ETV Bharat / state

Man Stabbed to Death: নদিয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার দুই - ধারালো অস্ত্র

নদিয়ায় রাস্তায় দাঁড় করিয়ে বছর ছত্রিশের এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ ৷ অভিযোগের ভিত্তিতে এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ।

ফাইল ছবি
Man Stabbed to Death
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 9:24 PM IST

এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

মুরুটিয়া (নদিয়া), 19 সেপ্টেম্বর: ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন! অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই এলাকারই দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত ধাড়া গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম নওশাদ শেখ। বয়স আনুমানিক 36 বছর। জানা যায়, গতকাল রাতে মোটরবাইকে করে বাড়ির দিকে আসছিলেন মৃত নওশাদ শেখ। এরপরেই ধারা গ্রামের বিএসএফ ক্যাম্পের কাছে কেউ বা কারা ধারালো অস্ত্রের কোপ করে নওশাদকে ৷ মৃতপ্রায় নওশাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুরুটিয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নওশাদের পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরেই তাঁরা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃত যুবকের পরিবার মুরুটিয়া থানায় দশ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ ওই এলাকারই দুই অভিযুক্ত কালু শেখ এবং দিলীপ পাহাড়িয়াকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Man Stabbed to Death
মৃত নওশাদ শেখ

মৃতের আত্মীয় রহিম শেখ এ বিষয়ে বলেন, "গতকাল রাতে এই ঘটনার পর আমরা প্রতিবেশীদের মারফৎ খবর পায়। জানতে পারি সে যখন মোটরসাইকেল করে আসছিল তখনই এলাকার কিছু দুষ্কৃতী তাকে আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আমরা চাই অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক।" অন্যদিকে মৃতের ভাই বলেন, "এই ঘটনায় আমাদের এই এলাকারই কয়েকজন দুষ্কৃতী রয়েছে। তাঁকে বাঁশ দিয়ে প্রথমে রাস্তা আটকানো হয় ৷ এরপরে দুষ্কৃতীরা তাঁকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আঘাতের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ আমার দাদাকে কেন মারা হল তা বুঝে উঠতে পারছি না। আমরা চাই পুলিশ এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।"

আরও পড়ুন: মায়ের সঙ্গে ঝামেলার মাঝে ঠাকুমাকে খুন নাতির, তিন দিন পর উদ্ধার দেহ

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.