আসানসোল, 7 মে : কোরোনার আতঙ্কে রক্তদান শিবির বন্ধ হয়ে গেছে । ফলে রক্ত সংকটে ভুগছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক । ক্যাম্প না হওয়ায় রক্তের জোগান কম হতে শুরু করেছে । আর এই পরিস্থিতি মোকাবিলায় এবার আসানসোলের একটি পর্বতারোহী সংগঠন এবং সিটি কেবলের উদ্যোগে লাগাতার রক্তদান শিবিরের আয়োজন করা হল । 6 মে থেকে 23 মে পর্যন্ত 17 দিন ধরে লাগাতার এই রক্তদান শিবির চলবে ।
কোরোনা আতঙ্কে বড়সড় রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে না । আতঙ্কের কারণে মানুষজন বেরিয়ে আসছেন না রক্তদান করতে । তেমনি বড় শিবির করলে সেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে । যার থেকে সংক্রমণ ছড়াতে পারে । তাই ছোট ছোট ন্যানো ক্যাম্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে । সে কারণেই ওই পর্বতারোহী সংগঠন এবং সিটি কেবল উদ্যোগ নিল 17 দিন ধরে টানা রক্তদান শিবিরের । সংগঠনের পক্ষ থেকে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, " আসানসোলের বার্নপুর রোডে একটি হোটেলে এই রক্তদান শিবির করা হচ্ছে । প্রতিদিন অন্তত পক্ষে 20 জন করে রক্তদাতা রক্তদান করবেন । এই শিবির থেকে লাগাতার রক্তদান করে আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে ।"
এই শিবিরে পর্বতপ্রেমী থেকে শুরু করে কেবল অপারেটররা এবং সাধারণ মানুষেরা রক্ত দিচ্ছেন । সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে লাগাতার চলতে থাকা এই শিবিরে এসে রক্ত দান করতে ।
পর্বতারোহী সংগঠন ও কেবল অপারেটরের উদ্যোগে চলবে 17 দিনের রক্তদান শিবির
রক্ত সংকটে ভুগছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক । ক্যাম্প না হওয়ায় রক্তের জোগান কম হতে শুরু করেছে । আর এই পরিস্থিতি মোকাবিলায় এবার আসানসোলের একটি পর্বতারোহী সংগঠন এবং সিটি কেবলের উদ্যোগে লাগাতার রক্তদান শিবিরের আয়োজন করা হল । 6 মে থেকে 23 মে পর্যন্ত 17 দিন ধরে লাগাতার এই রক্তদান শিবির চলবে ।
আসানসোল, 7 মে : কোরোনার আতঙ্কে রক্তদান শিবির বন্ধ হয়ে গেছে । ফলে রক্ত সংকটে ভুগছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক । ক্যাম্প না হওয়ায় রক্তের জোগান কম হতে শুরু করেছে । আর এই পরিস্থিতি মোকাবিলায় এবার আসানসোলের একটি পর্বতারোহী সংগঠন এবং সিটি কেবলের উদ্যোগে লাগাতার রক্তদান শিবিরের আয়োজন করা হল । 6 মে থেকে 23 মে পর্যন্ত 17 দিন ধরে লাগাতার এই রক্তদান শিবির চলবে ।
কোরোনা আতঙ্কে বড়সড় রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে না । আতঙ্কের কারণে মানুষজন বেরিয়ে আসছেন না রক্তদান করতে । তেমনি বড় শিবির করলে সেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে । যার থেকে সংক্রমণ ছড়াতে পারে । তাই ছোট ছোট ন্যানো ক্যাম্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে । সে কারণেই ওই পর্বতারোহী সংগঠন এবং সিটি কেবল উদ্যোগ নিল 17 দিন ধরে টানা রক্তদান শিবিরের । সংগঠনের পক্ষ থেকে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, " আসানসোলের বার্নপুর রোডে একটি হোটেলে এই রক্তদান শিবির করা হচ্ছে । প্রতিদিন অন্তত পক্ষে 20 জন করে রক্তদাতা রক্তদান করবেন । এই শিবির থেকে লাগাতার রক্তদান করে আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে ।"
এই শিবিরে পর্বতপ্রেমী থেকে শুরু করে কেবল অপারেটররা এবং সাধারণ মানুষেরা রক্ত দিচ্ছেন । সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে লাগাতার চলতে থাকা এই শিবিরে এসে রক্ত দান করতে ।