ETV Bharat / state

Woman Shot Dead at Nabadwip : প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার, আতঙ্কে নবদ্বীপ - house wife died by gun shoot at Nabadwip

প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার (Woman Shot Dead at Nabadwip)। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। এই মহিলার নাম রাণু বৈরাগ্য। বয়স 45 বছর ৷

Gun Shoot At Nabadwip
প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার
author img

By

Published : Apr 13, 2022, 9:41 AM IST

Updated : Apr 13, 2022, 10:45 AM IST

নবদ্বীপ, 13 এপ্রিল : প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তখনই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ গেল এক মহিলার ৷ ঘটনাটি নদিয়া জেলার নবদ্বীপের (Woman Shot Dead at Nabadwip)। মৃতের নাম রাণু বৈরাগ্য ৷ সাতসকালে এলাকায় গুলি ও খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে ৷ স্থানীয়রা রীতিমতো আতঙ্কে ৷

জানা গিয়েছে, রাণু বৈরাগ্য নামে ওই মহিলার অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷ পাশাপাশি গত একমাস ধরে একটি বাড়িতে রান্নার কাজও নিয়েছিলেন ৷ আড়াই বছর আগে তাঁর স্বামী মারা যায় ৷ মহিলা এক ছেলে, এক মেয়ে রয়েছে ৷ রোজ সকালে বেরিয়ে হাঁটা অভ্যাস ছিল রাণু বৈরাগ্যর ৷ তারপর কাজে যেতেন ৷ প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণ বেরিয়েছিলেন নবদ্বীপ শহরের 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার ওই মহিলা । নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছ দিয়ে যাওয়ার সময় একেবারে সামনে থেকে কানের পাশে গুলি করা হয় তাঁকে । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । তাঁকে তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার

আরও পড়ুন : চাপড়া ব্লকের তৃণমূল সভানেত্রীর গাড়িতে গুলি

সাধারণ পরিচারিকার এমন মৃত্যুতে হতবাক স্থানীয়রা ৷ কে বা কারা এবং কী কারণে মহিলাকে গুলি করে খুন হাতে হল তা ভেবে পাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরাও ৷ মৃতার পরিবারের দাবি, তাঁর কোনও শত্রু ছিল না । তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । খুনের তদন্ত শুরু করেছে পুলিশ ।

নবদ্বীপ, 13 এপ্রিল : প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তখনই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ গেল এক মহিলার ৷ ঘটনাটি নদিয়া জেলার নবদ্বীপের (Woman Shot Dead at Nabadwip)। মৃতের নাম রাণু বৈরাগ্য ৷ সাতসকালে এলাকায় গুলি ও খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে ৷ স্থানীয়রা রীতিমতো আতঙ্কে ৷

জানা গিয়েছে, রাণু বৈরাগ্য নামে ওই মহিলার অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷ পাশাপাশি গত একমাস ধরে একটি বাড়িতে রান্নার কাজও নিয়েছিলেন ৷ আড়াই বছর আগে তাঁর স্বামী মারা যায় ৷ মহিলা এক ছেলে, এক মেয়ে রয়েছে ৷ রোজ সকালে বেরিয়ে হাঁটা অভ্যাস ছিল রাণু বৈরাগ্যর ৷ তারপর কাজে যেতেন ৷ প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণ বেরিয়েছিলেন নবদ্বীপ শহরের 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার ওই মহিলা । নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছ দিয়ে যাওয়ার সময় একেবারে সামনে থেকে কানের পাশে গুলি করা হয় তাঁকে । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । তাঁকে তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার

আরও পড়ুন : চাপড়া ব্লকের তৃণমূল সভানেত্রীর গাড়িতে গুলি

সাধারণ পরিচারিকার এমন মৃত্যুতে হতবাক স্থানীয়রা ৷ কে বা কারা এবং কী কারণে মহিলাকে গুলি করে খুন হাতে হল তা ভেবে পাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরাও ৷ মৃতার পরিবারের দাবি, তাঁর কোনও শত্রু ছিল না । তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । খুনের তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Apr 13, 2022, 10:45 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.