ETV Bharat / state

Triplets Birth in Nadia : একসঙ্গে তিন শিশুর জন্ম, খুশির হাওয়া পরিবারে - শান্তিপুরের খবর

একইসঙ্গে তিন শিশুর জন্ম দিয়েছেন শান্তিপুরের গৃহবধূ রোশেনা খাতুন (Triplets Birth in Nadia) ৷ দুই ছেলে ও এক মেয়ে ৷ তাদের ঘিরেই পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া ৷ যেখানে এই সমাজে একাধিক শিশু জন্মালে তাদের কোথাও ফেলে দেওয়া ও মেরে ফেলার মতো ঘটনা ঘটে ৷ সেখানে একসঙ্গে তিন শিশুর জন্মকে আল্লার দান বলে মেনে নিয়ে খুশিতে মেতে উঠেছেন রোশেনা খাতুনের বাড়ির লোকজন ৷

Triplets Birth in Nadia
মায়ের কোলে তিন শিশু
author img

By

Published : Feb 11, 2022, 3:00 PM IST

শান্তিপুর, 11 ফেব্রুয়ারি : একাধিক শিশু জন্মালে কোথাও ফেলে দেওয়া বা মেরে ফেলার মতো ঘটনা বর্তমান সমাজে আকছার ঘটে ৷ তবে এই ঘটনার কথা শুনলে আনন্দ হবে আপনারও ৷ নদিয়ার শান্তিপুর থানার (Santipur News) বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর গ্রামের বাসিন্দা সেলিম শেখের স্ত্রী রোশেনা খাতুন কৃষ্ণনগর সদর হাসপাতালে 15 দিন আগে জন্ম দিয়েছেন তিন সন্তানের ৷ দুই ছেলে ও এক মেয়ে ৷ আর এই ঘটনায় রীতিমতো খুশির হাওয়া রোশেনার বাপের বাড়িতে ৷

চরকা কেটে সংসার চালালেও মেয়ের তিন সন্তান হওয়ায় খুশি নবজাতকদের দাদু জানা শেখ ৷ তাঁর কথায়, "চিকিৎসা শুরুর প্রথম মাস থেকেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি তিনটে শিশু রয়েছে ৷ এখন সুস্থ স্বাভাবিকভাবে তাদের জন্ম হওয়ায় আমরা খুবই খুশি ৷ সন্তান ফেলে দেওয়া বা মেরে ফেলার ঘটনাকে কখনওই সমর্থন করি না ৷ সবই ওপরওয়ালার দান এখানে তো আমাদের কিছু করার নেই ৷ তিনজনকে মানুষ করতে আমাদের মতো দরিদ্র পরিবারে অসুবিধা হলেও আল্লার দয়ায় সব ঠিক হয়ে যাবে বলেই আশা আমাদের ৷"

আরও পড়ুন : Triplets born in Midnapore : বিরল অস্ত্রপচারের মাধ্যমে একসঙ্গে তিন শিশু জন্মাল মেদিনীপুরে

নবজাতকদের বাবা সেলিম শেখ পরিযায়ী শ্রমিক ৷ রাজ্যের বাইরে জনমজুরের কাজ করেন ৷ আর্থিক অবস্থা খারাপ হওয়ার মধ্যেও তিন সন্তানের জন্মের খবর শুনে প্রথম থেকেই খুশি ছিলেন তিনি ৷ স্ত্রী ও সন্তানদের দেখে ফের জীবিকার টানে রাজ্য়ের বাইরে কাজে গিয়েছেন সেলিম ৷

তাদের এই মানসিকতা সমাজে দৃষ্টান্ত তৈরি করুক ৷ জন্মের পর সকল শিশুই মা-বাবা ও পরিবারের ভালবাসায় বড় হয়ে উঠুক ৷ ভাল থাকুক স্বামী ও সন্তানদের নিয়ে ভাল থাকুক রোশেনারার মত মায়েরা ৷

আরও পড়ুন : Husband Tortures Wife : দ্বিতীয়বারও কন্যাসন্তান, স্ত্রীর যৌনাঙ্গে লোহার রড ঢোকাল স্বামী

শান্তিপুর, 11 ফেব্রুয়ারি : একাধিক শিশু জন্মালে কোথাও ফেলে দেওয়া বা মেরে ফেলার মতো ঘটনা বর্তমান সমাজে আকছার ঘটে ৷ তবে এই ঘটনার কথা শুনলে আনন্দ হবে আপনারও ৷ নদিয়ার শান্তিপুর থানার (Santipur News) বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর গ্রামের বাসিন্দা সেলিম শেখের স্ত্রী রোশেনা খাতুন কৃষ্ণনগর সদর হাসপাতালে 15 দিন আগে জন্ম দিয়েছেন তিন সন্তানের ৷ দুই ছেলে ও এক মেয়ে ৷ আর এই ঘটনায় রীতিমতো খুশির হাওয়া রোশেনার বাপের বাড়িতে ৷

চরকা কেটে সংসার চালালেও মেয়ের তিন সন্তান হওয়ায় খুশি নবজাতকদের দাদু জানা শেখ ৷ তাঁর কথায়, "চিকিৎসা শুরুর প্রথম মাস থেকেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি তিনটে শিশু রয়েছে ৷ এখন সুস্থ স্বাভাবিকভাবে তাদের জন্ম হওয়ায় আমরা খুবই খুশি ৷ সন্তান ফেলে দেওয়া বা মেরে ফেলার ঘটনাকে কখনওই সমর্থন করি না ৷ সবই ওপরওয়ালার দান এখানে তো আমাদের কিছু করার নেই ৷ তিনজনকে মানুষ করতে আমাদের মতো দরিদ্র পরিবারে অসুবিধা হলেও আল্লার দয়ায় সব ঠিক হয়ে যাবে বলেই আশা আমাদের ৷"

আরও পড়ুন : Triplets born in Midnapore : বিরল অস্ত্রপচারের মাধ্যমে একসঙ্গে তিন শিশু জন্মাল মেদিনীপুরে

নবজাতকদের বাবা সেলিম শেখ পরিযায়ী শ্রমিক ৷ রাজ্যের বাইরে জনমজুরের কাজ করেন ৷ আর্থিক অবস্থা খারাপ হওয়ার মধ্যেও তিন সন্তানের জন্মের খবর শুনে প্রথম থেকেই খুশি ছিলেন তিনি ৷ স্ত্রী ও সন্তানদের দেখে ফের জীবিকার টানে রাজ্য়ের বাইরে কাজে গিয়েছেন সেলিম ৷

তাদের এই মানসিকতা সমাজে দৃষ্টান্ত তৈরি করুক ৷ জন্মের পর সকল শিশুই মা-বাবা ও পরিবারের ভালবাসায় বড় হয়ে উঠুক ৷ ভাল থাকুক স্বামী ও সন্তানদের নিয়ে ভাল থাকুক রোশেনারার মত মায়েরা ৷

আরও পড়ুন : Husband Tortures Wife : দ্বিতীয়বারও কন্যাসন্তান, স্ত্রীর যৌনাঙ্গে লোহার রড ঢোকাল স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.