ETV Bharat / state

Tripura Elections 2023: ফল ঘোষণার সকালে মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে মানিক সাহা, সঙ্গে সম্বিত পাত্র - বিজেপি

ভোর ভোর ত্রিপুরেশ্বরী মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে 21টি কেন্দ্রে ৷ 60 আসনের বিধানসভা কেন্দ্রে সরকার গড়বে বিজেপি ? দুপুর গড়িয়ে বিকেলের মধ্যেই জানা যাবে ফলাফল (Tripura Elections 2023 Result) ৷

Tripura Elections
ত্রিপুরা নির্বাচনী ফলাফল
author img

By

Published : Mar 2, 2023, 10:09 AM IST

আগরতলা, 2 মার্চ: ত্রি-স্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে ভোটগণনা শুরু হয়েছে ত্রিপুরায় ৷ এরইমধ্যে সকাল সকাল ত্রিপুরায় মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে পুজো দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ এই ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৷ তার আগে মা ত্রিপুরা সুন্দরীর আর্শীবাদ নিলাম ৷"

60টি বিধানসভা আসনের ভোটগণনা হচ্ছে 21টি কেন্দ্রে ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে গণনা পর্যবেক্ষক (Counting Observer) নিয়োগ করেছে নির্বাচন কমিশন ৷ এই পর্যবেক্ষকেরা অন্য রাজ্য থেকে আসা আইএএস আধিকারিক বলে জানা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবার বরদোওয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের আশিসকুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের অনন্ত বন্দ্যোপাধ্যায় ৷

2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট শাসনের অবসান হয় ৷ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রিত্বের বদল হয় । দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ 60টি বিধানসভা আসনের আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে লড়ছে- বিজেপি, সিপিএম, কংগ্রেস, তিপরা মোথা ও তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল এর আগে পৌরসভা ভোটে অংশ নিলেও এই প্রথমবার বিধানসভা নির্বাচনের যুদ্ধে নেমেছে ৷

আরও পড়ুন: নয়া রেকর্ড, 92 শতাংশ ভোট পড়ল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে

বিজেপির সঙ্গে শেষ মুহূর্তের বোঝাপড়ায় হয়েছে আঞ্চলিক আইপিএফটির ৷ বিজেপি 55টি আসনে এবং আইপিএফটি 5টি আসনে প্রার্থী দিয়েছে ৷ সিপিএমের সঙ্গে কংগ্রেস গাঁটছড়া বেঁধেছে । বামেরা 47টি আসনে লড়ছে । কংগ্রেস লড়ছে 13টি আসনে ৷ তিপরা মোথা 42, তৃণমূল কংগ্রেস 28টি আসনে প্রার্থী দিয়েছে ৷

বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, ত্রিপুরায় রেকর্ড ভোটে জয়ী হয়ে ফের সরকার গড়বে বিজেপি ৷ সূত্রে জানা গিয়েছে, ভোট গণনার আগেই বাম-কংগ্রেস জোট তিপরা মোথার দিকে সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোৎকিশের মানিক্য দেববর্মার নেতৃত্ব 2021 সালে গঠিত তিপরা মোথার লক্ষ্য উত্তর-পূর্বের এই রাজ্যটিতে আদিবাসীদের জন্য আলাদা রাজ্য গঠন ৷ আদিবাসীদের মর্যাদা ফিরিয়ে দেওয়া ৷

আগরতলা, 2 মার্চ: ত্রি-স্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে ভোটগণনা শুরু হয়েছে ত্রিপুরায় ৷ এরইমধ্যে সকাল সকাল ত্রিপুরায় মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে পুজো দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ এই ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৷ তার আগে মা ত্রিপুরা সুন্দরীর আর্শীবাদ নিলাম ৷"

60টি বিধানসভা আসনের ভোটগণনা হচ্ছে 21টি কেন্দ্রে ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে গণনা পর্যবেক্ষক (Counting Observer) নিয়োগ করেছে নির্বাচন কমিশন ৷ এই পর্যবেক্ষকেরা অন্য রাজ্য থেকে আসা আইএএস আধিকারিক বলে জানা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবার বরদোওয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের আশিসকুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের অনন্ত বন্দ্যোপাধ্যায় ৷

2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট শাসনের অবসান হয় ৷ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রিত্বের বদল হয় । দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ 60টি বিধানসভা আসনের আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে লড়ছে- বিজেপি, সিপিএম, কংগ্রেস, তিপরা মোথা ও তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল এর আগে পৌরসভা ভোটে অংশ নিলেও এই প্রথমবার বিধানসভা নির্বাচনের যুদ্ধে নেমেছে ৷

আরও পড়ুন: নয়া রেকর্ড, 92 শতাংশ ভোট পড়ল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে

বিজেপির সঙ্গে শেষ মুহূর্তের বোঝাপড়ায় হয়েছে আঞ্চলিক আইপিএফটির ৷ বিজেপি 55টি আসনে এবং আইপিএফটি 5টি আসনে প্রার্থী দিয়েছে ৷ সিপিএমের সঙ্গে কংগ্রেস গাঁটছড়া বেঁধেছে । বামেরা 47টি আসনে লড়ছে । কংগ্রেস লড়ছে 13টি আসনে ৷ তিপরা মোথা 42, তৃণমূল কংগ্রেস 28টি আসনে প্রার্থী দিয়েছে ৷

বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, ত্রিপুরায় রেকর্ড ভোটে জয়ী হয়ে ফের সরকার গড়বে বিজেপি ৷ সূত্রে জানা গিয়েছে, ভোট গণনার আগেই বাম-কংগ্রেস জোট তিপরা মোথার দিকে সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোৎকিশের মানিক্য দেববর্মার নেতৃত্ব 2021 সালে গঠিত তিপরা মোথার লক্ষ্য উত্তর-পূর্বের এই রাজ্যটিতে আদিবাসীদের জন্য আলাদা রাজ্য গঠন ৷ আদিবাসীদের মর্যাদা ফিরিয়ে দেওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.