নবদ্বীপ, 13 এপ্রিল : প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তখনই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ গেল এক মহিলার ৷ ঘটনাটি নদিয়া জেলার নবদ্বীপের (Woman Shot Dead at Nabadwip)। মৃতের নাম রাণু বৈরাগ্য ৷ সাতসকালে এলাকায় গুলি ও খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে ৷ স্থানীয়রা রীতিমতো আতঙ্কে ৷
জানা গিয়েছে, রাণু বৈরাগ্য নামে ওই মহিলার অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷ পাশাপাশি গত একমাস ধরে একটি বাড়িতে রান্নার কাজও নিয়েছিলেন ৷ আড়াই বছর আগে তাঁর স্বামী মারা যায় ৷ মহিলা এক ছেলে, এক মেয়ে রয়েছে ৷ রোজ সকালে বেরিয়ে হাঁটা অভ্যাস ছিল রাণু বৈরাগ্যর ৷ তারপর কাজে যেতেন ৷ প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণ বেরিয়েছিলেন নবদ্বীপ শহরের 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার ওই মহিলা । নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছ দিয়ে যাওয়ার সময় একেবারে সামনে থেকে কানের পাশে গুলি করা হয় তাঁকে । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । তাঁকে তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : চাপড়া ব্লকের তৃণমূল সভানেত্রীর গাড়িতে গুলি
সাধারণ পরিচারিকার এমন মৃত্যুতে হতবাক স্থানীয়রা ৷ কে বা কারা এবং কী কারণে মহিলাকে গুলি করে খুন হাতে হল তা ভেবে পাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরাও ৷ মৃতার পরিবারের দাবি, তাঁর কোনও শত্রু ছিল না । তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । খুনের তদন্ত শুরু করেছে পুলিশ ।