নদিয়া, 20 মে: বাইক চালানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বুকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি করা হয়েছে তাঁকে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি তৃণমূল নেতা । গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আশরাদুল শেখ । ঘটনাটি নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগিয়া এলাকার । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ৷
জানা গিয়েছে, শনিবার বিকালে পালিতবেগিয়া এলাকায় দলিলপুর এলাকার কয়েকজন যুবক তীব্র গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন । তীব্র গতিতে বাইক চালানোর কারণে প্রতিবাদ করেন কয়েকজন এলাকাবাসী । তার মধ্যে ছিলেন আশরাদুল শেখও ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদ করার কারণে দু'পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । এরপর হাতাহাতি শুরু হয়ে যায় ৷ কিছুক্ষণ বাদে দলিলপুর এলাকার যুবকেরা ফিরে যান ৷ কিন্তু কিছুক্ষণ পরেই আবার আগ্নেয়াস্ত্র নিয়ে দলিতপুরের অভিযুক্ত যুবকরা পালিতবেগিয়া এলাকায় ফিরে আসেন ৷
ফের দু'পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা ৷ জানা গিয়েছে দু'দলের যুবকরাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ৷ এরপরেই কথা কাটাকাটির মধ্যেই আচমকা অভিযুক্ত এক যুবক আশরাদুল শেখকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে পরপর 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আশরাদুল শেখের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আশরাদুল। এরপর এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাযন অভিযুক্ত যুবকরা।
গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি আশরাদুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এলাকাবাসীরা। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আশরাদুল শেখের শরীর থেকে একটি গুলি উদ্ধার করা হলেও আরেকটি গুলি শরীরের ভিতরে রয়ে গিয়েছে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি সে।
আরও পড়ুন: হুকিংয়ের খবর কাউন্সিলররা সরাসরি জানান মেয়রকে, নির্দেশ ফিরহাদের
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। কথা বলেছে এলাকাবাসীদের সঙ্গে ৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ আশরাদুলের দাদা ওসমান গণি শেখ বলেন, "মূলত তীব্র গতিতে বাইক চালানোর প্রতিবাদ করাতেই হামলা চালিয়েছে ওঁরা। তবে আমরা সকলেই তৃণমূল কর্মী। যারা গুলি করেছে তাঁরাও তৃণমূল করে।"