আগরতলা, 30 জুন: বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার হল রাজ্য থেকে ৷ আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় 14 কোটি টাকা ৷ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঢালাই জেলার আম্বাসা এলাকায় ৷ দু'জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, নাকা পয়েন্টে আম্বাসা পুলিশ একটি মাহিন্দ্রা থরকে আটকায় ৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 3.1415 কেজি হেরোইন পাওয়া গিয়েছে ৷ সেগুলি 300টি কেসের মধ্যে রাখা ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় 13.8 কোটি টাকা ৷ এই 3 কেজিরও বেশি হিরোইন একটি উন্নতমানের ব্যাগের মধ্যে রাখা ছিল ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরায় এর আগে এত বিশাল পরিমাণে মাদক উদ্ধার হয়নি ৷ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
-
Tripura Police & other security agencies have been continuously working towards the goal of making Tripura drugs-free.
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
In a remarkable achievement today, Dhalai district police during an anti-narcotics drive seized contraband items worth about Rs. 14 crore from a vehicle &… pic.twitter.com/mVYi8BE8X1
">Tripura Police & other security agencies have been continuously working towards the goal of making Tripura drugs-free.
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) June 29, 2023
In a remarkable achievement today, Dhalai district police during an anti-narcotics drive seized contraband items worth about Rs. 14 crore from a vehicle &… pic.twitter.com/mVYi8BE8X1Tripura Police & other security agencies have been continuously working towards the goal of making Tripura drugs-free.
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) June 29, 2023
In a remarkable achievement today, Dhalai district police during an anti-narcotics drive seized contraband items worth about Rs. 14 crore from a vehicle &… pic.twitter.com/mVYi8BE8X1
এই কাজের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা পুলিশের প্রশংসা করেন ৷ তিনি একটি টুইট করে লেখেন, "ত্রিপুরাকে মাদক বিহীন রাজ্যে পরিণত করতে পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি নিরন্তর কাজ করে চলেছে ৷" তিনি আরও জানান, মাদক-বিরোধী অভিযানে ঢালাই জেলার পুলিশ 14 কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে একটি গাড়ি থেকে ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ রাজ্যে এটাই সবচেয়ে বড় মাদক বাজেয়াপ্ত করার ঘটনা ৷ মাদক চক্র শেষ করতে পুলিশের এই প্রচেষ্টা তাদের দায়বদ্ধতা প্রমাণ করে ৷
ত্রিপুরা পুলিশ এই ঘটনায় একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে জানা গিয়েছে ঢালাই পুলিশ মাদক-বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে ৷ এই বছরে দু'টি ভিন্ন অভিযানে বিশাল হেরোইন বাজেয়াপ্ত করেছে ৷ গঙ্গানগর থানা এলাকায় 3.5 কেজি হেরোইন এবং কামালপুর থানা এলাকায় 2.9 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ এছাড়া এখনও পর্যন্ত 2 হাজার 500 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷
আরও পড়ুন: কাঁধের ব্যাগে 70 লক্ষের হেরোয়িন ! হাজতে তরুণী
গত বছর ঢালাই পুলিশ গাঁজা উদ্ধার করেছিল ৷ 60টি এনডিপিএস মামলা দায়ের হয়েছিল৷ প্রায় 15 হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় ৷ 110 জন মাদকপাচারকারী গ্রেফতার হয় পুলিশের হাতে ৷ চারটি নির্দিষ্ট মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ 10 বছরের জন্য এবং কমপক্ষে 6 বছরের জন্য সাজা দেওয়া হয়েছে ৷