ETV Bharat / state

কল্যাণীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, BJP-র বিরুদ্ধে অভিযোগ

author img

By

Published : Oct 8, 2020, 2:45 PM IST

বুধবার রাতে কল্যাণীর বি-ব্লকের 14 নম্বর এলাকায় মাসির বাড়ি যাচ্ছিলেন সস্ত্রীক চন্দ্রচূড়বাবু । সেই সময় বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাঁর পথ আটকায় । এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ।

kalyani
কল্যাণীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

কল্যাণী , 8 অক্টোবর : কল্যাণীতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । নাম চন্দ্রচূড় মিত্র । কল্যাণীর বি-ব্লকের 14 নম্বর এলাকার ঘটনা ।

বুধবার রাতে কল্যাণীর বি-ব্লকের 14 নম্বর এলাকায় মাসির বাড়ি যাচ্ছিলেন সস্ত্রীক চন্দ্রচূড়বাবু । সেই সময় বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাঁর পথ আটকায় । এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ । তাঁর পিঠে গুলি লাগে । বাইক থেকে পড়ে যান তিনি । এরপরই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে গুরুতর জখম অবস্থায় তাঁকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করেন । পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

কল্যাণীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি , কী বলছে তৃণমূল ? শুনে নিন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP-র পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে । যদিও স্থানীয় BJP নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা চালানো হয়েছে ।

কল্যাণী , 8 অক্টোবর : কল্যাণীতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । নাম চন্দ্রচূড় মিত্র । কল্যাণীর বি-ব্লকের 14 নম্বর এলাকার ঘটনা ।

বুধবার রাতে কল্যাণীর বি-ব্লকের 14 নম্বর এলাকায় মাসির বাড়ি যাচ্ছিলেন সস্ত্রীক চন্দ্রচূড়বাবু । সেই সময় বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাঁর পথ আটকায় । এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ । তাঁর পিঠে গুলি লাগে । বাইক থেকে পড়ে যান তিনি । এরপরই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে গুরুতর জখম অবস্থায় তাঁকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করেন । পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

কল্যাণীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি , কী বলছে তৃণমূল ? শুনে নিন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP-র পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে । যদিও স্থানীয় BJP নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা চালানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.