ETV Bharat / state

বিধায়ক খুনের ঘটনায় গ্রেপ্তার ২, সাসপেন্ড হাঁসখালি থানার OC

author img

By

Published : Feb 10, 2019, 10:26 AM IST

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকে।

ঘটনাস্থান

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকে। অভিজিৎ পুণ্ডুরী বলে আরও এক সন্দেহভাজন পলাতক। তার খোঁজ চলছে।

সত্যজিৎকে অভিজিৎ গুলি করেছে বলে অভিযোগ তাঁর ভাইয়ের। অভিজিতের খোঁজ না পাওয়ায় তার মাকে আটক করেছে পুলিশ। অভিজিতের বাড়িতে ভাঙচুরও চালান স্থানীয়রা।

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গতকাল গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। গতকাল এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে।

ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁকে খুন হতে হয়েছে বলে অভিযোগ BJP-র।

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকে। অভিজিৎ পুণ্ডুরী বলে আরও এক সন্দেহভাজন পলাতক। তার খোঁজ চলছে।

সত্যজিৎকে অভিজিৎ গুলি করেছে বলে অভিযোগ তাঁর ভাইয়ের। অভিজিতের খোঁজ না পাওয়ায় তার মাকে আটক করেছে পুলিশ। অভিজিতের বাড়িতে ভাঙচুরও চালান স্থানীয়রা।

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গতকাল গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। গতকাল এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে।

ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁকে খুন হতে হয়েছে বলে অভিযোগ BJP-র।



Agra (Uttar Pradesh), Feb 10 (ANI): Bear Conservation Centre is ensuring special care of furry animals to keep them comfortable in harsh winters of Agra. Under the winter management system by conservation centre, the bears get special diet consisting jaggery and dates. Heaters have been installed in the cages to keep them cozy. Around 180 bears are being taken care of at the centre.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.