ETV Bharat / state

Pujo Committee Clash In Santipur: শান্তিপুরে মাইক বাঁধা নিয়ে 2 পুজো কমিটির সংঘর্ষ, আহত 9 - Clash At Santipur

মাইক বাঁধাকে ঘিরে একই পাড়ার দুই পুজো কমিটির মধ্য়ে মারামারি (Clash At Santipur) ৷ আহত দু'পক্ষের 9 জন ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেডিয়াম পাড়া এলাকায়।

Injured Man
শান্তিপুর সংঘর্ষে আক্রান্তরা
author img

By

Published : Mar 25, 2022, 11:59 AM IST

শান্তিপুর, 25 মার্চ: দোল উৎসবে মাইক বাঁধাকে কেন্দ্র করে একই পাড়ার দুই পুজো কমিটির মধ্য়ে মারামারির ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Clash At Santipur) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেডিয়াম পাড়া এলাকায়।

জানা গিয়েছে, সপ্তম দোল উপলক্ষে ওই এলাকার এক পুজো কমিটির সদস্যরা একটি জায়গায় মাইক বাঁধতে যায় ৷ তখনই পাশের অন্য পুজো কমিটির সদস্যরা বাধা দেন। এরপর শুরু হয় দুই পুজো কমিটির মধ্যে কথা কাটাকাটি ৷ আচমকাই দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এক পুজো কমিটির অভিযোগ, তাদের মোট 5 জন সদস্যকে বেধড়ক মারধর করা হয়। অন্য পুজো কমিটির অভিযোগ, চোঙ বাঁধার জন্য এই ঘটনা ঘটেনি, পুরনো রাগের কারণে তাদের 4 জনকে বেধড়ক মারধর করা হয়। পুরো ঘটনায় দু'পক্ষের 9 জন আহত হয়েছেন ৷ এক পুজো কমিটির আক্রান্ত সদস্যরা শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার চলাকালীন অন্য পুজো কমিটির আক্রান্ত সদস্যরাও শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায়। সেখানেও আবার দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা।

শান্তিপুর সংঘর্ষে আক্রান্তরা

আরও পড়ুন : Clash At Ashoknagar : মদ খাওয়ার প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলা ! আহত 5

অভিযোগ, চিকিৎসকের সামনেই মারমারি শুরু করা হয়। খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাড়াতেও পুলিশের টহলদারি চলছে ।

শান্তিপুর, 25 মার্চ: দোল উৎসবে মাইক বাঁধাকে কেন্দ্র করে একই পাড়ার দুই পুজো কমিটির মধ্য়ে মারামারির ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Clash At Santipur) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেডিয়াম পাড়া এলাকায়।

জানা গিয়েছে, সপ্তম দোল উপলক্ষে ওই এলাকার এক পুজো কমিটির সদস্যরা একটি জায়গায় মাইক বাঁধতে যায় ৷ তখনই পাশের অন্য পুজো কমিটির সদস্যরা বাধা দেন। এরপর শুরু হয় দুই পুজো কমিটির মধ্যে কথা কাটাকাটি ৷ আচমকাই দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এক পুজো কমিটির অভিযোগ, তাদের মোট 5 জন সদস্যকে বেধড়ক মারধর করা হয়। অন্য পুজো কমিটির অভিযোগ, চোঙ বাঁধার জন্য এই ঘটনা ঘটেনি, পুরনো রাগের কারণে তাদের 4 জনকে বেধড়ক মারধর করা হয়। পুরো ঘটনায় দু'পক্ষের 9 জন আহত হয়েছেন ৷ এক পুজো কমিটির আক্রান্ত সদস্যরা শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার চলাকালীন অন্য পুজো কমিটির আক্রান্ত সদস্যরাও শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায়। সেখানেও আবার দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা।

শান্তিপুর সংঘর্ষে আক্রান্তরা

আরও পড়ুন : Clash At Ashoknagar : মদ খাওয়ার প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলা ! আহত 5

অভিযোগ, চিকিৎসকের সামনেই মারমারি শুরু করা হয়। খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাড়াতেও পুলিশের টহলদারি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.