে দ্বিতীয় NDA সরকার ক্ষমতায় আসার পরই ASP কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় । বিলগ্নিকরণের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 অগাস্ট । কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে CPI(M) ।
CPI(M)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "আজ সকাল থেকেই দুর্গাপুর পোস্টঅফিস থেকে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ঠিকানায় পোস্টকার্ড পাঠান শুরু হয়ে গেছে । 2 অগাস্ট দরপত্র দাখিলের শেষদিন । তাই ওই দিন আমরা 25 হাজার পোস্টকার্ড পাঠাব ।"
এই সংক্রান্ত খবর : জয় শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায়
তবে পোস্টকার্ড পাঠিয়ে প্রতিবাদের সংস্কৃতি এই প্রথম নয় । লোকসভা নির্বাচনের আগে জয়শ্রীরাম ইশুতে তোলপাড় হয়েছিল, রাজ্য রাজনীতি । সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠিয়েছিল BJP যুব মোর্চা । এখানেই শেষ নয়, তৃণমূলের তরফেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় "বন্দেমাতরম, জয় বাংলা" লেখা পোস্টকার্ডও পাঠান হয় ।
এই সংক্রান্ত খবর : মমতাকে "জয়শ্রীরাম" লেখা চিঠি পাঠাচ্ছে BJP যুব মোর্চা