ETV Bharat / state

শান্তিপুরে দোলের শোভাযাত্রায় দুই বারোয়ারির বচসা, গুলিবিদ্ধ যুবক

গুরুতর আহত যুবককে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

A man shot at two club quarrels in the procession of Holy
A man shot at two club quarrels in the procession of Holy
author img

By

Published : Mar 30, 2021, 10:25 AM IST

শান্তিপুর, 30 মার্চ : গভীর রাতে দোলের শোভাযাত্রায় দুই বারোয়ারির বচসা ৷ বচসা চলাকালীন গুলিবিদ্ধ হলেন যুবক ৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।

গতকাল গভীর রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন বারোয়ারি দোলের শোভাযাত্রা করে । শান্তিপুর ডাকঘর মোড়ে দুই বারোয়ারির মধ্যে বচসা বাধে । উভয়পক্ষের দাবি, তাদের ঠাকুর ও শোভাযাত্রা আগে যাবে । এই নিয়ে ঝামেলা চরমে পৌঁছায় । অভিযোগ, বেচপাড়া বারোয়ারির কয়েকজন সদস্য হঠাৎই বাঁশ দিয়ে ছুতোর পাড়া বারোয়ারির কয়েকজন সদস্যকে মারতে শুরু করে । সেই সময় গোপালপুর বারোয়ারি শোভাযাত্রা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎই গুলির শব্দ শোনা যায় । এরপরই মাটিতে লুটিয়ে পড়েন গোপালপুর বারোয়ারির সদস্য বিশ্বজিৎ পাল নামে এক যুবক ৷ তড়িঘড়ি প্রথমে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ৷ গভীর রাতে বারোয়ারিগুলির শোভযাত্রার অনুমতি দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷

কী বললেন গুলিবিদ্ধ বিশ্বজিৎ পাল...

আরও পড়ুন: লেকটাউনে গুলিবিদ্ধ ব্যবসায়ী

শান্তিপুর থানার তরফে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে দোলের শোভাযাত্রায় বাঁশ ও লোহার রড দিয়ে হামলা হয় ৷ গুলিও চলে ৷ তবে গুলিবদ্ধ যুবক এখন ভালো আছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷

শান্তিপুর, 30 মার্চ : গভীর রাতে দোলের শোভাযাত্রায় দুই বারোয়ারির বচসা ৷ বচসা চলাকালীন গুলিবিদ্ধ হলেন যুবক ৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।

গতকাল গভীর রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন বারোয়ারি দোলের শোভাযাত্রা করে । শান্তিপুর ডাকঘর মোড়ে দুই বারোয়ারির মধ্যে বচসা বাধে । উভয়পক্ষের দাবি, তাদের ঠাকুর ও শোভাযাত্রা আগে যাবে । এই নিয়ে ঝামেলা চরমে পৌঁছায় । অভিযোগ, বেচপাড়া বারোয়ারির কয়েকজন সদস্য হঠাৎই বাঁশ দিয়ে ছুতোর পাড়া বারোয়ারির কয়েকজন সদস্যকে মারতে শুরু করে । সেই সময় গোপালপুর বারোয়ারি শোভাযাত্রা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎই গুলির শব্দ শোনা যায় । এরপরই মাটিতে লুটিয়ে পড়েন গোপালপুর বারোয়ারির সদস্য বিশ্বজিৎ পাল নামে এক যুবক ৷ তড়িঘড়ি প্রথমে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি ৷ গভীর রাতে বারোয়ারিগুলির শোভযাত্রার অনুমতি দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷

কী বললেন গুলিবিদ্ধ বিশ্বজিৎ পাল...

আরও পড়ুন: লেকটাউনে গুলিবিদ্ধ ব্যবসায়ী

শান্তিপুর থানার তরফে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে দোলের শোভাযাত্রায় বাঁশ ও লোহার রড দিয়ে হামলা হয় ৷ গুলিও চলে ৷ তবে গুলিবদ্ধ যুবক এখন ভালো আছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.