ETV Bharat / state

Nadia Suicide Case: প্রেমে আঘাত ! প্রেমিকাকে ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক - আত্মহত্যার খবর

প্রেমে আঘাত পেয়ে প্রেমিকাকে (Lover dies by Suicide) ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবক (Nadia Suicide Case)৷ বৃহস্পতিবার নদিয়ায় এই ঘটনাটি ঘটে (Youth dies by suicide)৷

Youth dies by suicide ETV Bharat
আত্মঘাতী প্রেমিক
author img

By

Published : Jan 13, 2023, 12:12 PM IST

Updated : Jan 13, 2023, 3:37 PM IST

প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মঘাতী যুবক

শান্তিপুর, 13 জানুয়ারি: প্রেমিকাকে ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক (Lover dies by Suicide)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia Suicide Case) শান্তিপুর থানার শান্তিগর কলোনি এলাকায় । মৃত ওই যুবকের নাম সুজল সাহা ৷ তাঁর বয়স 23 বছর । জানা গিয়েছে, প্রেমে আঘাত পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক (Youth dies by suicide)৷

কেন আত্মহত্যা ?

পরিবার সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে পার্শ্ববর্তী এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সুজল সাহা । তাঁদের সম্পর্কের কথা সুজলের পরিবারের সবাই জানতেন । মৃত ওই যুবক বেশ কিছুদিন ধরে আশঙ্কা করছিলেন যে, ওই যুবতী তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না । অভিযোগ, কয়েকদিন আগেই ওই যুবতী অন্য এক যুবকের সঙ্গে ঘুরতে যান এবং সেই ছবি ফেসবুক স্টেটাসে আপলোড করেন । সেই কারণে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুজল সাহা ।

ফাঁকা বাড়ি পেয়ে আত্মঘাতী

গতকাল সুজলের মামার বাড়িতে গিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন ৷ সেই কারণে বাড়িতে একাই ছিলেন সুজল । সেই সুযোগকে কাজে লাগিয়েই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ গতকাল সন্ধেবেলায় নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক । পাশের বাড়ির একজন তাঁকে ডাকতে গিয়ে দেখেন তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন ।

আরও পড়ুন: লটারি কেটে প্রচুর ধার, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষকের

অভিযোগ জানাবে পরিবার

সঙ্গে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় ৷ তাঁরা সবাই ও অন্যান্য আত্মীয়-পরিজনেরা তড়িঘড়ি বাড়িতে ফেরেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় । পরিবারের তরফ থেকে এ বিষয়ে মৃতের প্রেমিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে । পাশাপাশি মৃত ওই যুবকের মোবাইল নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মহত্যা

সুজলের মামা জানিয়েছেন, ওই মেয়েটির সঙ্গে সুজলের বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল ৷ তাঁদের বিয়ে দেবে বলেও ঠিক করে ফেলেছিল পরিবার ৷ তবে কিছুদিন ধরে মেয়েটিকে অন্য একটি ছেলের সঙ্গে ঘুরতে দেখা যায় ৷ সেটা সহ্য করতে পারেননি সুজল ৷ সেই কারণে গতকাল বাড়িতে কেউ না থাকাকালীন তিনি মেয়েটিকে ভিডিয়ো কল করেন ৷ সেই ভিডিয়ো কলে থাকা অবস্থাতেই সুজল আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর মামা ৷

প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মঘাতী যুবক

শান্তিপুর, 13 জানুয়ারি: প্রেমিকাকে ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক (Lover dies by Suicide)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia Suicide Case) শান্তিপুর থানার শান্তিগর কলোনি এলাকায় । মৃত ওই যুবকের নাম সুজল সাহা ৷ তাঁর বয়স 23 বছর । জানা গিয়েছে, প্রেমে আঘাত পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক (Youth dies by suicide)৷

কেন আত্মহত্যা ?

পরিবার সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে পার্শ্ববর্তী এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সুজল সাহা । তাঁদের সম্পর্কের কথা সুজলের পরিবারের সবাই জানতেন । মৃত ওই যুবক বেশ কিছুদিন ধরে আশঙ্কা করছিলেন যে, ওই যুবতী তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না । অভিযোগ, কয়েকদিন আগেই ওই যুবতী অন্য এক যুবকের সঙ্গে ঘুরতে যান এবং সেই ছবি ফেসবুক স্টেটাসে আপলোড করেন । সেই কারণে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুজল সাহা ।

ফাঁকা বাড়ি পেয়ে আত্মঘাতী

গতকাল সুজলের মামার বাড়িতে গিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন ৷ সেই কারণে বাড়িতে একাই ছিলেন সুজল । সেই সুযোগকে কাজে লাগিয়েই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ গতকাল সন্ধেবেলায় নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক । পাশের বাড়ির একজন তাঁকে ডাকতে গিয়ে দেখেন তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন ।

আরও পড়ুন: লটারি কেটে প্রচুর ধার, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষকের

অভিযোগ জানাবে পরিবার

সঙ্গে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় ৷ তাঁরা সবাই ও অন্যান্য আত্মীয়-পরিজনেরা তড়িঘড়ি বাড়িতে ফেরেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় । পরিবারের তরফ থেকে এ বিষয়ে মৃতের প্রেমিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে । পাশাপাশি মৃত ওই যুবকের মোবাইল নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মহত্যা

সুজলের মামা জানিয়েছেন, ওই মেয়েটির সঙ্গে সুজলের বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল ৷ তাঁদের বিয়ে দেবে বলেও ঠিক করে ফেলেছিল পরিবার ৷ তবে কিছুদিন ধরে মেয়েটিকে অন্য একটি ছেলের সঙ্গে ঘুরতে দেখা যায় ৷ সেটা সহ্য করতে পারেননি সুজল ৷ সেই কারণে গতকাল বাড়িতে কেউ না থাকাকালীন তিনি মেয়েটিকে ভিডিয়ো কল করেন ৷ সেই ভিডিয়ো কলে থাকা অবস্থাতেই সুজল আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর মামা ৷

Last Updated : Jan 13, 2023, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.