নবদ্বীপ, 22 মার্চ : সন্ধ্যা নাগাদ বাড়ির বাইরে হঠাৎই এক জোরে আওয়াজ ৷ পরিবার-সহ প্রতিবেশীরা বাইরে বেড়িয়ে দেখে বৃদ্ধা পড়ে রয়েছে ৷ মুখ ফেটে বেরাচ্ছে রক্ত ৷ বাঁ হাত টাও ভেঙে গিয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গেই মারা যান তিনি (Unnatural death of an old woman at Nabadwip) ৷ ঘটনাটি নদীয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত চোটির মাঠ পালপাড়া এলাকার ৷
পরিবারের তরফ থেকে জানা যায়, মৃত বৃদ্ধার নাম হরিমতি সাহা বয়স আনুমানিক 75 বছর । সোমবার সন্ধ্যায় বৃদ্ধা কোনও প্রয়োজনে ছাদে উঠেছিলেন । এরপর অসাবধানতাবশত ছাদ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি ৷
স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন ওই এলাকায় একদল হনুমান তাণ্ডব চালাচ্ছিল । হনুমানের আতঙ্কেই কি ছাদ থেকে পড়ে এই করুণ পরিণতি? যদিও এমনটাও হতে পারে বলে অনুমান মৃতের পরিবারের সদস্য-সহ এলাকাবাসীদের ।
এ বিষয়ে পরিবারের এক সদস্য সুজিত সাহা বলেন, "ছাদে কোনও বাউন্ডারি দেওয়া ছিল না ৷ এর পাশাপাশি ওই সময় প্রচুর হনুমান বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল, হনুমানের আতঙ্কের কারণেই বৃদ্ধা অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় ।"
আরও পড়ুন : TMC Upa Pradhan Died : রামপুরহাটে বোমা হামলায় খুন তৃণমূলের উপপ্রধান
তাঁকে হাসপাতালে মৃত ঘোষণা করার পর, নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি নিয়ে যায় । এদিন সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । এহেন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।