ETV Bharat / state

Fake Job Assurance by TMC Leader : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল নেতা

কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ শিল্প দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ৷ যার মধ্যে একজন তৃণমূলের নদিয়া জেলার প্রাক্তন যুব নেতা বলে জানা গিয়েছে (Trinamool leader accused of taking money for giving job in nadia) ৷

nadia
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা নদিয়াতে , অভিযুক্ত তৃণমূল নেতা
author img

By

Published : Jan 6, 2022, 8:46 PM IST

রানাঘাট, 6 জানুয়ারি : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল নদিয়ার রানাঘাটের এক তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে (ranaghat news) ৷ ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট পুলিশ জেলার এসপির কাছে এবং রানাঘাট কোর্টে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক সামসুদ্দিন রহমান ।

মালদার বাসিন্দা সামসুদ্দিন রহমান খবরের কাগজে কেন্দ্র সরকারের কৃষি বিকাশ শিল্প দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি দেখেন ৷ এরপর তিনি রানাঘাটের অফিসে যোগাযোগ করার সময় সেখানে ছিলেন কৃষি বিকাশ শিল্পের ভুয়ো চেয়ারম্যান শুভাশিস নাগ ও তৃণমূলের নদিয়া জেলার প্রাক্তন যুব নেতা বর্তমানে তৃণমূলের কো-অর্ডিনেটর আস্তিক দাস (Fake Job Assurance by TMC Leader) ।

কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ভাঙিয়ে ও কেন্দ্র সরকারের লেটার প্যাডে অশোক স্তম্ভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে ভুয়ো চাকরিদাতারা । তারা জানায়, চাকরির জন্য কিছু খরচ করতে হবে ।

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা নদিয়াতে , অভিযুক্ত তৃণমূল নেতা

আরও পড়ুন : Shiv Linga Found in a Home : গৃহস্থের উঠোনে শিবলিঙ্গ, চাঞ্চল্য শান্তিপুরে

এরপর অভিযোগকারী সামসুদ্দিন জানান, নিজে চাকরির জন্য টাকা দিয়েছেন তো বটেই ৷ আরও অনেক চাকরি প্রার্থী জোগাড় করে দিয়েছেন । প্রতারক চাকরিদাতারা কখনও ক্যাশে তো আবার কখনও ব্যাঙ্কের মাধ্যমে টাকা নিয়েছেন । কিন্তু টাকা নেওয়ার পর পাঁচ বছর কেটে গেলেও চাকরি মেলেনি ৷

এরপর টাকা চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ এই ঘটনায় অভিযোগকারী সামসুদ্দিন রানাঘাট আদালত এবং রানাঘাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । তবে অভিযোগ জানানোর পর 11 দিন কেটে গেলেও এখনও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি ৷

অভিযোগকারীর আইনজীবী মৃণালকান্তি বিশ্বাস জানান, রানাঘাট থানায় জানানোর পর গুরুত্ব না দেওয়ায় রানাঘাট এসিজেএম আদালতে মামলা করা হয় ৷ সেখানে অভিযোগকারীর সমস্ত নথি খতিয়ে দেখে রানাঘাট থানার আইসি থানাতে তদন্তের ভার দেন । তিনটি ধারায় আদালতে মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : Patient dies with out any treatment : নদিয়ায় সরকারি হাসপাতালের বিরুদ্ধে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

এই ঘটনায় রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, "এটা তৃণমূলের কালচার । এর আগেও শুভাশিস নাগ চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে ।"

রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রঞ্জিত পাল জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিষয়টি তদন্ত করে টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবি জানানো হবে প্রশাসনের কাছে ।

যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের যুব নেতা আস্তিক দাস বিষয়টি অস্বীকার করে বলেন, "প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি আমায় কিছু জানানো হয়নি ৷ এই বিষয়ে কোনও অভিযোগ থাকলে সেটা রাজনৈতিক চক্রান্ত ।"

অন্য এক অভিযুক্ত শুভাশিস নাগ পলাতক ৷ তার বাড়িতে গেলে স্ত্রী জানায়, ছ'মাস হল শুভাশিস বাড়িতে নেই ।

