ETV Bharat / state

RSS - BJP : বাংলা-অসম-ত্রিপুরায় বিজেপির সংগঠন সামলাতে মাঠে নামছে সংঘ - ত্রিপুরা বিজেপি

নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবির পর দফায় দফায় বৈঠক করেছে আরএসএস । বাংলার সাংগঠনিক প্রধানকেও বদল করা হয়েছে । চিন্তন শিবিরের আয়োজন করা হচ্ছে । একইভাবে জোর দেওয়া হচ্ছে অসম ও ত্রিপুরাতেও ।

RSS BJP
ছবি
author img

By

Published : Aug 13, 2021, 7:43 PM IST

কলকাতা, 13 অগস্ট : বাংলা এবং অসমে বিজেপির (Bhartiya Janata Party) অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব । ত্রিপুরাতে, যেখানে 2023 সালে নির্বাচন, সেখানেও পরিস্থিতি ঘোরালো । সবমিলিয়ে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের এই তিন রাজ্যের জটিল পরিস্থিতির কথা চিন্তা করে কোমর বেঁধে মাঠে নামছে আরএসএস (RSS) । এই তিন রাজ্যে দফায় দফায় চিন্তন শিবির করে পরিস্থিতি সামাল দিতে চাইছে সংঘ পরিবার ।

আরএসএস সূত্রে খবর, বাংলা, অসম এবং ত্রিপুরা -- এই তিন রাজ্যের সংগঠন নিয়ে চিন্তিত সংঘ পরিবার । তাই ঠিক হয়েছে সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে তিনটি রাজ্যে চিন্তন শিবির করে সমস্যা চিহ্নিত করা হবে । সমস্যা চিহ্নিত হলে, সেগুলি নিবারণের কাজে হাত লাগবে আরএসএস নেতৃত্ব । তবে বাংলায় বিজেপির পরাজয়ের পর একাধিক বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে আরএসএসের । বাংলায় বদল হয়েছে সাংগঠনিক প্রধান । সংঘ পরিবারের বাংলার মুখ এখন এক বঙ্গসন্তান । নাম রামাপদ পাল । তিনি দায়িত্বে আসার পরই রাজ্যের আরএসএস সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন ।

অখিল ভারতীয় আরএসএস প্রমুখ প্রদীপ যোশী (Pradeep Joshi) বলেন, "বাংলা, ত্রিপুরা ও অসমের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে । চিন্তন বৈঠকে এই তিনটি রাজ্যর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে । এটা মূলত সাংগঠনিক বৈঠক এবং সময়ে সময়ে এটি হয়েই থাকে ।"

আরও পড়ুন : RSS-BJP : আরএসএসের নির্দেশেই বঙ্গ-বিজেপির সংগঠনে রদবদলের সম্ভবনা

অন্যদিকে, সংঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নির্দেশে ত্রিপুরার রাজনৈতিক অবস্থার উপর বিশেষ নজর রেখেছেন আরএসএস নেতৃত্ব । 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন । তার আগে ত্রিপুরাতে সংঘ নেতাদের বাংলায় চিন্তন শিবিরের বৈঠকে ডেকে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে নেতৃত্ব । ত্রিপুরা নির্বাচন আরএসএস তাঁদের নিজের নিয়ন্ত্রণ রাখতে চাইছে ।

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের (Sarbananda Sonowal) দুই গোষ্ঠীর মধ্যে কিছুটা বিরোধ রয়েছে । সেটিরও দ্রুত সমাধান চাইছে আরএসএস নেতৃত্ব । একই সঙ্গে চিন্তন বৈঠকের মাধ্যমে আরও দুই রাজ্যেকে কড়া বার্তা দিতে চাইছে সংঘ পরিবার । তাঁরা মনে করছেন, যদি সংগঠনের রাশ আরএসএসের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বাংলার মতই অবস্থা হবে উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্যে ।

কলকাতা, 13 অগস্ট : বাংলা এবং অসমে বিজেপির (Bhartiya Janata Party) অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব । ত্রিপুরাতে, যেখানে 2023 সালে নির্বাচন, সেখানেও পরিস্থিতি ঘোরালো । সবমিলিয়ে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের এই তিন রাজ্যের জটিল পরিস্থিতির কথা চিন্তা করে কোমর বেঁধে মাঠে নামছে আরএসএস (RSS) । এই তিন রাজ্যে দফায় দফায় চিন্তন শিবির করে পরিস্থিতি সামাল দিতে চাইছে সংঘ পরিবার ।

আরএসএস সূত্রে খবর, বাংলা, অসম এবং ত্রিপুরা -- এই তিন রাজ্যের সংগঠন নিয়ে চিন্তিত সংঘ পরিবার । তাই ঠিক হয়েছে সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে তিনটি রাজ্যে চিন্তন শিবির করে সমস্যা চিহ্নিত করা হবে । সমস্যা চিহ্নিত হলে, সেগুলি নিবারণের কাজে হাত লাগবে আরএসএস নেতৃত্ব । তবে বাংলায় বিজেপির পরাজয়ের পর একাধিক বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে আরএসএসের । বাংলায় বদল হয়েছে সাংগঠনিক প্রধান । সংঘ পরিবারের বাংলার মুখ এখন এক বঙ্গসন্তান । নাম রামাপদ পাল । তিনি দায়িত্বে আসার পরই রাজ্যের আরএসএস সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন ।

অখিল ভারতীয় আরএসএস প্রমুখ প্রদীপ যোশী (Pradeep Joshi) বলেন, "বাংলা, ত্রিপুরা ও অসমের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে । চিন্তন বৈঠকে এই তিনটি রাজ্যর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে । এটা মূলত সাংগঠনিক বৈঠক এবং সময়ে সময়ে এটি হয়েই থাকে ।"

আরও পড়ুন : RSS-BJP : আরএসএসের নির্দেশেই বঙ্গ-বিজেপির সংগঠনে রদবদলের সম্ভবনা

অন্যদিকে, সংঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নির্দেশে ত্রিপুরার রাজনৈতিক অবস্থার উপর বিশেষ নজর রেখেছেন আরএসএস নেতৃত্ব । 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন । তার আগে ত্রিপুরাতে সংঘ নেতাদের বাংলায় চিন্তন শিবিরের বৈঠকে ডেকে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে নেতৃত্ব । ত্রিপুরা নির্বাচন আরএসএস তাঁদের নিজের নিয়ন্ত্রণ রাখতে চাইছে ।

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের (Sarbananda Sonowal) দুই গোষ্ঠীর মধ্যে কিছুটা বিরোধ রয়েছে । সেটিরও দ্রুত সমাধান চাইছে আরএসএস নেতৃত্ব । একই সঙ্গে চিন্তন বৈঠকের মাধ্যমে আরও দুই রাজ্যেকে কড়া বার্তা দিতে চাইছে সংঘ পরিবার । তাঁরা মনে করছেন, যদি সংগঠনের রাশ আরএসএসের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বাংলার মতই অবস্থা হবে উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.