ETV Bharat / state

Piyush Kanti Biswas: ত্রিপুরার নয়া তৃণমূল সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

সুবল ভৌমিকের পর ত্রিপুরার নতুন তৃণমূল সভাপতি হলেন পীযূষকান্তি বিশ্বাস (piyush kanti biswas is the new state TMC president) ৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিল্লি সফরের সময়ে তৃণমূলে যোগ দিয়েছেন এই হেভিওয়েট নেতা ৷

New State Trinamool President of Tripura
ETV BHarat
author img

By

Published : Dec 11, 2022, 6:52 PM IST

Updated : Dec 11, 2022, 7:23 PM IST

আগরতলা, 11 ডিসেম্বর: সুবল ভৌমিকের পর ত্রিপুরার নতুন রাজ্য তৃণমূল সভাপতি হলেন পীযূষকান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ সুবল ভৌমিককে সরিয়ে দেওয়ার পর দীর্ঘদিন এই সভাপতি পদ শূন্য ছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের । অবশেষে রবিবার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরার নতুন তৃণমূল সভাপতি সদ্য তৃণমূলে যোগ দেওয়া হেভিওয়েট নেতা পীযূষকান্তি বিশ্বাস (piyush kanti biswas is the new state TMC president)। প্রায় সাড়ে তিন মাস ত্রিপুরার তৃণমূল সভাপতির পদ শূন্য থাকার পর বিধানসভা নির্বাচনের আগে নতুন সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন এই প্রখ্যাত আইনজীবী । তারপরে পীযূষ কান্তি বিশ্বাসকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । সেই প্রসঙ্গেই রাজনৈতিক বিশেষজ্ঞরা পীযূষকান্তিকে সভাপতি পদের দায়িত্ব দেওয়ার কারণ হিসাবে ভোট ব্যাংকের কথাই উল্লেখ করেছেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুপরিকল্পিতভাবেই পীযূষকান্তি বিশ্বাসকে ত্রিপুরার সভাপতি করা হয়েছে ৷ আগামী বছর ত্রিপুরায় বিধানসভার ভোট রয়েছে । তাই দলের তরফ থেকে এমন একজন নেতার হাতে ত্রিপুরার দায়িত্ব দিতে চাইছিল যাঁর বিরোধী শিবিরে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে । এখানেই শেষ নয়, এই পীযূষকান্তি বিশ্বাস ত্রিপুরা রাজ পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত । সেক্ষেত্রে আগামী বছরে প্রদ্যোতকিশোর মাণিক্যের তিপ্রামোথার সঙ্গে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি ।

আরও পড়ুন: সরকারি প্রকল্পে দলীয় হস্তক্ষেপ চায় না তৃণমূল, বার্তা দলের তরফে

প্রসঙ্গত, হঠাৎ করে পীযূষ বাবুকে কেন প্রদর্শন সভাপতির দায়িত্ব দেওয়া হল এই প্রসঙ্গে দলের অন্যতম ইনচার্জ তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, পীযূষকান্তি বিশ্বাস এক সময় কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা ভোট । তাই যিনিই দায়িত্ব নিন সংগঠন সামলানোর পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া সমস্যায় পড়তে পারতেন । আর সেই কারণেই সংগঠনে যোগ দেওয়ার পর পীযূষ বাবুকে রাজ্য তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল ।

আগরতলা, 11 ডিসেম্বর: সুবল ভৌমিকের পর ত্রিপুরার নতুন রাজ্য তৃণমূল সভাপতি হলেন পীযূষকান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ সুবল ভৌমিককে সরিয়ে দেওয়ার পর দীর্ঘদিন এই সভাপতি পদ শূন্য ছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের । অবশেষে রবিবার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরার নতুন তৃণমূল সভাপতি সদ্য তৃণমূলে যোগ দেওয়া হেভিওয়েট নেতা পীযূষকান্তি বিশ্বাস (piyush kanti biswas is the new state TMC president)। প্রায় সাড়ে তিন মাস ত্রিপুরার তৃণমূল সভাপতির পদ শূন্য থাকার পর বিধানসভা নির্বাচনের আগে নতুন সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন এই প্রখ্যাত আইনজীবী । তারপরে পীযূষ কান্তি বিশ্বাসকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । সেই প্রসঙ্গেই রাজনৈতিক বিশেষজ্ঞরা পীযূষকান্তিকে সভাপতি পদের দায়িত্ব দেওয়ার কারণ হিসাবে ভোট ব্যাংকের কথাই উল্লেখ করেছেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুপরিকল্পিতভাবেই পীযূষকান্তি বিশ্বাসকে ত্রিপুরার সভাপতি করা হয়েছে ৷ আগামী বছর ত্রিপুরায় বিধানসভার ভোট রয়েছে । তাই দলের তরফ থেকে এমন একজন নেতার হাতে ত্রিপুরার দায়িত্ব দিতে চাইছিল যাঁর বিরোধী শিবিরে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে । এখানেই শেষ নয়, এই পীযূষকান্তি বিশ্বাস ত্রিপুরা রাজ পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত । সেক্ষেত্রে আগামী বছরে প্রদ্যোতকিশোর মাণিক্যের তিপ্রামোথার সঙ্গে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি ।

আরও পড়ুন: সরকারি প্রকল্পে দলীয় হস্তক্ষেপ চায় না তৃণমূল, বার্তা দলের তরফে

প্রসঙ্গত, হঠাৎ করে পীযূষ বাবুকে কেন প্রদর্শন সভাপতির দায়িত্ব দেওয়া হল এই প্রসঙ্গে দলের অন্যতম ইনচার্জ তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, পীযূষকান্তি বিশ্বাস এক সময় কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা ভোট । তাই যিনিই দায়িত্ব নিন সংগঠন সামলানোর পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া সমস্যায় পড়তে পারতেন । আর সেই কারণেই সংগঠনে যোগ দেওয়ার পর পীযূষ বাবুকে রাজ্য তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল ।

Last Updated : Dec 11, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.