আরও পড়ুন : Death after consuming liquor : শান্তিপুরে মদ খেয়ে বাড়ি ফিরে মৃত ব্যক্তি, বিষক্রিয়ার অভিযোগ পরিবারের

রানাঘাট, 6 জানুয়ারি : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠল নদিয়ার রানাঘাটের এক তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে (ranaghat news) ৷ ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট পুলিশ জেলার এসপির কাছে এবং রানাঘাট কোর্টে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক সামসুদ্দিন রহমান ।

মালদার বাসিন্দা সামসুদ্দিন রহমান খবরের কাগজে কেন্দ্র সরকারের কৃষি বিকাশ শিল্প দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি দেখেন ৷ এরপর তিনি রানাঘাটের অফিসে যোগাযোগ করার সময় সেখানে ছিলেন কৃষি বিকাশ শিল্পের ভুয়ো চেয়ারম্যান শুভাশিস নাগ ও তৃণমূলের নদিয়া জেলার প্রাক্তন যুব নেতা বর্তমানে তৃণমূলের কো-অর্ডিনেটর আস্তিক দাস (Fake Job Assurance by TMC Leader) ।

কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ভাঙিয়ে ও কেন্দ্র সরকারের লেটার প্যাডে অশোক স্তম্ভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে ভুয়ো চাকরিদাতারা । তারা জানায়, চাকরির জন্য কিছু খরচ করতে হবে ।

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা নদিয়াতে , অভিযুক্ত তৃণমূল নেতা

আরও পড়ুন : Shiv Linga Found in a Home : গৃহস্থের উঠোনে শিবলিঙ্গ, চাঞ্চল্য শান্তিপুরে

এরপর অভিযোগকারী সামসুদ্দিন জানান, নিজে চাকরির জন্য টাকা দিয়েছেন তো বটেই ৷ আরও অনেক চাকরি প্রার্থী জোগাড় করে দিয়েছেন । প্রতারক চাকরিদাতারা কখনও ক্যাশে তো আবার কখনও ব্যাঙ্কের মাধ্যমে টাকা নিয়েছেন । কিন্তু টাকা নেওয়ার পর পাঁচ বছর কেটে গেলেও চাকরি মেলেনি ৷

এরপর টাকা চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ এই ঘটনায় অভিযোগকারী সামসুদ্দিন রানাঘাট আদালত এবং রানাঘাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । তবে অভিযোগ জানানোর পর 11 দিন কেটে গেলেও এখনও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি ৷

অভিযোগকারীর আইনজীবী মৃণালকান্তি বিশ্বাস জানান, রানাঘাট থানায় জানানোর পর গুরুত্ব না দেওয়ায় রানাঘাট এসিজেএম আদালতে মামলা করা হয় ৷ সেখানে অভিযোগকারীর সমস্ত নথি খতিয়ে দেখে রানাঘাট থানার আইসি থানাতে তদন্তের ভার দেন । তিনটি ধারায় আদালতে মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : Patient dies with out any treatment : নদিয়ায় সরকারি হাসপাতালের বিরুদ্ধে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

এই ঘটনায় রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, "এটা তৃণমূলের কালচার । এর আগেও শুভাশিস নাগ চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে ।"

রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রঞ্জিত পাল জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিষয়টি তদন্ত করে টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবি জানানো হবে প্রশাসনের কাছে ।

যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের যুব নেতা আস্তিক দাস বিষয়টি অস্বীকার করে বলেন, "প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি আমায় কিছু জানানো হয়নি ৷ এই বিষয়ে কোনও অভিযোগ থাকলে সেটা রাজনৈতিক চক্রান্ত ।"

অন্য এক অভিযুক্ত শুভাশিস নাগ পলাতক ৷ তার বাড়িতে গেলে স্ত্রী জানায়, ছ'মাস হল শুভাশিস বাড়িতে নেই ।

আরও পড়ুন : Death after consuming liquor : শান্তিপুরে মদ খেয়ে বাড়ি ফিরে মৃত ব্যক্তি, বিষক্রিয়ার অভিযোগ পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.