কলকাতা, 8 ফেব্রুয়ারি: উত্তর-পূর্বের পাঁচটি রাজ্যে নির্বাচন এবছর ৷ এর মধ্যে নজরে ত্রিপুরা ৷ 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন ৷ বিজেপি শাসিত রাজ্যে প্রথমবার ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল ৷ যদিও রাজ্যে পৌর নির্বাচনেও অংশ নিয়েছিল ঘাসফুল । ফল তেমন একটা উল্লেখযোগ্য কিছু হয়নি ৷ তবে বিধানসভা নির্বাচনে গেরুয়া বনাম ঘাসফুল হাড্ডাহাড্ডি লড়াই হবে বলই মনে করছে বিশেষজ্ঞ মহলের একটা অংশ ৷ সোমবার ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজধানী আগরতলায় পৌঁছে ত্রিপুরাকে নিজের 'দ্বিতীয় ঘর' বলে উল্লেখ করেন তৃণমূল নেত্রী ৷ তবে এই সফরকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বঙ্গ বিজেপি, তেমনটাই জানালেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷
মঙ্গলবার তিনি নেত্রীর এই ত্রিপুরা-সফরকে নিছক বেড়াতে যাওয়া বলে আখ্যা দেন ৷ মমতা-অভিষেককে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, "এই সময় উত্তর-পূর্বের এই রাজ্যে আবহাওয়া ভালো ৷ প্রাকৃতিক সৌন্দর্যও মনোরম । ত্রিপুরাবাসী তাঁদের (মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়) ভালো ভাবে আতিথেয়তা করবেন ৷" তাঁর দাবি, ত্রিপুরাবাসীর মধ্যে তৃণমূল কংগ্রসের এই প্রচার নিয়ে কোনও আগ্রহ নেই ৷ তিনি বলেন, "ত্রিপুরার মানুষ বুঝে নেবে ৷"
অন্য একটি প্রসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিংয়েপর প্রসঙ্গে মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র । তাঁর কথায়, "যখন মুকুল রায় এখানে বেড়াতে এসেছিলেন, তখন তাঁর 39টি মামলা ছিল ৷ আর অর্জুন সিং যখন বেড়াতে এসেছিলেন তখন তাঁর মামলার সংখ্যা ছিল 107টি ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ত্রিপুরা সফরকে আক্রমণ করে বিজেপি নেতা আরও বলেন, "কেন্দ্রীয় সরকার ত্রিপুরার উন্নতির জন্য যথেষ্ট কাজ করেছে ৷ রেললাইন হয়েছে ৷ বেড়াতে গিয়েছেন ৷ খুব ভালো লাগবে ৷"